৪টি আগ্নেয়াস্ত্র ও সহযোগীসহ চট্টগ্রামে আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার 

বাসস
প্রকাশ: ২৯ মে ২০২৫, ২০:০১
বৃহস্পতিবার চট্টগ্রামের আনোয়ারা উপজেলার সদর ইউনিয়নের বাড়ির সামনে থেকে আওয়ামী লীগের নেতা নজরুলকে আটক করে ডিবি পুলিশ। ছবি: বাসস

চট্টগ্রাম, ২৯ মে, ২০২৫ (বাসস) : চট্টগ্রামের আনোয়ারায় অভিযান চালিয়ে ৪টি আগ্নেয়াস্ত্রসহ উপজেলা আওয়ামী লীগের সাবেক ধর্ম বিষয়ক সম্পাদক এইচ এম নজরুল ইসলামকে (৬৫) গ্রেপ্তার করেছে পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি)। এসময় তার এক সহযোগী মীর হোসেন মিয়াকেও (৪৩) গ্রেপ্তার করা হয়।

আজ বৃহস্পতিবার সকালে আনোয়ারা উপজেলার সদর ইউনিয়নের ইছামতি সড়কস্থ নিজ বাড়ির সামনে থেকে নজরুলকে আটক করে ডিবি পুলিশের একটি দল। একই সময়ে মহেশখালী উপজেলার বাসিন্দা মীর হোসেনকেও গ্রেপ্তার করা হয়। চট্টগ্রাম জেলা পুলিশের পক্ষ থেকে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়েছে।

আটককৃত নজরুল ইসলাম আনোয়ারা উপজেলা আওয়ামী লীগের সাবেক ধর্ম বিষয়ক সম্পাদক। তিনি ইছামতি সড়ক এলাকার মৃত মুফিজুর রহমান ওরফে নাগু মিয়ার ছেলে।

ডিবি পুলিশ সূত্র জানায়, আওয়ামী লীগ নেতা নজরুল ইসলামের বাড়িতে দীর্ঘদিন ধরে অবৈধ অস্ত্র মজুদের অভিযোগ ছিল। সে এবং মীর হোসেন মিয়া দীর্ঘদিন যাবত অস্ত্র ব্যবসার সঙ্গে জড়িত। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের কাছ থেকে ৪টি আগ্নেয়াস্ত্র ও দু’টি মোবাইল উদ্ধার করা হয়। এছাড়া একটি সিএনজি অটোরিকশাও জব্দ করা হয়েছে।

চট্টগ্রামের অতিরিক্ত পুলিশ সুপার (শিল্পাঞ্চল ও ডিবি) মো. রাসেল বলেন, গোপন সংবাদের ভিত্তিতে তাদেরকে ধরতে বুধবার রাতভর আনোয়ারা ও পাশের উপজেলা বাঁশখালীতে অভিযান পরিচালনা করা হয়। তারা বারবার স্থান পরিবর্তন করছিল। পরে আনোয়ারা উপজেলার সামনে থেকে তাদের আটক করা হয়। এ সয়ম তাদের কাছ থেকে ৪টি আগ্নেয়াস্ত্র জব্দ করা হয়েছে। আটককৃতদের  বরাত দিয়ে তিনি বলেন, তারা দীর্ঘদিন ধরে অবৈধ অস্ত্র ব্যবসার সাথে  জড়িত। তাদের বিরুদ্ধে আনোয়ারা থানায় মামলা করা হয়েছে।

আনোয়ারা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনির হোসেন বলেন, ‘আটকের পর তাদের প্রথমে থানায় আনা হয়। পরবর্তীতে সেখান থেকে ডিবি কার্যালয়ে পাঠানো হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে তাদের আদালতে হাজির করা হয় বলে তিনি জানান।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
হাটহাজারীতে পাচারকালে সেগুন কাঠ জব্দ, গ্রেফতার ২
তত্ত্বাবধায়ক সরকার ফেরাতে আপিল শুনানি ২১ অক্টোবর
নওগাঁয় হত্যা মামলায় পাঁচজনের যাবজ্জীবন 
কবি কাজী নজরুল ইসলামের ৪৯তম মৃত্যুবার্ষিকীতে এবি পার্টির শ্রদ্ধা
মোহাম্মদপুর জেনেভা ক্যাম্পে বুনিয়া সোহেল গ্যাংয়ের ১১ সদস্য গ্রেফতার
পঞ্চগড়ে রাইস মিলের বর্জ্যে ভূগর্ভস্থ পানি দূষণ
ঝালকাঠিতে শিক্ষার্থীদের সঙ্গে পুলিশ সুপারের মতবিনিময় 
রুশ তেল কেনায় ভারতীয় পণ্যে ৫০ শতাংশ শুল্ক কার্যকর করেছে যুক্তরাষ্ট্র
গাজীপুরে অগ্নিকাণ্ডে ৯টি দোকান পুড়ে ছাই 
চন্দ্রনাথ মন্দিরের সিঁড়ি উন্নয়নে নির্দেশনা দেয়া হয়েছে : প্রেস সচিব
১০