বগুড়ায় সর্বোচ্চ ১৬১.২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড

বাসস
প্রকাশ: ৩০ মে ২০২৫, ১৬:৩২
প্রতীকী ছবি। বাসস

বগুড়া, ৩০ মে, ২০২৫ (বাসস): জেলায় চলতি মৌসুমে সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করেছে আবহাওয়া অফিস। গতকাল বৃহস্পতিবার সকাল ১০টা ৪০ মিনিট থেকে শুক্রবার সকাল ৯টা পর্যন্ত একটানা মাঝারি ধরনের ভারি বৃষ্টি হয়েছে। এ সময় ১৬১ দশমিক ২ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করেছে। 

যা এই মৌসুমে সর্বোচ্চ। এসব তথ্য নিশ্চিত করেছেন জেলা আবহাওয়া অফিসের উচ্চ পর্যবেক্ষক সৈয়দ গোলাম কিবরিয়া।

তিনি জানান, জেলায় মাঝারি ধরনের ভারি বৃষ্টি চলমান রয়েছে। গতরাত ৩টা থেকে আজ সকাল ৬টা পর্যন্ত ৫১ মিলিমিটার এবং সকাল ৬টা থেকে ৯টা পর্যন্ত ৪৯ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে। আজ সারাদিন বৃষ্টি হতে পারে, নিম্নচাপের কারণে বৃষ্টি হচ্ছে, তবে বেলা বাড়ার সাথে সাথে বৃষ্টির তীব্রতা কিছুটা কমতে পারে।

এদিকে, টানা বৃষ্টিতে ড্রেন উপচে সড়কে হাঁটু পানি জমে। এসময় দুর্ভোগে পড়ে শহরে চলাচলকারীরা। শহরের সাতমাথা, বড়গোলা, সহ বিভিন্ন সড়কে পানি জমে যান চলাচল বিঘ্নিত হয়।

শুক্রবার ছুটির দিনে বাজারে আসা লোকজন বেকায়দায় পড়েছেন, তারা ছাতা নিয়ে বাজারে আসেন। রাস্তায় পানি জমে ভোগান্তি আরো বাড়ে। বাজারে ক্রেতা বিক্রেতাও কম, যার কারণে বেচাকেনাও কম বলে জানান ব্যবসায়ীরা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
দক্ষিণ আফ্রিকায় জি-২০ সম্মেলনে যুক্তরাষ্ট্র অংশ নেবে না: ট্রাম্প
যুক্তরাষ্ট্রে শাটডাউনের কারণে সহস্রাধিক ফ্লাইট বাতিল
ইউক্রেনের জ্বালানি অবকাঠামোতে রাশিয়ার ভয়াবহ হামলা
যুক্তরাষ্ট্রে সফরের আগে সন্ত্রাসী তালিকা থেকে বাদ পড়লেন সিরিয়ার প্রেসিডেন্ট
উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণে ‘অস্থিতিশীলতা’র নিন্দা যুক্তরাষ্ট্রের
সাতক্ষীরায় ধানের শীষকে বিজয়ী করতে সাবেক এমপি হাবিবের আহ্বান
রাজশাহীতে ট্রাকের চাপায় তিন বন্ধু নিহত
রংপুরে ৪ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ দুইজন গ্রেফতার
মুন্সীগঞ্জে সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার
খুলনায় সুবিধাবঞ্চিত মানুষের মাঝে বিএসএসপির উপহার সামগ্রী বিতরণ
১০