খোকসায় ট্রাক ও বাসের মুখোমুখি সংঘর্ষে আহত ৪০, সাতজনের অবস্থা আশঙ্কাজনক

বাসস
প্রকাশ: ৩১ মে ২০২৫, ১৪:৪৮
প্রতীকী ছবি। ক্যানভা

কুষ্টিয়া, ৩১ মে ২০২৫ (বাসস): জেলার খোকসা উপজেলায় ট্রাক ও যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে অন্তত ৪০ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে প্রাথমিকভাবে জানা গেছে।

আজ সকালে উপজেলার খোকসা উপজেলার পাইকপাড়া মির্জাপুর নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, কুষ্টিয়া থেকে ছেড়ে আসা একটি যাত্রীবাহী বাসের সাথে বিপরীত দিক থেকে আসা একটি মালবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাসের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। এতে অন্তত: ৪০ জন আহত হন। গুরুতর আহত ১০-১২ জনের মধ্যে সাত জনের অবস্থা আশঙ্কাজনক।

ঘটনার পরপরই স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিসের সদস্যরা আহতদের দ্রুত উদ্ধার করে খোকসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও কুষ্টিয়া জেনারেল হাসপাতালে পাঠান। 

উপজেলা হাসপাতাল সূত্রে জানা যায়, গুরুতর আহত সাত জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

এ ব্যাপারে খোকসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মঈনুল ইসলাম বাসসকে বলেন, দুর্ঘটনার খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছাই। হতাহতের সংখ্যা ৪০ জনের বেশি হতে পারে বলে ধারণা করা হচ্ছে। 

তিনি বলেন, দুর্ঘটনার পরপরই ট্রাক ও বাসের চালক এবং সহযোগীরা পালিয়ে যেতে সক্ষম হয়। দুর্ঘটনার বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। 

এদিকে দুর্ঘটনার পর প্রায় এক ঘণ্টা কুষ্টিয়া-রাজবাড়ী মহাসড়কে যান চলাচল বন্ধ ছিল। পরে পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয়।

দুর্ঘটনার পর স্থানীয়দের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে। এই মহাসড়কে যানবাহনের অতিরিক্ত গতিসীমা নিয়ন্ত্রণ ও অসচেতন চালকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয়রা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
নির্যাতন করার শক্তিকে সাংবিধানিক ক্ষমতা মনে করতো আওয়ামী লীগ : আইন উপদেষ্টা
হিজবুল্লাহকে নিরস্ত্রীকরণে লেবাননের কার্যকর পদক্ষেপ চায় যুক্তরাষ্ট্র : দূত
‘ভোক্তা-অধিকার রক্ষায় অংশীজনের সমন্বিত ভূমিকা’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত
২০২৬ সালের এসএসসি ও সমমান পরীক্ষা সংক্ষিপ্ত সিলেবাসে
কাজী নজরুল ইসলামের মৃত্যুবার্ষিকী উপলক্ষে বাংলা একাডেমির অনুষ্ঠান আগামীকাল
নিউইয়র্কে তথ্য উপদেষ্টার ওপর হামলার প্রতিবাদে ঢাবিতে বিক্ষোভ সমাবেশ
বাংলাদেশ বিমানবাহিনীর আন্তঃঘাঁটি স্কোয়াশ প্রতিযোগিতা সমাপ্ত
৪৯ তম জাতীয় দাবা চ্যাম্পিয়নশিপে অঞ্চল-১’এ চারজন শীর্ষে
ভূমি দস্যুদের কঠোর হস্তে দমন করা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা
সিলেটে সাদা পাথর লুটের ঘটনায় সিআইডির তদন্ত শুরু
১০