সিলেট সীমান্তে কোটি টাকা মূল্যের চোরাই পণ্য জব্দ করেছে বিজিবি

বাসস
প্রকাশ: ২৯ মে ২০২৫, ২৩:২২

সিলেট, ২৯ মে ২০২৫ (বাসস) : ভারত থেকে শুল্ক ফাঁকি দিয়ে আনা বিপুল পরিমাণ চোরাই পণ্য এবং বাংলাদেশ থেকে পাচারকৃত পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সিলেট ব্যাটালিয়ন।

আজ বৃহস্পতিবার বিজিবি ৪৮ ব্যাটালিয়নের অধীন সিলেটের জৈন্তাপুর উপজেলার শ্রীপুর, কোম্পানীগঞ্জের কালাসোদেক, সুনামগঞ্জের বাংলাবাজার, সোনালীচেলা সীমান্ত এলাকা থেকে অবৈধ পথে আসা এসব পণ্য জব্দ করেছে।

জব্দকৃত মালামালের মধ্যে রয়েছে ভারতীয় জিরা, বরশি, সুপারি, বাজি, বিগফিস মেডিসিন, চিনি, মাছ ধরার খাবার এবং বাংলাদেশ থেকে পাচারকালে শিং মাছ ছাড়াও অবৈধ পণ্য পরিবহণে ডিআই ট্রাক ও বারকি নৌকা জব্দ করা হয়।

সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ডিআই ট্রাক ও বারকি নৌকা জব্দকৃত মালামালের মূল্য প্রায় এক কোটি ২৮ লাখ ৯৭ হাজার ২১৪ টাকা হবে। জব্দকৃত চোরাই মালামালের বিষয়ে বিধি মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে।

বিজিবি ৪৮ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নাজমুল হক জানান, সীমান্তে চোরাচালান রোধে গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় আজ ভোররাতে টহল দলের অভিযানে এসব পণ্য জব্দ করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
দক্ষিণ আফ্রিকায় জি-২০ সম্মেলনে যুক্তরাষ্ট্র অংশ নেবে না: ট্রাম্প
যুক্তরাষ্ট্রে শাটডাউনের কারণে সহস্রাধিক ফ্লাইট বাতিল
ইউক্রেনের জ্বালানি অবকাঠামোতে রাশিয়ার ভয়াবহ হামলা
যুক্তরাষ্ট্রে সফরের আগে সন্ত্রাসী তালিকা থেকে বাদ পড়লেন সিরিয়ার প্রেসিডেন্ট
উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণে ‘অস্থিতিশীলতা’র নিন্দা যুক্তরাষ্ট্রের
সাতক্ষীরায় ধানের শীষকে বিজয়ী করতে সাবেক এমপি হাবিবের আহ্বান
রাজশাহীতে ট্রাকের চাপায় তিন বন্ধু নিহত
রংপুরে ৪ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ দুইজন গ্রেফতার
মুন্সীগঞ্জে সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার
খুলনায় সুবিধাবঞ্চিত মানুষের মাঝে বিএসএসপির উপহার সামগ্রী বিতরণ
১০