সিলেট সীমান্তে কোটি টাকা মূল্যের চোরাই পণ্য জব্দ করেছে বিজিবি

বাসস
প্রকাশ: ২৯ মে ২০২৫, ২৩:২২

সিলেট, ২৯ মে ২০২৫ (বাসস) : ভারত থেকে শুল্ক ফাঁকি দিয়ে আনা বিপুল পরিমাণ চোরাই পণ্য এবং বাংলাদেশ থেকে পাচারকৃত পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সিলেট ব্যাটালিয়ন।

আজ বৃহস্পতিবার বিজিবি ৪৮ ব্যাটালিয়নের অধীন সিলেটের জৈন্তাপুর উপজেলার শ্রীপুর, কোম্পানীগঞ্জের কালাসোদেক, সুনামগঞ্জের বাংলাবাজার, সোনালীচেলা সীমান্ত এলাকা থেকে অবৈধ পথে আসা এসব পণ্য জব্দ করেছে।

জব্দকৃত মালামালের মধ্যে রয়েছে ভারতীয় জিরা, বরশি, সুপারি, বাজি, বিগফিস মেডিসিন, চিনি, মাছ ধরার খাবার এবং বাংলাদেশ থেকে পাচারকালে শিং মাছ ছাড়াও অবৈধ পণ্য পরিবহণে ডিআই ট্রাক ও বারকি নৌকা জব্দ করা হয়।

সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ডিআই ট্রাক ও বারকি নৌকা জব্দকৃত মালামালের মূল্য প্রায় এক কোটি ২৮ লাখ ৯৭ হাজার ২১৪ টাকা হবে। জব্দকৃত চোরাই মালামালের বিষয়ে বিধি মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে।

বিজিবি ৪৮ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নাজমুল হক জানান, সীমান্তে চোরাচালান রোধে গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় আজ ভোররাতে টহল দলের অভিযানে এসব পণ্য জব্দ করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
হাটহাজারীতে পাচারকালে সেগুন কাঠ জব্দ, গ্রেফতার ২
তত্ত্বাবধায়ক সরকার ফেরাতে আপিল শুনানি ২১ অক্টোবর
নওগাঁয় হত্যা মামলায় পাঁচজনের যাবজ্জীবন 
কবি কাজী নজরুল ইসলামের ৪৯তম মৃত্যুবার্ষিকীতে এবি পার্টির শ্রদ্ধা
মোহাম্মদপুর জেনেভা ক্যাম্পে বুনিয়া সোহেল গ্যাংয়ের ১১ সদস্য গ্রেফতার
পঞ্চগড়ে রাইস মিলের বর্জ্যে ভূগর্ভস্থ পানি দূষণ
ঝালকাঠিতে শিক্ষার্থীদের সঙ্গে পুলিশ সুপারের মতবিনিময় 
রুশ তেল কেনায় ভারতীয় পণ্যে ৫০ শতাংশ শুল্ক কার্যকর করেছে যুক্তরাষ্ট্র
গাজীপুরে অগ্নিকাণ্ডে ৯টি দোকান পুড়ে ছাই 
চন্দ্রনাথ মন্দিরের সিঁড়ি উন্নয়নে নির্দেশনা দেয়া হয়েছে : প্রেস সচিব
১০