জুনে বাজারে আসছে ঐতিহাসিক ও প্রত্নতাত্ত্বিক স্থাপত্য সম্বলিত নতুন নোট

বাসস
প্রকাশ: ২৯ মে ২০২৫, ১৯:০৭ আপডেট: : ২৯ মে ২০২৫, ১৯:৪৬
ছবি : বাংলাদেশ ব্যাংক

ঢাকা, ২৯ মে, ২০২৫ (বাসস) : বাংলাদেশ ব্যাংক আগামী ১ জুন থেকে ‘বাংলাদেশের ঐতিহাসিক এবং প্রত্নতাত্ত্বিক স্থাপত্য’ শীর্ষক ডিজাইনে তৈরি নতুন নোট বাজারে ছাড়ার পরিকল্পনা করেছে।

আজ বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকের যোগাযোগ ও প্রকাশনা বিভাগ (ডিসিপি) পরিচালক ও সহকারী মুখপাত্র মহুয়া মহসীন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশ ব্যাংক ‘বাংলাদেশের ঐতিহাসিক এবং প্রত্নতাত্ত্বিক স্থাপত্য’- শীর্ষক নতুন ডিজাইন ও সিরিজের সকল মূল্যমানের (১০০০, ৫০০, ২০০, ১০০, ৫০, ২০, ১০, ৫ ও ২ টাকা) নতুন নোট মুদ্রণের কার্যক্রম গ্রহণ করেছে। গভর্নর ড. আহসান এইচ মনসুর স্বাক্ষরিত নতুন ডিজাইন ও সিরিজের ১০০০, ৫০ ও ২০ টাকা মূল্যমান ব্যাংক নোট আগামী ১ জুন থেকে প্রথমবারের মতো বাজারে প্রচলন করা হবে।

এতে আরও বলা হয়, নোটগুলো সেদিন প্রাথমিকভাবে বাংলাদেশ ব্যাংকের মতিঝিল অফিস থেকে ও পরবর্তীতে বাংলাদেশ ব্যাংকের অন্যান্য অফিস থেকে ইস্যু করা হবে। এ সকল মূল্যমানের নতুন নোটের পাশাপাশি বর্তমানে প্রচলিত সকল কাগুজে নোট এবং ধাতব মুদ্রাও যথারীতি চালু থাকবে।

এছাড়া মুদ্রা সংগ্রাহকদের চাহিদার বিষয়টি বিবেচনা করে নিয়মিত নোটের পাশাপাশি  ১০০০, ৫০ ও ২০ টাকা মূল্যমান নমুনা নোট (অবিনিময়যোগ্য) মুদ্রণ করা হয়েছে। যা মিরপুর টাকা জাদুঘর থেকে নির্ধারিত মূল্যে সংগ্রহ করা যাবে।

এ সকল মূল্যমানের নতুন নোটের পাশাপাশি বর্তমানে প্রচলিত সকল কাগুজে নোট এবং ধাতব মুদ্রাও যথারীতি চালু থাকবে বলে জানানো হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
পদত্যাগের আবেদন মাউশির মহাপরিচালকের
জোর করে পদত্যাগ করানো শিক্ষকদের বেতন-ভাতা চালুর নির্দেশ
ইইউ রাষ্ট্রদূতের সঙ্গে বিএনপির বৈঠক অনুষ্ঠিত
জামায়াত আমিরের সঙ্গে ইতালিয়ান রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ
রামপুরায় ২৮ জনকে হত্যা : বিজিবি কর্মকর্তাসহ ৪ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল
ঝিনাইদহে জাতীয় কন্যা শিশু দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত
বাগেরহাটে পুলিশের দক্ষতা বৃদ্ধিতে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
গাজামুখী ত্রাণবাহী ফ্লোটিলার ৩টি নৌযান আটক ইসরাইলের
দেশজুড়ে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা 
সাদুল্লাপুরে সাপের কামড়ে এক কলেজ ছাত্রের মৃত্যু
১০