ঝালকাঠিতে বিশ্ব তামাকমুক্ত দিবস পালিত 

বাসস
প্রকাশ: ৩১ মে ২০২৫, ১৭:০৫
ঝালকাঠিতে বিশ্ব তামাকমুক্ত দিবস পালিত । ছবি : বাসস

ঝালকাঠি, ৩১ মে ২০২৫ (বাসস): ‘তামাক কোম্পানির কূটকৌশল উন্মোচন করি, তামাক ও নিকোটিনমুক্ত বাংলাদেশ গড়ি’ শীর্ষক প্রতিপাদ্যকে সামনে রেখে জেলায় আজ ‘বিশ্ব তামাকমুক্ত দিবস’ পালিত হয়েছে। 

দিবসটি উপলক্ষে জেলায় আজ সচেতনতামূলক র‌্যালি, আলোচনাসভা ও রচনা প্রতিযোগিতাসহ বিভিন্ন কর্মসূচি পালন করা হয়।

এ উপলক্ষে আজ শনিবার বেলা ১১ টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনাসভা অনুষ্ঠিত হয়।

এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঝালকাঠির জেলা প্রশাসক আশরাফুর রহমান। 

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. কাওছার হোসেনের সভাপতিত্বে এ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলার পুলিশ সুপার  উজ্জ্বল কুমার রায় এবং সিভিল সার্জন ডা. মোহাম্মদ হুমায়ূন কবীর।  

এ সভায় স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ, গণমাধ্যমকর্মী এবং সুশীল সমাজের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।

সভায় বক্তারা তামাকজাত দ্রব্যের ক্ষতিকর প্রভাব তুলে ধরে বলেন, তামাক শুধু স্বাস্থ্যের জন্য ক্ষতিকর নয়, এটি অর্থনৈতিক ও পরিবেশগত দিক থেকেও ক্ষতিকর। তামাক ব্যবহার জনিত কারনে ক্যানসার, হৃদরোগ, স্ট্রোক, শ্বাসযন্ত্রজনিত জটিলতা-সহ বিভিন্ন রোগ হয়ে থাকে। যে তামাক কোম্পানিগুলো নানা ধরনের কৌশলে নতুন প্রজন্মকে আসক্ত করতে চায়, তা রুখতে সম্মিলিত সামাজিক প্রতিরোধ গড়ে তোলা আবশ্যক। 


 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ইলিশ সংরক্ষণে চাঁদপুরে কোস্ট গার্ডের জনসচেতনতামূলক কার্যক্রম
গুণগতমান ঠিক রেখে নির্ধারিত সময়ের মধ্যে প্রকল্প সম্পন্নের নির্দেশ সেতু সচিবের
নিম্নমানের কাগজে পাঠ্যপুস্তক মুদ্রণ করে সরকারি অর্থ আত্মসাতের অভিযোগে দুদকের অভিযান
শ্রমিক জাগরণের লক্ষ্যে ঢাকায় মহাসমাবেশ সফল করতে শিমুল বিশ্বাসের আহবান
ডিএমপিতে সেপ্টেম্বর মাসে সংক্ষিপ্ত বিচারে ২৫৭টি মামলা নিষ্পত্তি
দ্বিপক্ষীয় প্রতিরক্ষা সহযোগিতা জোরদারে বাংলাদেশ ও তুরস্ক আলোচনা
শিক্ষার্থী হত্যা : সাবেক ধামরাই উপজেলা চেয়ারম্যান মোহাদ্দেছসহ পাঁচজন রিমান্ডে
লড়াই করে হারল বাংলাদেশ
ইউনেস্কোর সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের ঐতিহাসিক বিজয়ে শিক্ষা উপদেষ্টার অভিনন্দন 
গ্রিস উপকূলে নৌকাডুবিতে ৪ অভিবাসী নিহত
১০