রাঙ্গামাটিতে মন্দিরভিত্তিক শিশু ও গণশিক্ষা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

বাসস
প্রকাশ: ৩১ মে ২০২৫, ১৫:৩৭ আপডেট: : ৩১ মে ২০২৫, ১৬:০৯
শিশু ও গণশিক্ষা বিষয়ক কর্মশালা। ছবি : বাসস

রাঙ্গামাটি, ৩১ মে, ২০২৫ (বাসস): জেলায় আজ ‘টেকসই উন্নয়ন অভীষ্ট অর্জন এবং নৈতিক শিক্ষার প্রসারে মন্দিরভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম প্রকল্পের ভূমিকা’ শীর্ষক এক দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

মন্দিরভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম (৬ষ্ঠ পর্যায়) হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্ট, ধর্ম মন্ত্রণালয়ের আয়জনে শনিবার সকাল সাড়ে ১১টায় জেলা পিটিআই মিলনাতনে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট পাঠান মোহাম্মদ সাইদুজ্জামান।

‘শিক্ষা-ধর্ম-সম্প্রীতি মন্দিরভিত্তিক শিশু ও গণশিক্ষা (মশিগশি) প্রকল্পের মূলনীতি’- এই প্রতিপাদ্যে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি পরিমল কান্তি শীলের সভাপতিত্বে অনুষ্ঠিত এই জেলা কর্মশালায় বক্তব্য রাখেন- অতিরিক্ত পুলিশ সুপার আজহারুল ইসলাম মুকুল, মন্দির ভিত্তিক শিশু  ও গণশিক্ষা কার্যক্রম ৬ষ্ঠ পর্যায়ের উপ-প্রকল্প পরিচালক (মাঠ ও সেবা) মদন চক্রবর্তী, পিটিআই-এর অধ্যক্ষ মো. ইমরানুল ইসলাম মানিক, রাঙ্গামাটি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. আনোয়ার আল হক, জেলা মন্দির ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের অতিরিক্ত পরিচালক বাপ্পী পাল জয়, হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের কাপ্তাই উপজেলা সদস্য ঝুলন দত্ত, জেলার মন্দির ভিত্তিক শিশু ও গণশিক্ষার শিক্ষক প্রতিনিধি পূলক চক্রবর্তী প্রমুখ।

সভার শুরুতে মঙ্গল প্রদীপ জ্বালিয়ে অনুষ্ঠানের উদ্বোধন করা হয়। 

কর্মশালায় চট্টগ্রাম, খাগড়াছড়ি ও রাঙ্গামাটি জেলার  বিভিন্ন মঠ-মন্দিরসহ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ইলিশ সংরক্ষণে চাঁদপুরে কোস্ট গার্ডের জনসচেতনতামূলক কার্যক্রম
গুণগতমান ঠিক রেখে নির্ধারিত সময়ের মধ্যে প্রকল্প সম্পন্নের নির্দেশ সেতু সচিবের
নিম্নমানের কাগজে পাঠ্যপুস্তক মুদ্রণ করে সরকারি অর্থ আত্মসাতের অভিযোগে দুদকের অভিযান
শ্রমিক জাগরণের লক্ষ্যে ঢাকায় মহাসমাবেশ সফল করতে শিমুল বিশ্বাসের আহবান
ডিএমপিতে সেপ্টেম্বর মাসে সংক্ষিপ্ত বিচারে ২৫৭টি মামলা নিষ্পত্তি
দ্বিপক্ষীয় প্রতিরক্ষা সহযোগিতা জোরদারে বাংলাদেশ ও তুরস্ক আলোচনা
শিক্ষার্থী হত্যা : সাবেক ধামরাই উপজেলা চেয়ারম্যান মোহাদ্দেছসহ পাঁচজন রিমান্ডে
লড়াই করে হারল বাংলাদেশ
ইউনেস্কোর সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের ঐতিহাসিক বিজয়ে শিক্ষা উপদেষ্টার অভিনন্দন 
গ্রিস উপকূলে নৌকাডুবিতে ৪ অভিবাসী নিহত
১০