প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে জনগণের কাছে দ্রুত সেবা পৌঁছাতে হবে : ভূমি সংস্কার বোর্ড চেয়ারম্যান

বাসস
প্রকাশ: ২৯ মে ২০২৫, ২৩:৩৩
বৃহস্পতিবার কুমিল্লায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন ভূমি সংস্কার বোর্ডের চেয়ারম্যান এ. জে. এম সালাহউদ্দিন নাগরী। ছবি: বাসস

কুমিল্লা, ২৯ মে, ২০২৫ (বাসস) : ভূমি সংস্কার বোর্ডের চেয়ারম্যান এ. জে. এম সালাহউদ্দিন নাগরী বলেছেন, প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে জনগণের কাছে দ্রুত সেবা পৌঁছে দিতে হবে।

তিনি আজ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে রাজস্ব প্রশাসনের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দের পেশাগত জ্ঞান অর্জন ও দক্ষতা বৃদ্ধির নিমিত্ত ভূমি ব্যবস্থাপনা সম্পর্কিত প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।

কুমিল্লা জেলা প্রশাসক মো. আমিরুল কায়ছারের সভাপতিত্বে আয়োজিত কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভূমি সংস্কার বোর্ডের সদস্য (প্রশাসন) ও অতিরিক্ত সচিব মো. রেজাউল কবীর।

সালাহউদ্দিন নাগরী বলেন, ভূমি ব্যবস্থাপনার আধুনিকীকরণ করা হচ্ছে। প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে জনগণের কাছে হয়রানিমুক্ত দ্রুত সেবা পৌঁছাতে হবে। অনলাইনভিত্তিক ভূমি সেবা পদ্ধতিকে আরও সহজ, কার্যকর ও জনবান্ধব করার জন্য সংশ্লিষ্ট সবাইকে আন্তরিকভাবে কাজ করতে হবে। রাজস্ব সেবায় প্রযুক্তি ব্যবহার নিশ্চিতকরণ ও রাজস্ব নির্ভুলভাবে আদায় করতে সবাইকে সচেষ্ট থাকতে হবে।

কর্মশালায় জেলার ১৭টি উপজেলার উপজেলা সহকারী কমিশনার (ভূমি), বিভিন্ন ইউনিয়ন ভূমি অফিসের উপ-সহকারী ভূমি কর্মকর্তারা অংশগ্রহণ করেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
পদত্যাগের আবেদন মাউশির মহাপরিচালকের
জোর করে পদত্যাগ করানো শিক্ষকদের বেতন-ভাতা চালুর নির্দেশ
ইইউ রাষ্ট্রদূতের সঙ্গে বিএনপির বৈঠক অনুষ্ঠিত
জামায়াত আমিরের সঙ্গে ইতালিয়ান রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ
রামপুরায় ২৮ জনকে হত্যা : বিজিবি কর্মকর্তাসহ ৪ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল
ঝিনাইদহে জাতীয় কন্যা শিশু দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত
বাগেরহাটে পুলিশের দক্ষতা বৃদ্ধিতে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
গাজামুখী ত্রাণবাহী ফ্লোটিলার ৩টি নৌযান আটক ইসরাইলের
দেশজুড়ে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা 
সাদুল্লাপুরে সাপের কামড়ে এক কলেজ ছাত্রের মৃত্যু
১০