শাবিপ্রবিতে প্রকল্প বাস্তবায়ন কমিটির সভা অনুষ্ঠিত 

বাসস
প্রকাশ: ৩১ মে ২০২৫, ১৮:২৭
শাবিপ্রবিতে প্রকল্প বাস্তবায়ন কমিটির সভা অনুষ্ঠিত। ছবি: বাসস

সিলেট, ৩১ মে, ২০২৫ (বাসস): শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) অধিকতর উন্নয়ন (২য় পর্যায়) প্রকল্পের বাস্তবায়ন কমিটির (পিআইসি) ৬ষ্ঠ সভা অনুষ্ঠিত হয়েছে। 

সভায় প্রকল্পের অগ্রগতি পর্যালোচনা, ভবিষ্যৎ করণীয় নির্ধারণ এবং সময়মতো উন্নয়ন কাজ সম্পন্ন করার পাশাপাশি গুণগত মান বজায় রাখার ওপর গুরুত্বারোপ করা হয়।

আজ শনিবার সকাল সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবন-১ এর ভাইস চ্যান্সেলর সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়েছে।

সভায় সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ. এম. সরওয়ারউদ্দিন চৌধুরী। 

তিনি বলেন, ‘আমরা একযোগে কাজ করলে প্রকল্প বাস্তবায়ন কার্যক্রম আরও দ্রুত ও সুষ্ঠুভাবে সম্পন্ন করা সম্ভব হবে।’

সভায় অনলাইনে সংযুক্ত হয়ে বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. ইসমাইল হোসেন, শিক্ষা মন্ত্রণালয়ের যুগ্মসচিব (পরিকল্পনা অধিশাখা) মীর্জা মোহাম্মদ আলী রেজা, উপসচিব (পরিকল্পনা-২) এস. এম. ইমরুল হাসান এবং গবেষণা কর্মকর্তা গোলাম মোহাম্মদ ফারুক।

এছাড়া উপ উপাচার্য অধ্যাপক ড. মো. সাজেদুল করিম, পরিকল্পনা মন্ত্রণালয়ের আওতাধীন বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের (আইএমইডি) উপপরিচালক ড. মো. মাহমুদুল হাসান, বিশ্ববিদ্যালয়ের প্রধান প্রকৌশলী মো. জয়নাল ইসলাম চৌধুরী এবং পরিকল্পনা ও উন্নয়ন দপ্তরের পরিচালক (ভারপ্রাপ্ত) আহমদ মাহবুব ফেরদৌসীসহ প্রকল্প সংশ্লিষ্ট বিভিন্ন বিভাগের কর্মকর্তারা সভায় অংশগ্রহণ করেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
বড় জয়ে এশিয়া কাপ শুরু আফগানিস্তানের
কাতারের ওপর ইসরাইলের হামলায় জামায়াতের নিন্দা
নেপালে আটকে পড়া জাতীয় ফুটবল দলের নিরাপদ প্রত্যাবর্তনে তৎপর সরকার
পুলিশের বিশেষ অভিযানে সারাদেশে ১,৭৫১ জন গ্রেফতার
আলজেরিয়ায় বাংলাদেশিদের জন্য ই-পাসপোর্ট সেবা চালু
সেন্টমার্টিনে কোস্ট গার্ডের অভিযানে ৬ কোটি টাকার ইয়াবাসহ ৬ পাচারকারী আটক
রাষ্ট্রপতির কাছে জুডিশিয়াল সার্ভিস কমিশনের বার্ষিক প্রতিবেদন ২০২৪ জমা
চাঁদপুরে কল্যাণ ট্রাস্টের চেক পেয়েছেন ১৯ সাংবাদিক
রাজধানীতে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ৭ জন গ্রেফতার 
নেপালে আটকে পড়া বিমান যাত্রীদের জরুরি যোগাযোগের তথ্য প্রকাশ করেছে দূতাবাস
১০