সুনামগঞ্জের তাহিরপুরে পর্যটকবাহী হাউজবোটে অগ্নিকাণ্ড 

বাসস
প্রকাশ: ৩১ মে ২০২৫, ১৪:০৬ আপডেট: : ৩১ মে ২০২৫, ১৫:৩৪
শুক্রবার রাতে সুনামগঞ্জে পর্যটনবাহী হাউজ বোটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ছবি: বাসস

সুনামগঞ্জ, ৩১ মে ২০২৫ (বাসস): জেলার তাহিরপুরে একটি পর্যটনবাহী হাউজ বোটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। অগ্নিকাণ্ডে হাউজ বোটের ৮০ শতাংশ পুড়ে গেছে। তবে পর্যটকরা অক্ষত রয়েছেন। 

গতকাল শুক্রবার দিবাগত রাত সোয়া ৮ টার দিকে জেলার তাহিরপুর উপজেলার নিলাদ্রী লেকসংলগ্ন পুটিয়া গ্রামের সামনে পাটনাই নদীতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

পুলিশ ও হাউজ বোটের পর্যটকদের সাথে কথা বলে জানা যায়, রাহবাদ হাউসফুল নামের একটি হাউজ বোট ১২ জন পর্যটক নিয়ে শুক্রবার জেলার তাহিরপুর উপজেলার টাঙ্গুয়ার হাওরে বেড়াতে যায়। সেখান থেকে ফিরে এসে বিকেলে নিলাদ্রী লেকের পাশে পুটিয়া গ্রামের সামনের পাটনাই নদীতে হাউজ বোটটি নোঙর করে। রাত সোয়া ৮টার দিকে পর্যটকরা রাতের খাবার খেয়ে বোটের ছাদে গিয়ে গল্প করছিলেন। এসময় হাউজ বোটের জেনারেটর চলছিল। হঠাৎ বোটের একটি কেবিন থেকে ধোঁয়া উঠতে দেখেন পর্যটকরা। সঙ্গে সঙ্গে বোটে আগুন লাগার বিষয়টি বুঝতে পেরে চিৎকার শুরু করলে পার্শ্ববর্তী হাউজ বোট এসে পর্যটকদের উদ্ধার করে।

হাউজ বোটের পর্যটক কাউছার আহমদ বাসসকে বলেন, আমরা ৯ বন্ধু টাঙ্গুয়ার হাওর ঘুরতে গিয়েছিলাম। তিন বন্ধুর সাথে তাদের স্ত্রী ছিল। এ নিয়ে হাউজ বোটটিতে আমরা মোট ১২ জন পর্যটক ছিলাম।  

তিনি জানান, রাতের খাবার খেয়ে রাত ৮টার দিকে তারা যখন হাউজ বোটের ছাদে আড্ডা দিচ্ছিলেন তখন হঠাৎ বোটের একটি কেবিন থেকে ধোঁয়া বের হতে দেখেন। সাথে সাথে তারা বোটে আগুন লাগার বিষয়টি বুঝতে পারেন। এসময় চিৎকার করলে পার্শ্ববর্তী হাউজ বোট তাদের উদ্ধার করে।

রাতে তারা টেকেরঘাটে হিজল রিসোর্টে রাত্রি যাপন করেন। আজ শনিবার বেলা ১১টায় তারা সুনামগঞ্জ থেকে বাসে ঢাকার উদ্দেশ্যে রওয়ানা হয়েছেন। তারা সবাই সুস্থ ও নিরাপদ আছেন বলেও জানান পর্যটক কাউছার। তবে তারা কেবিনে থাকা ব্যাগ ও জিনিসপত্র উদ্ধার করতে পারেন নি।  

রাহবাদ হাউসফুল বোটের মালিক খায়রুল কবির বাসসকে জানান, বোটে আগুন লেগে যখন ধোঁয়া উড়ছিল তখন পাশে থাকা অন্য হাউজ বোট এসে পর্যটক ও বোটের মাঝিদের উদ্ধার করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সাথে নিয়ে বোটের আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। তবে তার আগেই বোটের ৮০ শতাংশ পুড়ে যায়। 

তিনি জানান, রাতে পর্যটকদের পাশের হিজল রিসোর্টে থাকার ব্যবস্থা করা হয়। আজ সকালে তারা ঢাকার উদ্দেশ্যে রওয়ানা হয়েছেন। 

তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেলোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করে বাসসকে জানান, খবর পেয়ে সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। স্থানীয়রা এবং আশেপাশের হাউজ বোটের লোকজন ঘণ্টাখানেকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এর আগে স্থানীয় লোকজন ও অন্য হাউজ বোটের পর্যটকরা দুর্ঘটনাকবলিত হাউজ বোটের পর্যটক ও স্টাফদের উদ্ধার করে। পর্যটকরা নিরাপদে আছেন।

তিনি বলেন, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এ ব্যাপারে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।   

  • সর্বশেষ
  • জনপ্রিয়
নির্যাতন করার শক্তিকে সাংবিধানিক ক্ষমতা মনে করতো আওয়ামী লীগ : আইন উপদেষ্টা
হিজবুল্লাহকে নিরস্ত্রীকরণে লেবাননের কার্যকর পদক্ষেপ চায় যুক্তরাষ্ট্র : দূত
‘ভোক্তা-অধিকার রক্ষায় অংশীজনের সমন্বিত ভূমিকা’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত
২০২৬ সালের এসএসসি ও সমমান পরীক্ষা সংক্ষিপ্ত সিলেবাসে
কাজী নজরুল ইসলামের মৃত্যুবার্ষিকী উপলক্ষে বাংলা একাডেমির অনুষ্ঠান আগামীকাল
নিউইয়র্কে তথ্য উপদেষ্টার ওপর হামলার প্রতিবাদে ঢাবিতে বিক্ষোভ সমাবেশ
বাংলাদেশ বিমানবাহিনীর আন্তঃঘাঁটি স্কোয়াশ প্রতিযোগিতা সমাপ্ত
৪৯ তম জাতীয় দাবা চ্যাম্পিয়নশিপে অঞ্চল-১’এ চারজন শীর্ষে
ভূমি দস্যুদের কঠোর হস্তে দমন করা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা
সিলেটে সাদা পাথর লুটের ঘটনায় সিআইডির তদন্ত শুরু
১০