সীতাকুণ্ডে ধারালো অস্ত্রের আঘাতে স্বেচ্ছাসেবক দল নেতা নিহত

বাসস
প্রকাশ: ২৯ মে ২০২৫, ১৮:১৪

চট্টগ্রাম, ২৯ মে, ২০২৫ (বাসস) : চট্টগ্রামের সীতাকুণ্ডে ছোট দারোগারহাট এলাকায় দুই পক্ষের সংঘর্ষে ধারালো অস্ত্রের আঘাতে স্বেচ্ছাসেবক দল নেতা মো. কলিম উদ্দিন (৩৮) নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (২৯ মে) সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মজিবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বুধবার (২৮ মে) রাতে উপজেলার ২ নম্বর বারৈয়াঢালা ইউনিয়নের ছোট দারোগার হাটে এ ঘটনা ঘটে। কলিম বারৈয়াঢালা ইউনিয়নের পূর্ব লালানগর গ্রামের ৫নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের প্রস্তাবিত কমিটির সেক্রেটারি।

স্থানীয় সূত্রে জানা গেছে, ছোট দারোগারহাট বাজারে ব্যবসা সংক্রান্ত নানান বিষয়ে কলিম গ্রুপের সঙ্গে অপর একটি গ্রুপের বিরোধ চলে আসছিল। এ বিরোধের জেরে বুধবার রাতে প্রতিপক্ষ ধারালো অস্ত্রশস্ত্র নিয়ে কলিম গ্রুপের ওপর হামলা চালায়। এসময় কলিম ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর আহত হন।

চট্টগ্রাম উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি মো. মোরছালিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মাদক ব্যবসায়ীদের হামলায় ৫নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের প্রস্তাবিত কমিটির সেক্রেটারি কলিম উদ্দিন নিহত হয়েছেন। মাদক ব্যবসায় বাধা পেয়ে দুষ্কৃতকারীরা তার ওপর অতর্কিতভাবে হামলা চালায়।

সীতাকুণ্ড থানার ওসি মো. মজিবুর রহমান বলেন, ব্যবসার বিরোধে পক্ষের সংঘর্ষে কলিম উদ্দিন নিহত হয়েছে বলে প্রাথমিকভাবে জেনেছি। জড়িতদের গ্রেফতারে পুলিশ চেষ্টা করছে।


 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
হাটহাজারীতে পাচারকালে সেগুন কাঠ জব্দ, গ্রেফতার ২
তত্ত্বাবধায়ক সরকার ফেরাতে আপিল শুনানি ২১ অক্টোবর
নওগাঁয় হত্যা মামলায় পাঁচজনের যাবজ্জীবন 
কবি কাজী নজরুল ইসলামের ৪৯তম মৃত্যুবার্ষিকীতে এবি পার্টির শ্রদ্ধা
মোহাম্মদপুর জেনেভা ক্যাম্পে বুনিয়া সোহেল গ্যাংয়ের ১১ সদস্য গ্রেফতার
পঞ্চগড়ে রাইস মিলের বর্জ্যে ভূগর্ভস্থ পানি দূষণ
ঝালকাঠিতে শিক্ষার্থীদের সঙ্গে পুলিশ সুপারের মতবিনিময় 
রুশ তেল কেনায় ভারতীয় পণ্যে ৫০ শতাংশ শুল্ক কার্যকর করেছে যুক্তরাষ্ট্র
গাজীপুরে অগ্নিকাণ্ডে ৯টি দোকান পুড়ে ছাই 
চন্দ্রনাথ মন্দিরের সিঁড়ি উন্নয়নে নির্দেশনা দেয়া হয়েছে : প্রেস সচিব
১০