বগুড়ায় সর্বোচ্চ ১৬১.২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড

বাসস
প্রকাশ: ৩০ মে ২০২৫, ১৬:৩২
প্রতীকী ছবি। বাসস

বগুড়া, ৩০ মে, ২০২৫ (বাসস): জেলায় চলতি মৌসুমে সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করেছে আবহাওয়া অফিস। গতকাল বৃহস্পতিবার সকাল ১০টা ৪০ মিনিট থেকে শুক্রবার সকাল ৯টা পর্যন্ত একটানা মাঝারি ধরনের ভারি বৃষ্টি হয়েছে। এ সময় ১৬১ দশমিক ২ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করেছে। 

যা এই মৌসুমে সর্বোচ্চ। এসব তথ্য নিশ্চিত করেছেন জেলা আবহাওয়া অফিসের উচ্চ পর্যবেক্ষক সৈয়দ গোলাম কিবরিয়া।

তিনি জানান, জেলায় মাঝারি ধরনের ভারি বৃষ্টি চলমান রয়েছে। গতরাত ৩টা থেকে আজ সকাল ৬টা পর্যন্ত ৫১ মিলিমিটার এবং সকাল ৬টা থেকে ৯টা পর্যন্ত ৪৯ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে। আজ সারাদিন বৃষ্টি হতে পারে, নিম্নচাপের কারণে বৃষ্টি হচ্ছে, তবে বেলা বাড়ার সাথে সাথে বৃষ্টির তীব্রতা কিছুটা কমতে পারে।

এদিকে, টানা বৃষ্টিতে ড্রেন উপচে সড়কে হাঁটু পানি জমে। এসময় দুর্ভোগে পড়ে শহরে চলাচলকারীরা। শহরের সাতমাথা, বড়গোলা, সহ বিভিন্ন সড়কে পানি জমে যান চলাচল বিঘ্নিত হয়।

শুক্রবার ছুটির দিনে বাজারে আসা লোকজন বেকায়দায় পড়েছেন, তারা ছাতা নিয়ে বাজারে আসেন। রাস্তায় পানি জমে ভোগান্তি আরো বাড়ে। বাজারে ক্রেতা বিক্রেতাও কম, যার কারণে বেচাকেনাও কম বলে জানান ব্যবসায়ীরা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
রাজধানীর শেরেবাংলা নগরে বিএনপির ৩১ দফা লিফলেট বিতরণ ও গণসংযোগ
দলীয় নীতি ও আদর্শবিরোধী কর্মকাণ্ডে জড়িত দুই যুবদল নেতা বহিষ্কার
সুনামগঞ্জে কুশিয়ারা নদীতে ঐতিহ্যবাহী নৌকাবাইচ অনুষ্ঠিত
ইলিশ সংরক্ষণে চাঁদপুরে কোস্ট গার্ডের জনসচেতনতামূলক কার্যক্রম
গুণগতমান ঠিক রেখে নির্ধারিত সময়ের মধ্যে প্রকল্প সম্পন্নের নির্দেশ সেতু সচিবের
নিম্নমানের কাগজে পাঠ্যপুস্তক মুদ্রণ করে সরকারি অর্থ আত্মসাতের অভিযোগে দুদকের অভিযান
শ্রমিক জাগরণের লক্ষ্যে ঢাকায় মহাসমাবেশ সফল করতে শিমুল বিশ্বাসের আহবান
ডিএমপিতে সেপ্টেম্বর মাসে সংক্ষিপ্ত বিচারে ২৫৭টি মামলা নিষ্পত্তি
দ্বিপক্ষীয় প্রতিরক্ষা সহযোগিতা জোরদারে বাংলাদেশ ও তুরস্ক আলোচনা
শিক্ষার্থী হত্যা : সাবেক ধামরাই উপজেলা চেয়ারম্যান মোহাদ্দেছসহ পাঁচজন রিমান্ডে
১০