ঠাকুরগাঁওয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয় থেকে মাদকদ্রব্য উদ্ধার

বাসস
প্রকাশ: ৩১ মে ২০২৫, ১৯:০০
ছবি : বাসস

ঠাকুরগাঁও, ৩১ মে, ২০২৫ (বাসস): জেলা শহরের ঘোষপাড়া এলাকায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয়ে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট পলাশ তালুকদারের নেতৃত্বে এই  অভিযান পরিচালিত হয়। 

অভিযানকালে বিপুল পরিমাণ মাদকদ্রব্য, দেশীয় অস্ত্র ও নগদ অর্থ জব্দ করা হয়েছে। 

এ সময় অধিদপ্তরের পরিদর্শক ফরহাদ আকন্দ পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। 

পরে তাকে সরকারি অফিসে এমন মালামাল রাখার কারণ জানাতে বলা হলে, তিনি কোনো  নির্দিষ্ট কারণ জানাতে পারে নাই।

 জব্দ করা মালামাল হলো চোলাই মদ ৪০.৫ লিটার , বিদেশি মদ ১ লিটার + ২ বোতল, দেশীয় অস্ত্র ১৪টি, ২৬টি বিদেশি মদের খালি বোতল, ১৫৫টি ফেনসিডিলের খালি বোতল, ৮ বোতল ফেনসিডিল, ১২ পাতা টাপেন্ডাডল ট্যাবলেট, ১৮ পুড়িয়া হেরোইন, ৮৫ প্যাকেট ইয়াবা, প্যাথেডিন ৮ এ্যাম্পুল, ৯৩টি ব্রুপেন, ২৫০ গ্রাম গাঁজা, ২৫০ গ্রাম আলোয়া পাতা, ৫০০ মি লি কালো তরল, ৫টি সিরিঞ্জ, ১০টি মোবাইল ও নগদ অর্থ ২০০০ টাকা। 

এ বিষয়ে জানতে চাইলে মাদকদ্রব্য অফিসের পরিদর্শক ফরহাদ আকন্দ জানান,  জব্দকৃত কিছু মাদক মামলার এজাহারভুক্ত। তবে তিনি সেগুলোর কোনো নির্দিষ্ট কাগজ দেখাতে পারেননি। 

ফরহাদের নামে অভিযোগ রয়েছে যে, তিনি মানুষকে ফাঁসিয়ে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নেন। 

তাকে ইতোমধ্যে ওএসডি ও স্ট্যান্ড রিলিজ করা হয়েছে।

ঠাকুরগাঁও জেলা প্রশাসক ইসরাত ফারজানা বলেন, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ইলিশ সংরক্ষণে চাঁদপুরে কোস্ট গার্ডের জনসচেতনতামূলক কার্যক্রম
গুণগতমান ঠিক রেখে নির্ধারিত সময়ের মধ্যে প্রকল্প সম্পন্নের নির্দেশ সেতু সচিবের
নিম্নমানের কাগজে পাঠ্যপুস্তক মুদ্রণ করে সরকারি অর্থ আত্মসাতের অভিযোগে দুদকের অভিযান
শ্রমিক জাগরণের লক্ষ্যে ঢাকায় মহাসমাবেশ সফল করতে শিমুল বিশ্বাসের আহবান
ডিএমপিতে সেপ্টেম্বর মাসে সংক্ষিপ্ত বিচারে ২৫৭টি মামলা নিষ্পত্তি
দ্বিপক্ষীয় প্রতিরক্ষা সহযোগিতা জোরদারে বাংলাদেশ ও তুরস্ক আলোচনা
শিক্ষার্থী হত্যা : সাবেক ধামরাই উপজেলা চেয়ারম্যান মোহাদ্দেছসহ পাঁচজন রিমান্ডে
লড়াই করে হারল বাংলাদেশ
ইউনেস্কোর সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের ঐতিহাসিক বিজয়ে শিক্ষা উপদেষ্টার অভিনন্দন 
গ্রিস উপকূলে নৌকাডুবিতে ৪ অভিবাসী নিহত
১০