প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে জনগণের কাছে দ্রুত সেবা পৌঁছাতে হবে : ভূমি সংস্কার বোর্ড চেয়ারম্যান

বাসস
প্রকাশ: ২৯ মে ২০২৫, ২৩:৩৩
বৃহস্পতিবার কুমিল্লায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন ভূমি সংস্কার বোর্ডের চেয়ারম্যান এ. জে. এম সালাহউদ্দিন নাগরী। ছবি: বাসস

কুমিল্লা, ২৯ মে, ২০২৫ (বাসস) : ভূমি সংস্কার বোর্ডের চেয়ারম্যান এ. জে. এম সালাহউদ্দিন নাগরী বলেছেন, প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে জনগণের কাছে দ্রুত সেবা পৌঁছে দিতে হবে।

তিনি আজ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে রাজস্ব প্রশাসনের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দের পেশাগত জ্ঞান অর্জন ও দক্ষতা বৃদ্ধির নিমিত্ত ভূমি ব্যবস্থাপনা সম্পর্কিত প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।

কুমিল্লা জেলা প্রশাসক মো. আমিরুল কায়ছারের সভাপতিত্বে আয়োজিত কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভূমি সংস্কার বোর্ডের সদস্য (প্রশাসন) ও অতিরিক্ত সচিব মো. রেজাউল কবীর।

সালাহউদ্দিন নাগরী বলেন, ভূমি ব্যবস্থাপনার আধুনিকীকরণ করা হচ্ছে। প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে জনগণের কাছে হয়রানিমুক্ত দ্রুত সেবা পৌঁছাতে হবে। অনলাইনভিত্তিক ভূমি সেবা পদ্ধতিকে আরও সহজ, কার্যকর ও জনবান্ধব করার জন্য সংশ্লিষ্ট সবাইকে আন্তরিকভাবে কাজ করতে হবে। রাজস্ব সেবায় প্রযুক্তি ব্যবহার নিশ্চিতকরণ ও রাজস্ব নির্ভুলভাবে আদায় করতে সবাইকে সচেষ্ট থাকতে হবে।

কর্মশালায় জেলার ১৭টি উপজেলার উপজেলা সহকারী কমিশনার (ভূমি), বিভিন্ন ইউনিয়ন ভূমি অফিসের উপ-সহকারী ভূমি কর্মকর্তারা অংশগ্রহণ করেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
আফগানিস্তানকে হারিয়ে সুপার ফোরের আশা বাঁচিয়ে রাখল বাংলাদেশ
জামায়াতে ইসলামীর সঙ্গে ইউরোপীয় পার্লামেন্টের প্রতিনিধিদলের বৈঠক 
চাঁদপুরে জব্দকৃত ১৮ লাখ টাকার মাদক ধ্বংস করেছে কোস্ট গার্ড
বাংলাদেশ পুলিশকে চীন দূতাবাসের কম্পিউটার উপহার
হজ ব্যবস্থাপনায় ইন্দো-মালয়েশিয়ান মডেল নতুনত্ব আনতে পারে : ধর্ম উপদেষ্টা
অধ্যাপক ইউনূসের নেতৃত্বের প্রশংসা করলেন আইএমএফ প্রধান
রাজধানীতে ঝটিকা মিছিলের প্রস্তুতিকালে আওয়ামী লীগের ১০ নেতা-কর্মী গ্রেফতার 
বাংলাদেশ নারী ক্রিকেট দলকে ভারতীয় হাইকমিশনারের সংবর্ধনা
পুলিশের ৯ পরিদর্শক অবসরে : স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন জারি
ক্রীড়া পরিদপ্তর, দামুড়হুদা স্বাস্থ্য কমপ্লেক্স ও বিএআরআই-এ দুদকের অভিযান
১০