নাটোরে জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকী পালিত

বাসস
প্রকাশ: ৩০ মে ২০২৫, ১৩:১৮
ছবি : বাসস

নাটোর, ৩০ মে, ২০২৫ (বাসস) : জেলায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাৎ বার্ষিকী পালন করা হয়েছে।

দিবসটি উপলক্ষে আজ শুক্রবার সকাল সাড়ে দশটায় জেলা বিএনপি’র পক্ষ থেকে জেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভার আয়োজন করা হয়।

আলোচনা সভায় বক্তারা বলেন, দেশের স্বাধীনতা অর্জন, সার্বভৌমত্ব রক্ষা এবং বহুদলীয় গণতন্ত্র প্রবর্তন ও প্রতিষ্ঠায় শহীদ জিয়ার সমকক্ষ কেউ নেই। আর তাই তিনি তাঁর কর্মের মাধ্যমে এদেশের প্রতিটি মানুষের অন্তরে অমর হয়ে আছেন। তিনি সর্বকালের সবচেয়ে জনপ্রিয় ব্যক্তিত্ব। শহীদ জিয়ার আদর্শ হৃদয়ে ধারণ করতে পারলে এবং বাস্তবায়ন করতে পারলে আমরা আমাদের কাংখিত গন্তব্য অর্থাৎ গণতন্ত্রের শক্ত ভিতের উপর দাঁড়িয়ে দেশ এগিয়ে যাবে সমৃদ্ধির পথে।

জেলা বিএনপি’র আহ্বায়ক রহিম নেওয়াজের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন সাবেক সংসদ সদস্য অধ্যাপক কাজী গোলাম মোর্শেদ, জেলা বিএনপি’র সদস্য সচিব আসাদুজ্জামান আসাদ, যুগ্ম আহ্বায়ক জিল্লুর রহমান খান বাবুল চৌধুরী ও সাইফুল ইসলাম আফতাব প্রমুখ।

এরআগে দিবসটি উপলক্ষে জেলা বিএনপি’র পক্ষ থেকে জেলা পরিষদ মিলনায়তনে জাতীয় পতাকা, দলীয় পতাকা এবং কালো পতাকা উত্তোলন করা হয়। এ সময় দলীয় নেতা-কর্মীবৃন্দ কালো ব্যাজ ধারণ করেন।  আয়োজন করা হয় কোরআনখানি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
মোহাম্মদপুর জেনেভা ক্যাম্পে বুনিয়া সোহেল গ্যাংয়ের ১১ সদস্য গ্রেফতার
পঞ্চগড়ে রাইস মিলের বর্জ্যে ভূগর্ভস্থ পানি দূষণ
রুশ তেল কেনায় ভারতীয় পণ্যে ৫০ শতাংশ শুল্ক কার্যকর করেছে যুক্তরাষ্ট্র
গাজীপুরে অগ্নিকাণ্ডে ৯টি দোকান পুড়ে ছাই 
চন্দ্রনাথ মন্দিরের সিঁড়ি উন্নয়নে নির্দেশনা দেয়া হয়েছে : প্রেস সচিব
চাঁপাইনবাবগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা-মেয়ের মৃত্যু
রাঙ্গামাটিতে ২৩টি প্রতিষ্ঠানে মাছের পোনা বিতরণ
ঢাবিতে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৪৯তম মৃত্যুবার্ষিকী পালিত
হাটহাজারী থেকে মাদক মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার
দিনাজপুরের চিরিরবন্দরে গড়ে উঠেছে শতাধিক চুল প্রক্রিয়াজাতকরণ কারখানা
১০