ঢাবির শহীদুল্লাহ হল প্রভোস্ট অ্যাওয়ার্ড পেলেন ৯ শিক্ষার্থী

বাসস
প্রকাশ: ২৯ মে ২০২৫, ১৭:৪৮
ঢাবির শহীদুল্লাহ হল প্রভোস্ট অ্যাওয়ার্ড পেলেন ৯ শিক্ষার্থী। ছবি : বাসস

ঢাকা, ২৯ মে, ২০২৫ (বাসস) : স্নাতক ও স্নাতকোত্তর পরীক্ষায় কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জন এবং খেলাধুলায় কৃতিত্বের স্বাক্ষর রাখায় ঢাকা বিশ্ববিদ্যালয় ড. মুহম্মদ শহীদুল্লাহ্ হলের নয়জন মেধাবী শিক্ষার্থীকে প্রভোস্ট অ্যাওয়ার্ড প্রদান করা হয়েছে।

এরমধ্যে স্নাতক (সম্মান) পরীক্ষায় সর্বোচ্চ সিজিপিএ অর্জনকারী ছয়জন এবং স্নাতকোত্তর পরীক্ষায় সর্বোচ্চ সিজিপিএ অর্জনকারী দুইজন মেধাবী শিক্ষার্থী প্রভোস্ট অ্যাওয়ার্ড লাভ করেন। 

এছাড়া খেলাধুলায় কৃতিত্বের স্বাক্ষর রাখায় একজন শিক্ষার্থীকে এই অ্যাওয়ার্ড প্রদান করা হয়।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান বুধবার সন্ধ্যায় হল মিলনায়তনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের হাতে অ্যাওয়ার্ড তুলে দেন।

হল প্রাধ্যক্ষ অধ্যাপক ড. মুহাম্মদ জাবেদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে জীববিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো. এনামুল হক, আর্থ এন্ড এনভায়রনমেন্টাল সায়েন্সেস অনুষদের ডিন অধ্যাপক ড. কাজী মতিন উদ্দিন আহমেদ এবং ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি অনুষদের ডিন অধ্যাপক ড. উপমা কবির বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

প্রভোস্ট অ্যাওয়ার্ড কমিটির আহ্বায়ক এবং হলের সহকারী আবাসিক শিক্ষক অধ্যাপক ড. মো. আনোয়ার হোসেন ভূঁঞা স্বাগত বক্তব্য দেন।

উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান অ্যাওয়ার্ডপ্রাপ্ত শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে বলেন, এধরনের উদ্যোগ শিক্ষার্থীদের উৎসাহ ও অনুপ্রেরণা প্রদানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

তিনি বলেন, ‘বিভিন্ন আয়োজনের মাধ্যমে আমরা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, গবেষক ও শিক্ষার্থীদের মেধার স্বীকৃতি প্রদানের চেষ্টা করছি।’

সকল ক্ষেত্রে ঐক্য বজায় রেখে দেশের কল্যাণে কাজ করার জন্য তিনি মেধাবী শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান।

অ্যাওয়ার্ডপ্রাপ্ত শিক্ষার্থীরা হলেন-মো. তহিদুল ইসলাম (সমুদ্রবিজ্ঞান), জহুর আহমেদ ও মোহাম্মদ সোলায়মান (ভূতত্ত্ব), মো. এহসানুল হক মামুন (ফলিত রসায়ন ও কেমিকৌশল), কামরুজ্জামান আসিফ (তথ্য প্রযুক্তি ইনস্টিটিউট), মো. ইসতিয়াক উদ্দিন (ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং), পিয়াল সরকার (ওষুধ প্রযুক্তি), মো. আমিনুল কাদের বুলবুল (কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল) এবং মুহাম্মদ আজিজুল হক (অণুজীব বিজ্ঞান )।


 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
আগামীকাল শেরপুর জেলায় দুদকের ১৮৪তম গণশুনানি
ফেনীতে ছিনতাই চক্রের ৬ সদস্য গ্রেফতার
ব্রাজিলের স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে জামায়াত প্রতিনিধি দলের যোগদান
নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে : মির্জা ফখরুল
আওয়ামী লীগের আরও ৬ নেতা-কর্মী গ্রেফতার
শেরপুর সীমান্তে ভারতীয় মশলা জব্দ
নতুন কুঁড়ির আবেদনের সময়সীমা বৃদ্ধি
রাকসু নির্বাচনে শিবিরের প্যানেল ঘোষণা
ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু :  হাসপাতালে ভর্তি ৫৮০ জন 
ডিএসসিসিতে ভুয়া জ্বালানি খরচে কোটি টাকা আত্মসাৎ : দুদকের অভিযান
১০