শহীদ জিয়ার শাহাদত বার্ষিকী উপলক্ষে ঝিনাইদহে ফ্রি মেডিকেল ক্যাম্প  

বাসস
প্রকাশ: ৩১ মে ২০২৫, ১৩:১২ আপডেট: : ৩১ মে ২০২৫, ১৪:৩১
শনিবার ঝিনাইদহে ফ্রি মেডিকেল ক্যাম্প আয়োজনের মাধ্যমে ৫ শতাধিক মানুষকে চিকিৎসা সেবা দেয়ার উদ্যোগ নেয়া হয়। ছবি: বাস

ঝিনাইদহ, ৩১ মে, ২০২৫ (বাসস): শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদত বার্ষিকী উপলক্ষে জেলার হরিণাকুণ্ডুতে ফ্রি মেডিকেল ক্যাম্প আয়োজন করা হয়েছে। এতে আজ দিনব্যাপী প্রায় ৫০০ অসহায় মানুষকে বিনামূল্যে প্রাথমিক চিকিৎসাসেবা ও ওষুধ দেয়া হবে।  

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র সহায়তায় নাগরিক হেলথ সার্ভিসেস হরিণাকুণ্ডু উপজেলার চাঁদপুর ইউনিয়নের দরিবিন্নী মাধ্যমিক বিদ্যালয়ে দিনব্যাপী এ মেডিকেল ক্যাম্পের আয়োজন করে। জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট এম এ মজিদ আজ সকালে এ মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করেন।

আয়োজক সংস্থা নাগরিক হেলথ সার্ভিসেস এর ব্যবস্থাপনা পরিচালক আমিরুল ইসলাম ফাহিম জানান, গ্রামের দুস্থ অসহায় মানুষের চিকিৎসাসেবা দেওয়ার উদ্দেশ্যে এই ফ্রি মেডিকেল ক্যাম্প আয়োজন করা হয়েছে। শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ ও মানবিক রাষ্ট্র গঠনের পথনির্দেশনার আলোকে প্রতি তিন মাসে অন্তত একবার বিনামূল্যে এই স্বাস্থ্যসেবা দেয়া হবে।

তিনি বলেন, আজ প্রায় ৫০০ অসহায় মানুষকে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ দেয়া হবে। আগামীতে এ কার্যক্রম অব্যাহত রাখতে আমরা দীর্ঘমেয়াদি পরিকল্পনা নিয়ে এগিয়ে যাবো।

জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট এম এ মজিদ বলেন, শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ছিলেন দেশ দরদি নেতা। মানুষের জন্য তিনি ছিলেন এক মানবিক উন্নয়নের স্বপ্নদ্রষ্টা। বহুদলীয় গণতন্ত্রের প্রতিষ্ঠাতা শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ লালন করে আমরা অসহায় মানুষের চিকিৎসা, শিক্ষা, ক্রীড়া ও সংস্কৃতি উন্নয়নে কাজ করে যাবো।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন চাঁদপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল হান্নান মোল্লা, সাধারণ সম্পাদক ওলিয়ার রহমান, জেলা ছাত্রদলের সহক্রীড়া সম্পাদক সজীব মালিতা প্রমুখ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
'রক্তদানের মতো মানবিক উদ্যোগের মূল্যায়ন করা যায় না' : যবিপ্রবি উপাচার্য
হংকংকে হারিয়ে সুপার ফোরের দ্বারপ্রান্তে শ্রীলংকা
মালয়েশিয়ার পেনাং-এ জাতীয় নির্বাচনে প্রবাসী ভোটদান বিষয়ে মতবিনিময় সভা
৪৫তম বিসিএসের ২০৮ প্রার্থীর মৌখিক পরীক্ষার তারিখ প্রকাশ
সারাদেশে পুলিশের অভিযানে ১,৫৬১ জন গ্রেফতার
নৌবাহিনীর অভিযানে মায়ানমারগামী বিপুল পণ্যসহ ১১ পাচারকারী আটক
মিয়ানমার জলসীমায় অনুপ্রবেশ এড়াতে কোস্ট গার্ডের সচেতনতামূলক আলোচনা সভা
অবৈধ জ্বালানি তেল বিক্রি বন্ধে বিপিসি’র জোরালো অভিযান
নির্বাচন বানচালের সকল অপচেষ্টা জনগণ মোকাবেলা করবে : শহীদ উদ্দিন মাহমুদ
খুলনার কয়রায় ১০৩ কেজি হরিণের মাংস ও ফাঁদ উদ্ধার : শিকারি আটক
১০