ইশরাকের গাড়ি বহরে হামলা মামলায় আওয়ামী লীগ নেতা গিয়াস রিমান্ডে

বাসস
প্রকাশ: ২৯ মে ২০২৫, ২০:৪৯
চট্টগ্রামের আওয়ামী লীগ নেতা গিয়াস উদ্দিন। ফাইল ছবি

চট্টগ্রাম, ২৯ মে, ২০২৫ (বাসস) : বিএনপি নেতা ইশরাক হোসেনের গাড়ি বহরে হামলার অভিযোগে করা মামলায়, চট্টগ্রামের আওয়ামী লীগ নেতা গিয়াস উদ্দিনকে তিন দিনের রিমান্ডে নেওয়ার আদেশ দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার চট্টগ্রাম জেলা আদালতের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ফারজানা ইয়াছমিন এ আদেশ দেন।

পুলিশ ও আদালত সূত্রে জানা গেছে, ইশরাক হোসেনের গাড়ি বহরে হামলার ঘটনায়, মীরসরাই থানায় দায়ের হওয়া মামলার আসামি গিয়াস উদ্দিনকে সাত দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের আবেদন করেছিলেন তদন্তকারী কর্মকর্তা। 

শুনানি শেষে আদালত তিনদিনের রিমান্ড মঞ্জুর করা হয়। শুনানির সময় গিয়াস উদ্দিনকে আদালতে হাজির করা হয়েছিল।

গিয়াস উদ্দিন চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি। তিনি মীরসরাই উপজেলা চেয়ারম্যান ছিলেন। 

২০২৪ সালের ৭ জানুয়ারির সংসদ নির্বাচনে গিয়াস উদ্দিন মীরসরাই আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে অংশ নেন।

গত ২৩ মে যুক্তরাষ্ট্র থেকে দেশে ফেরার পর, ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে গিয়াস উদ্দিনকে গ্রেফতার করে পুলিশ।

২০২২ সালের ১২ অক্টোবর ইশরাক হোসেন বিএনপি’র চট্টগ্রামে বিভাগীয় গণসমাবেশ কর্মসূচিতে যাবার পথে, চট্টগ্রামের মীরসরাই পৌর সদর এলাকায় তার গাড়ি বহরে আওয়ামী লীগের নেতা-কর্মীরা হামলা চালায়। এ সময় প্রায় ৩০টি গাড়ি ভাঙচুর করা হয়।

২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর, ২৪ অক্টোবর এ ঘটনায় মীরসরাই থানায় মামলা করেন ফেনী সদর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক শাহাদাত হোসেন চৌধুরী। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
আফগানিস্তানকে হারিয়ে সুপার ফোরের আশা বাঁচিয়ে রাখল বাংলাদেশ
জামায়াতে ইসলামীর সঙ্গে ইউরোপীয় পার্লামেন্টের প্রতিনিধিদলের বৈঠক 
চাঁদপুরে জব্দকৃত ১৮ লাখ টাকার মাদক ধ্বংস করেছে কোস্ট গার্ড
বাংলাদেশ পুলিশকে চীন দূতাবাসের কম্পিউটার উপহার
হজ ব্যবস্থাপনায় ইন্দো-মালয়েশিয়ান মডেল নতুনত্ব আনতে পারে : ধর্ম উপদেষ্টা
অধ্যাপক ইউনূসের নেতৃত্বের প্রশংসা করলেন আইএমএফ প্রধান
রাজধানীতে ঝটিকা মিছিলের প্রস্তুতিকালে আওয়ামী লীগের ১০ নেতা-কর্মী গ্রেফতার 
বাংলাদেশ নারী ক্রিকেট দলকে ভারতীয় হাইকমিশনারের সংবর্ধনা
পুলিশের ৯ পরিদর্শক অবসরে : স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন জারি
ক্রীড়া পরিদপ্তর, দামুড়হুদা স্বাস্থ্য কমপ্লেক্স ও বিএআরআই-এ দুদকের অভিযান
১০