খাগড়াছড়িতে পাহাড় ধসের আশঙ্কায় প্রশাসনের মাইকিং 

বাসস
প্রকাশ: ৩০ মে ২০২৫, ১৫:২১ আপডেট: : ৩০ মে ২০২৫, ১৫:৩০
ছবি: সংগৃহীত

খাগড়াছড়ি, ৩০ মে, ২০২৫ (বাসস) : নিম্নচাপের প্রভাবে জেলায় প্রবল বৃষ্টিপাত হচ্ছে। এ কারণে চেঙ্গী ও মাইনী নদীতে হু হু করে বাড়ছে পানি। বন্যার আশংকা দেখা দিয়েছে। ভারি বর্ষণের কারণে পাহাড় ধসের শঙ্কা বেড়েছে। দুর্যোগ মোকাবিলায় প্রশাসন প্রস্তুতি নিয়েছে।

জেলায় পাহাড় ধসের আশংকায় সম্ভাব্য ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে সচেতনতামূলক কার্যক্রম ও সরেজমিন পরিদর্শন কার্যক্রম জোরদার করেছে জেলা প্রশাসন। সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সুজন চন্দ্র রায় সদর থানার অফিসার ইনচার্জ আব্দুল বাতেনের নেতৃত্বে আজ সকালে শহরের শালবন, কলাবাগানসহ বিভিন্ন পাহাড়ি এলাকা পরিদর্শন করেন।

একই সঙ্গে পাহাড়ের পাদদেশে বসবাসকারী বাসিন্দাদের নিরাপদ স্থানে চলে যেতে মাইকিংসহ নানা প্রচারণা চালাচ্ছে প্রশাসন।

সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, পাহাড় ধসের আশঙ্কায় জেলা সদরে ৪টি আশ্রয় কেন্দ্র খোলা রাখা হয়েছে। যদিও এখনো কেউ কোন আশ্রয় কেন্দ্রে যাননি।

এদিতে মাইনী নদীতে লাকড়ি ধরতে নেমে একজন নিখোঁজ হয়েছে বলে জানা গেছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
দক্ষিণ আফ্রিকায় জি-২০ সম্মেলনে যুক্তরাষ্ট্র অংশ নেবে না: ট্রাম্প
যুক্তরাষ্ট্রে শাটডাউনের কারণে সহস্রাধিক ফ্লাইট বাতিল
ইউক্রেনের জ্বালানি অবকাঠামোতে রাশিয়ার ভয়াবহ হামলা
যুক্তরাষ্ট্রে সফরের আগে সন্ত্রাসী তালিকা থেকে বাদ পড়লেন সিরিয়ার প্রেসিডেন্ট
উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণে ‘অস্থিতিশীলতা’র নিন্দা যুক্তরাষ্ট্রের
সাতক্ষীরায় ধানের শীষকে বিজয়ী করতে সাবেক এমপি হাবিবের আহ্বান
রাজশাহীতে ট্রাকের চাপায় তিন বন্ধু নিহত
রংপুরে ৪ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ দুইজন গ্রেফতার
মুন্সীগঞ্জে সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার
খুলনায় সুবিধাবঞ্চিত মানুষের মাঝে বিএসএসপির উপহার সামগ্রী বিতরণ
১০