প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে জনগণের কাছে দ্রুত সেবা পৌঁছাতে হবে : ভূমি সংস্কার বোর্ড চেয়ারম্যান

বাসস
প্রকাশ: ২৯ মে ২০২৫, ২৩:৩৩
বৃহস্পতিবার কুমিল্লায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন ভূমি সংস্কার বোর্ডের চেয়ারম্যান এ. জে. এম সালাহউদ্দিন নাগরী। ছবি: বাসস

কুমিল্লা, ২৯ মে, ২০২৫ (বাসস) : ভূমি সংস্কার বোর্ডের চেয়ারম্যান এ. জে. এম সালাহউদ্দিন নাগরী বলেছেন, প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে জনগণের কাছে দ্রুত সেবা পৌঁছে দিতে হবে।

তিনি আজ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে রাজস্ব প্রশাসনের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দের পেশাগত জ্ঞান অর্জন ও দক্ষতা বৃদ্ধির নিমিত্ত ভূমি ব্যবস্থাপনা সম্পর্কিত প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।

কুমিল্লা জেলা প্রশাসক মো. আমিরুল কায়ছারের সভাপতিত্বে আয়োজিত কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভূমি সংস্কার বোর্ডের সদস্য (প্রশাসন) ও অতিরিক্ত সচিব মো. রেজাউল কবীর।

সালাহউদ্দিন নাগরী বলেন, ভূমি ব্যবস্থাপনার আধুনিকীকরণ করা হচ্ছে। প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে জনগণের কাছে হয়রানিমুক্ত দ্রুত সেবা পৌঁছাতে হবে। অনলাইনভিত্তিক ভূমি সেবা পদ্ধতিকে আরও সহজ, কার্যকর ও জনবান্ধব করার জন্য সংশ্লিষ্ট সবাইকে আন্তরিকভাবে কাজ করতে হবে। রাজস্ব সেবায় প্রযুক্তি ব্যবহার নিশ্চিতকরণ ও রাজস্ব নির্ভুলভাবে আদায় করতে সবাইকে সচেষ্ট থাকতে হবে।

কর্মশালায় জেলার ১৭টি উপজেলার উপজেলা সহকারী কমিশনার (ভূমি), বিভিন্ন ইউনিয়ন ভূমি অফিসের উপ-সহকারী ভূমি কর্মকর্তারা অংশগ্রহণ করেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
দক্ষিণ আফ্রিকায় জি-২০ সম্মেলনে যুক্তরাষ্ট্র অংশ নেবে না: ট্রাম্প
যুক্তরাষ্ট্রে শাটডাউনের কারণে সহস্রাধিক ফ্লাইট বাতিল
ইউক্রেনের জ্বালানি অবকাঠামোতে রাশিয়ার ভয়াবহ হামলা
যুক্তরাষ্ট্রে সফরের আগে সন্ত্রাসী তালিকা থেকে বাদ পড়লেন সিরিয়ার প্রেসিডেন্ট
উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণে ‘অস্থিতিশীলতা’র নিন্দা যুক্তরাষ্ট্রের
সাতক্ষীরায় ধানের শীষকে বিজয়ী করতে সাবেক এমপি হাবিবের আহ্বান
রাজশাহীতে ট্রাকের চাপায় তিন বন্ধু নিহত
রংপুরে ৪ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ দুইজন গ্রেফতার
মুন্সীগঞ্জে সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার
খুলনায় সুবিধাবঞ্চিত মানুষের মাঝে বিএসএসপির উপহার সামগ্রী বিতরণ
১০