লক্ষ্মীপুরে পানিতে ডুবে তিন শিশুর মৃত্যু

বাসস
প্রকাশ: ৩১ মে ২০২৫, ১৫:০৫ আপডেট: : ৩১ মে ২০২৫, ১৬:১০
প্রতীকী ছবি

লক্ষ্মীপুর,৩১ মে, ২০২৫ (বাসস): জেলার সদর উপজেলায় পৃথক দুর্ঘটনায় পানিতে ডুবে ৩ শিশুর মৃত্যু হয়েছে।

আজ দুপুর ১২টার দিকে সদর উপজেলার চর রমণীমোহন ও চর রুহিতা গ্রামে পৃথক পৃথক স্থানে এসব দুর্ঘটনা ঘটে। 

নিহতদের হলেন, চর রমনীমোহন ইউনিয়নের চর রমণী গ্রামের সাঈদুল খোকনের পুত্র ইয়াছিন আরাফাত (৪), একই এলাকার আব্দুল আসাদের পুত্র মো. আল-আমিন (৫) এবং সদর উপজেলার চররুহিতা ইউনিয়নের চররুহিতা গ্রামের মো. সোহাগ হোসেনের কন্যা দেড় বছর বয়সী আলিফা আক্তার ।

নিহতদের স্বজন ও হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, সদর উপজেলার চর রমণীমোহন এলাকায় ইয়াছিন ও আল-আমিন প্রতিবেশী। তারা দুইজনই  খালের পানিতে গোসল করতে গিয়ে ডুবে যায়। পরে তাদের স্থানীয়রা উদ্ধার করে সদর হাসপাতাল নেয়ার পথে তারা মারা যায়। অপর নিহত আলিফা আক্তার বাড়ির উঠানে খেলাধুলা করছিল। এক পর্যায়ে সবার অগোচরে সে পুকুরে পড়ে যায়। পুকুর থেকে আলিফা আক্তারকে উদ্ধার করে হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) অরুপ পাল বিষয়টি নিশ্চিত করে বলেন, পানিতে ডুবে তিন শিশু মারা গেছে। তবে হাসপাতালে আনার আগেই তাদের মৃত্যু হয়।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আবদুল মোন্নাফ বলেন, তিন শিশু পানিতে ডুবে পৃথক স্থানে মারা যায়। তবে যেহেতু  এগুলো দুর্ঘটনা। তাই ময়নাতদন্ত ছাড়াই লাশ দাফন করতে কোন সমস্যা নাই। এছাড়া নিহত তিন শিশুর পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ নেই।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
'রক্তদানের মতো মানবিক উদ্যোগের মূল্যায়ন করা যায় না' : যবিপ্রবি উপাচার্য
হংকংকে হারিয়ে সুপার ফোরের দ্বারপ্রান্তে শ্রীলংকা
মালয়েশিয়ার পেনাং-এ জাতীয় নির্বাচনে প্রবাসী ভোটদান বিষয়ে মতবিনিময় সভা
৪৫তম বিসিএসের ২০৮ প্রার্থীর মৌখিক পরীক্ষার তারিখ প্রকাশ
সারাদেশে পুলিশের অভিযানে ১,৫৬১ জন গ্রেফতার
নৌবাহিনীর অভিযানে মায়ানমারগামী বিপুল পণ্যসহ ১১ পাচারকারী আটক
মিয়ানমার জলসীমায় অনুপ্রবেশ এড়াতে কোস্ট গার্ডের সচেতনতামূলক আলোচনা সভা
অবৈধ জ্বালানি তেল বিক্রি বন্ধে বিপিসি’র জোরালো অভিযান
নির্বাচন বানচালের সকল অপচেষ্টা জনগণ মোকাবেলা করবে : শহীদ উদ্দিন মাহমুদ
খুলনার কয়রায় ১০৩ কেজি হরিণের মাংস ও ফাঁদ উদ্ধার : শিকারি আটক
১০