সিলেট সীমান্তে আরও ২১ জনকে ঠেলে পাঠালো বিএসএফ

বাসস
প্রকাশ: ২৯ মে ২০২৫, ১৮:০০
ছবি : বাসস

সিলেট, ২৯ মে, ২০২৫ (বাসস) : সিলেটের বিয়ানীবাজার সীমান্ত দিয়ে আরও ২১ জনকে ঠেলে পাঠালো (পুশইন) ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।

আজ বৃহস্পতিবার সকালে উপজেলার মুড়িয়া ইউনিয়নের নওয়াগ্রাম সীমান্ত থেকে তাদের আটক করে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এদের মধ্যে ৮ জন শিশু, ৮ জন মহিলা ও ৫ জন পুরুষ।

আটককৃতরা হলেন কেরামত শেখ (৬০), রমেছা বেগম (৫৫), কুলছুম শেখ (২০), ওমর শেখ (২ মাস), জহুরা বেগম (৬০), সোহাগী বেগম (৩২), সিদ্দিক শিকদার (১৮), সুমাইয়া বেগম (১১), রাফি শিকদার (৯), হাসান শিকদার (৩), জুয়েল শাহানুর শেখ (২৮), মরিয়ম খাতুন (২৫), আমেনা খাতুন (৮), আনার শেখ (২ মাস), তাছলিমা বেগম (৩৫), ইয়ামিন (১৭), ইয়াসিন (৫), ইয়াকুব (৪), রোকসানা (৩৫), আজগর আলী (৪০) ও ইতি বেগম (৩৬)।

বিয়ানীবাজার ব্যাটালিয়নের (৫২ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মেহেদী হাসান এই তথ্য নিশ্চিত করে জানান, আটককৃতরা সবাই নড়াইলের বাসিন্দা বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে নিশ্চিত হওয়া গেছে। জিজ্ঞাসাবাদ শেষে তাদেরকে বিয়ানীবাজার থানায় হস্তান্তর করা হয়েছে।

এর আগে, ২৫ মে ৩২ জনকে পুশইনের ঘটনার পর সীমান্ত এলাকায় বিজিবি টহল জোরদার করেছিল।

বিয়ানীবাজার থানার ওসি মো. আশরাফ উজ্জামান জানান, বিজিবি ২১ জনকে থানায় হস্তান্তর করেছে। তাদের বিরুদ্ধে যথাযথ আইনি প্রক্রিয়া অনুসরণ করে আদালতে পাঠানো হয়েছে।
 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
দক্ষিণ আফ্রিকায় জি-২০ সম্মেলনে যুক্তরাষ্ট্র অংশ নেবে না: ট্রাম্প
যুক্তরাষ্ট্রে শাটডাউনের কারণে সহস্রাধিক ফ্লাইট বাতিল
ইউক্রেনের জ্বালানি অবকাঠামোতে রাশিয়ার ভয়াবহ হামলা
যুক্তরাষ্ট্রে সফরের আগে সন্ত্রাসী তালিকা থেকে বাদ পড়লেন সিরিয়ার প্রেসিডেন্ট
উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণে ‘অস্থিতিশীলতা’র নিন্দা যুক্তরাষ্ট্রের
সাতক্ষীরায় ধানের শীষকে বিজয়ী করতে সাবেক এমপি হাবিবের আহ্বান
রাজশাহীতে ট্রাকের চাপায় তিন বন্ধু নিহত
রংপুরে ৪ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ দুইজন গ্রেফতার
মুন্সীগঞ্জে সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার
খুলনায় সুবিধাবঞ্চিত মানুষের মাঝে বিএসএসপির উপহার সামগ্রী বিতরণ
১০