সুনামগঞ্জে তামাক নিয়ন্ত্রণ আইন বিষয়ক প্রশিক্ষণ

বাসস
প্রকাশ: ৩০ মে ২০২৫, ১৫:৩৫ আপডেট: : ৩০ মে ২০২৫, ১৬:৩৫
সুনামগঞ্জে শুক্রবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে তামাক নিয়ন্ত্রণ আইন বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত। ছবি: বাসস

সুনামগঞ্জ, ৩০ মে, ২০২৫ (বাসস) : জেলায় তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে জেলা টাস্কফোর্স কমিটির সদস্য ও অন্যান্য কর্মকর্তাদের তামাক নিয়ন্ত্রণ আইন বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।

আজ শুক্রবার সকাল সাড়ে ১০টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসনের উদ্যোগে এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের জাতীয় তামাক নিয়ন্ত্রণ সেলের সহযোগিতায় এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। 

অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রেজাউল করিমের সভাপতিত্বে প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথিন বক্তব্য রাখেন, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের যুগ্ম সচিব (স্বাস্থ্য সেবা বিভাগ) ড. মোস্তাফিজুর রহমান। বিশেষে অতিথির বক্তব্য রাখেন, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের উপ সচিব (স্বাস্থ্য সেবা বিভাগ)  সাদাত হোসেন কবির।

অন্যানের মধ্যে আরও বক্তব্য রাখেন, জেলা সিভিল সার্জন ডা. জসিম উদ্দিন, অতিরিক্ত পুলিশ সুপার তাপস কুমার ঘোষ, অতিরিক্ত জেলা প্রশাসক( শিক্ষা ও তথ্য প্রযুক্তি) সুনজিত কুমার চন্দ।

প্রশিক্ষণে মূল প্রবন্ধ উপস্থাপন করেন অতিরিক্ত জেলা প্রশাসক( উন্নয়ন ও মানব সস্পাদক) তাপস শীল।

উদ্বোধনী অনুষ্ঠান শেষে প্রশিক্ষণে অংশ গ্রহণকারিদের আপনার জেলায় তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়ন ও তামাকমুক্ত করণে সম্ভাব্য করনীয় বিষয়ে ৪টি গ্রুপে ভাগ করা হয়।

‘ক’ গ্রুপের টপিক ছিল তামাক নিয়ন্ত্রণে মোবাইল কোর্ট, ‘খ’ গ্রুপের টপিক ছিল পাবলিক প্লেসে ও পাবলিক পরিবহন ধুমপান মুক্তকরণ, ‘গ’ গ্রুপের টপিক ছিল তামাক বিরোধী প্রচার-প্রচারণা এবং ‘ঘ’ গ্রুপের টপিক ছিল তামাক কোম্পানির বিজ্ঞাপণ অপসারণ বিষয়ে করণী টপিক দেয়া হয়।

গ্রুপ ওয়ার্ক শেষে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সমর কুমার পাল-এর সঞ্চালনায় উন্মুক্ত আলোচনায় অংশ নেন জেলা তথ্য অফিসের উপপরিচালক শেখ ওয়ালিদ ফয়েজ, জেলা শিক্ষা অফিসার মো. জাহাঙ্গীর আলম, বাসসের জেলা সংবাদদাতা মোহাম্মদ শাহজাহান চৌধুরী, আরডিএসএ’র নির্বাহী পরিচালক মো. মিজানুল হক সরকার।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
মোহাম্মদপুর জেনেভা ক্যাম্পে বুনিয়া সোহেল গ্যাংয়ের ১১ সদস্য গ্রেফতার
পঞ্চগড়ে রাইস মিলের বর্জ্যে ভূগর্ভস্থ পানি দূষণ
রুশ তেল কেনায় ভারতীয় পণ্যে ৫০ শতাংশ শুল্ক কার্যকর করেছে যুক্তরাষ্ট্র
গাজীপুরে অগ্নিকাণ্ডে ৯টি দোকান পুড়ে ছাই 
চন্দ্রনাথ মন্দিরের সিঁড়ি উন্নয়নে নির্দেশনা দেয়া হয়েছে : প্রেস সচিব
চাঁপাইনবাবগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা-মেয়ের মৃত্যু
রাঙ্গামাটিতে ২৩টি প্রতিষ্ঠানে মাছের পোনা বিতরণ
ঢাবিতে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৪৯তম মৃত্যুবার্ষিকী পালিত
হাটহাজারী থেকে মাদক মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার
দিনাজপুরের চিরিরবন্দরে গড়ে উঠেছে শতাধিক চুল প্রক্রিয়াজাতকরণ কারখানা
১০