সীতাকুণ্ডে ধারালো অস্ত্রের আঘাতে স্বেচ্ছাসেবক দল নেতা নিহত

বাসস
প্রকাশ: ২৯ মে ২০২৫, ১৮:১৪

চট্টগ্রাম, ২৯ মে, ২০২৫ (বাসস) : চট্টগ্রামের সীতাকুণ্ডে ছোট দারোগারহাট এলাকায় দুই পক্ষের সংঘর্ষে ধারালো অস্ত্রের আঘাতে স্বেচ্ছাসেবক দল নেতা মো. কলিম উদ্দিন (৩৮) নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (২৯ মে) সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মজিবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বুধবার (২৮ মে) রাতে উপজেলার ২ নম্বর বারৈয়াঢালা ইউনিয়নের ছোট দারোগার হাটে এ ঘটনা ঘটে। কলিম বারৈয়াঢালা ইউনিয়নের পূর্ব লালানগর গ্রামের ৫নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের প্রস্তাবিত কমিটির সেক্রেটারি।

স্থানীয় সূত্রে জানা গেছে, ছোট দারোগারহাট বাজারে ব্যবসা সংক্রান্ত নানান বিষয়ে কলিম গ্রুপের সঙ্গে অপর একটি গ্রুপের বিরোধ চলে আসছিল। এ বিরোধের জেরে বুধবার রাতে প্রতিপক্ষ ধারালো অস্ত্রশস্ত্র নিয়ে কলিম গ্রুপের ওপর হামলা চালায়। এসময় কলিম ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর আহত হন।

চট্টগ্রাম উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি মো. মোরছালিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মাদক ব্যবসায়ীদের হামলায় ৫নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের প্রস্তাবিত কমিটির সেক্রেটারি কলিম উদ্দিন নিহত হয়েছেন। মাদক ব্যবসায় বাধা পেয়ে দুষ্কৃতকারীরা তার ওপর অতর্কিতভাবে হামলা চালায়।

সীতাকুণ্ড থানার ওসি মো. মজিবুর রহমান বলেন, ব্যবসার বিরোধে পক্ষের সংঘর্ষে কলিম উদ্দিন নিহত হয়েছে বলে প্রাথমিকভাবে জেনেছি। জড়িতদের গ্রেফতারে পুলিশ চেষ্টা করছে।


 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
দক্ষিণ আফ্রিকায় জি-২০ সম্মেলনে যুক্তরাষ্ট্র অংশ নেবে না: ট্রাম্প
যুক্তরাষ্ট্রে শাটডাউনের কারণে সহস্রাধিক ফ্লাইট বাতিল
ইউক্রেনের জ্বালানি অবকাঠামোতে রাশিয়ার ভয়াবহ হামলা
যুক্তরাষ্ট্রে সফরের আগে সন্ত্রাসী তালিকা থেকে বাদ পড়লেন সিরিয়ার প্রেসিডেন্ট
উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণে ‘অস্থিতিশীলতা’র নিন্দা যুক্তরাষ্ট্রের
সাতক্ষীরায় ধানের শীষকে বিজয়ী করতে সাবেক এমপি হাবিবের আহ্বান
রাজশাহীতে ট্রাকের চাপায় তিন বন্ধু নিহত
রংপুরে ৪ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ দুইজন গ্রেফতার
মুন্সীগঞ্জে সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার
খুলনায় সুবিধাবঞ্চিত মানুষের মাঝে বিএসএসপির উপহার সামগ্রী বিতরণ
১০