পঞ্চগড়ে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত

বাসস
প্রকাশ: ৩১ মে ২০২৫, ১৯:১৪

পঞ্চগড়, ৩১ মে, ২০২৫ (বাসস) : জেলার তেঁতুলিয়া উপজেলায় আজ ট্রাক্টর চাপায় হাসান (২৫) নামের মোটরসাইকেলের এক আরোহী নিহত হয়েছেন। 

আজ শনিবার দুপুরে তেঁতুলিয়া উপজেলার ভজনপুর ইউনিয়নের গোলাব্দিগছ গ্রামে এ দুর্ঘটনা ঘটে। 

নিহত হাসান জেলার তেঁতুলিয়া উপজেলার দেবনগর ইউনিয়নের বানিয়াপাড়া গ্রামের সফিকুল ইসলামের ছেলে। 

এ দুর্ঘটনায় আহত হয়েছেন মোটরসাইকেলটির চালক সিয়াম। তিনি একই গ্রামের আমিরুল ইসলামের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সিয়াম মোটরসাইকেল যোগে হাসানকে নিয়ে উপজেলার ভজনপুর থেকে গোলাব্দিগছ গ্রামে গিয়ে রাস্তায় মোড় নেয়ার সময় বালুবাহী একটি ট্রাক্টরের সাথে মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এ সময় তারা রাস্তায় পড়ে গেলে ট্রাক্টরটি চাপা দেয় হাসানকে। স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক হাসানকে মৃত ঘোষণা করেন।

সড়ক দুর্ঘটনায় একজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে তেঁতুলিয়া মডেল থানার পরিদর্শক (তদন্ত) নজির হোসেন জানান, এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলমান। ঘাতক ট্রাক্টরটি আটক করা হয়েছে। 


 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
আফগানিস্তানের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ
ব্রাজিলে মতবিনিময় সভায় প্রধান বিচারপতি, বিচার প্রক্রিয়ায় এআই অন্তর্ভুক্তিতে গুরুত্বারোপ 
৪৭তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার আসন বিন্যাস ও সময়সূচি প্রকাশ
১৫ সেপ্টেম্বর পর্যন্ত রেমিট্যান্স প্রবাহ বেড়েছে ২১.৮ শতাংশ
বাংলাদেশের সঙ্গে দীর্ঘমেয়াদি সম্পর্ক চায় ভারত : প্রণয় ভার্মা
সুন্দরবনে অবৈধভাবে মাছ ধরার দায়ে আটক ৫, মাছ ও নৌকা জব্দ
সিরাজগঞ্জে অনূর্ধ্ব-১৬ বালক-বালিকা দাবা প্রতিযোগিতা সমাপ্ত
সেপ্টেম্বরকে মাদকবিরোধী মাস ঘোষণা করে অভিযান শুরু করেছে কারা অধিদপ্তর 
বরিশালে অসহায় পরিবারকে সেলাই মেশিন বিতরণ
পূঁজি বাজারে চাঙ্গাভাব অব্যাহত
১০