নীলফামারীতে ভিজিএফ চাল পাচ্ছে ২ লাখ ৫২ হাজার পরিবার

বাসস
প্রকাশ: ৩১ মে ২০২৫, ১৫:২৭ আপডেট: : ৩১ মে ২০২৫, ১৬:০৮
নীলফামারী জেলা সদরের রামনগর ইউনিয়নে শনিবার বিশেষ ভিজএফের চাল বিতরণ করা হয়। ছবি : বাসস

নীলফামারী, ৩১ মে, ২০২৫ (বাসস): জেলার ঈদ-উল আযহা উপলক্ষে বিশেষ ভিজিএফ চাল পাচ্ছে ২ লাখ ৫২ হাজার ১৮২ পরিবার। 

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের এসব চাল ইউনিয়ন পরিষদ এবং পৌরসভার মাধ্যমে বিতরণ চলমান আছে।

জেলা ত্রাণ ও পুনর্বাসন দফতর সূত্র জানায়, এবারের ঈদুল-আযহা উপলক্ষে জেলার ২ লাখ ৫২ হাজার ১৮২ অসচ্ছল পরিবারের মাঝে ২ হাজার ৫২১ দশমিক ৮২ মেট্রিকটন বিশেষ ভিজিএফ চাল বিতরণ করা হচ্ছে। প্রতিটি পরিবার পাচ্ছে ১০ কেজি করে চাল। 

এদের মধ্যে জেলার ডিমলা উপজেলায় ৪০ হাজার ৯১৩ পরিবার, ডোমার উপজেলায় ৩৫ হাজার ৯৪৬ পরিবার, জলঢাকা উপজেলায় ৪৬হাজার ৩৭৮ পরিবার, কিশোরগঞ্জ উপজেলায় ২৬হাজার ২০৭ পরিবার, নীলফামারী সদর উপজেলায় ৫৯ হাজার ৭০৮ পরিবার, সৈয়দপুর উপজেলায় ৪৩ হাজার ৩০ পরিবার রয়েছে। ওই ছয় উপজেলার ৬০ ইউনিয়ন পরিষদ এবং চার পৌরসভার ব্যবস্থাপনায় এসব বিতরণ কার্যক্রম চলমান আছে।

এ বিষয়ে জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মো. মনোয়ারুল ইসলাম বলেন,‘ঈদ-উল আযহা উপলক্ষে বিশেষ ভিজিএফ চাল গত ২৪ মে থেকে বিতরণ কার্যক্রম শুরু হয়েছে। আগামী ৩ জুনের মধ্যে এ কার্যক্রম শেষ হবে। প্রতিটি পরিবারকে ১০ কেজি করে চাল দেয়া হচ্ছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ইলিশ সংরক্ষণে চাঁদপুরে কোস্ট গার্ডের জনসচেতনতামূলক কার্যক্রম
গুণগতমান ঠিক রেখে নির্ধারিত সময়ের মধ্যে প্রকল্প সম্পন্নের নির্দেশ সেতু সচিবের
নিম্নমানের কাগজে পাঠ্যপুস্তক মুদ্রণ করে সরকারি অর্থ আত্মসাতের অভিযোগে দুদকের অভিযান
শ্রমিক জাগরণের লক্ষ্যে ঢাকায় মহাসমাবেশ সফল করতে শিমুল বিশ্বাসের আহবান
ডিএমপিতে সেপ্টেম্বর মাসে সংক্ষিপ্ত বিচারে ২৫৭টি মামলা নিষ্পত্তি
দ্বিপক্ষীয় প্রতিরক্ষা সহযোগিতা জোরদারে বাংলাদেশ ও তুরস্ক আলোচনা
শিক্ষার্থী হত্যা : সাবেক ধামরাই উপজেলা চেয়ারম্যান মোহাদ্দেছসহ পাঁচজন রিমান্ডে
লড়াই করে হারল বাংলাদেশ
ইউনেস্কোর সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের ঐতিহাসিক বিজয়ে শিক্ষা উপদেষ্টার অভিনন্দন 
গ্রিস উপকূলে নৌকাডুবিতে ৪ অভিবাসী নিহত
১০