শাবিপ্রবিতে প্রকল্প বাস্তবায়ন কমিটির সভা অনুষ্ঠিত 

বাসস
প্রকাশ: ৩১ মে ২০২৫, ১৮:২৭
শাবিপ্রবিতে প্রকল্প বাস্তবায়ন কমিটির সভা অনুষ্ঠিত। ছবি: বাসস

সিলেট, ৩১ মে, ২০২৫ (বাসস): শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) অধিকতর উন্নয়ন (২য় পর্যায়) প্রকল্পের বাস্তবায়ন কমিটির (পিআইসি) ৬ষ্ঠ সভা অনুষ্ঠিত হয়েছে। 

সভায় প্রকল্পের অগ্রগতি পর্যালোচনা, ভবিষ্যৎ করণীয় নির্ধারণ এবং সময়মতো উন্নয়ন কাজ সম্পন্ন করার পাশাপাশি গুণগত মান বজায় রাখার ওপর গুরুত্বারোপ করা হয়।

আজ শনিবার সকাল সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবন-১ এর ভাইস চ্যান্সেলর সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়েছে।

সভায় সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ. এম. সরওয়ারউদ্দিন চৌধুরী। 

তিনি বলেন, ‘আমরা একযোগে কাজ করলে প্রকল্প বাস্তবায়ন কার্যক্রম আরও দ্রুত ও সুষ্ঠুভাবে সম্পন্ন করা সম্ভব হবে।’

সভায় অনলাইনে সংযুক্ত হয়ে বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. ইসমাইল হোসেন, শিক্ষা মন্ত্রণালয়ের যুগ্মসচিব (পরিকল্পনা অধিশাখা) মীর্জা মোহাম্মদ আলী রেজা, উপসচিব (পরিকল্পনা-২) এস. এম. ইমরুল হাসান এবং গবেষণা কর্মকর্তা গোলাম মোহাম্মদ ফারুক।

এছাড়া উপ উপাচার্য অধ্যাপক ড. মো. সাজেদুল করিম, পরিকল্পনা মন্ত্রণালয়ের আওতাধীন বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের (আইএমইডি) উপপরিচালক ড. মো. মাহমুদুল হাসান, বিশ্ববিদ্যালয়ের প্রধান প্রকৌশলী মো. জয়নাল ইসলাম চৌধুরী এবং পরিকল্পনা ও উন্নয়ন দপ্তরের পরিচালক (ভারপ্রাপ্ত) আহমদ মাহবুব ফেরদৌসীসহ প্রকল্প সংশ্লিষ্ট বিভিন্ন বিভাগের কর্মকর্তারা সভায় অংশগ্রহণ করেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
এ্যাস্টন ভিলা থেকে রামসেকে দলে নিল নিউক্যাসল
৪৩তম জাতীয় ‘বি’ দাবা চ্যাম্পিয়নিশিপের ষষ্ঠ রাউন্ড শেষে দুইজন শীর্ষে
ঢাকায় মার্শাল
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনে ‘জাতীয় উদ্‌যাপন’ কমিটি গঠন 
আগামীকাল ক্রিকেটারদের সাথে দেখা করবেন বিসিবি সভাপতি
উডের অধীনে পাওয়ার-হিটিংয়ে উন্নতি করতে আগ্রহী জাকের
টাঙ্গাইলে নিষিদ্ধ চায়না দুয়ারী জাল ধ্বংস 
সাতক্ষীরা সীমান্তে বিপুল পরিমাণ ভারতীয় ওষুধ জব্দ
ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ১,৯৫৪ মামলা
৮৫ জন উপজেলা নির্বাচন কর্মকর্তাকে চাকরিতে পুনর্বহাল করেছে ইসি
১০