শহীদ জিয়ার শাহাদত বার্ষিকী উপলক্ষে ঝিনাইদহে ফ্রি মেডিকেল ক্যাম্প  

বাসস
প্রকাশ: ৩১ মে ২০২৫, ১৩:১২ আপডেট: : ৩১ মে ২০২৫, ১৪:৩১
শনিবার ঝিনাইদহে ফ্রি মেডিকেল ক্যাম্প আয়োজনের মাধ্যমে ৫ শতাধিক মানুষকে চিকিৎসা সেবা দেয়ার উদ্যোগ নেয়া হয়। ছবি: বাস

ঝিনাইদহ, ৩১ মে, ২০২৫ (বাসস): শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদত বার্ষিকী উপলক্ষে জেলার হরিণাকুণ্ডুতে ফ্রি মেডিকেল ক্যাম্প আয়োজন করা হয়েছে। এতে আজ দিনব্যাপী প্রায় ৫০০ অসহায় মানুষকে বিনামূল্যে প্রাথমিক চিকিৎসাসেবা ও ওষুধ দেয়া হবে।  

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র সহায়তায় নাগরিক হেলথ সার্ভিসেস হরিণাকুণ্ডু উপজেলার চাঁদপুর ইউনিয়নের দরিবিন্নী মাধ্যমিক বিদ্যালয়ে দিনব্যাপী এ মেডিকেল ক্যাম্পের আয়োজন করে। জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট এম এ মজিদ আজ সকালে এ মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করেন।

আয়োজক সংস্থা নাগরিক হেলথ সার্ভিসেস এর ব্যবস্থাপনা পরিচালক আমিরুল ইসলাম ফাহিম জানান, গ্রামের দুস্থ অসহায় মানুষের চিকিৎসাসেবা দেওয়ার উদ্দেশ্যে এই ফ্রি মেডিকেল ক্যাম্প আয়োজন করা হয়েছে। শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ ও মানবিক রাষ্ট্র গঠনের পথনির্দেশনার আলোকে প্রতি তিন মাসে অন্তত একবার বিনামূল্যে এই স্বাস্থ্যসেবা দেয়া হবে।

তিনি বলেন, আজ প্রায় ৫০০ অসহায় মানুষকে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ দেয়া হবে। আগামীতে এ কার্যক্রম অব্যাহত রাখতে আমরা দীর্ঘমেয়াদি পরিকল্পনা নিয়ে এগিয়ে যাবো।

জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট এম এ মজিদ বলেন, শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ছিলেন দেশ দরদি নেতা। মানুষের জন্য তিনি ছিলেন এক মানবিক উন্নয়নের স্বপ্নদ্রষ্টা। বহুদলীয় গণতন্ত্রের প্রতিষ্ঠাতা শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ লালন করে আমরা অসহায় মানুষের চিকিৎসা, শিক্ষা, ক্রীড়া ও সংস্কৃতি উন্নয়নে কাজ করে যাবো।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন চাঁদপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল হান্নান মোল্লা, সাধারণ সম্পাদক ওলিয়ার রহমান, জেলা ছাত্রদলের সহক্রীড়া সম্পাদক সজীব মালিতা প্রমুখ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
নির্যাতন করার শক্তিকে সাংবিধানিক ক্ষমতা মনে করতো আওয়ামী লীগ : আইন উপদেষ্টা
হিজবুল্লাহকে নিরস্ত্রীকরণে লেবাননের কার্যকর পদক্ষেপ চায় যুক্তরাষ্ট্র : দূত
‘ভোক্তা-অধিকার রক্ষায় অংশীজনের সমন্বিত ভূমিকা’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত
২০২৬ সালের এসএসসি ও সমমান পরীক্ষা সংক্ষিপ্ত সিলেবাসে
কাজী নজরুল ইসলামের মৃত্যুবার্ষিকী উপলক্ষে বাংলা একাডেমির অনুষ্ঠান আগামীকাল
নিউইয়র্কে তথ্য উপদেষ্টার ওপর হামলার প্রতিবাদে ঢাবিতে বিক্ষোভ সমাবেশ
বাংলাদেশ বিমানবাহিনীর আন্তঃঘাঁটি স্কোয়াশ প্রতিযোগিতা সমাপ্ত
৪৯ তম জাতীয় দাবা চ্যাম্পিয়নশিপে অঞ্চল-১’এ চারজন শীর্ষে
ভূমি দস্যুদের কঠোর হস্তে দমন করা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা
সিলেটে সাদা পাথর লুটের ঘটনায় সিআইডির তদন্ত শুরু
১০