তামাকমুক্ত দেশ গড়তে নীতিমালায় কঠোরতা আনতে হবে: চট্টগ্রাম বিভাগীয় কমিশনার

বাসস
প্রকাশ: ০২ জুন ২০২৫, ২০:২৪
ছবি : বাসস

চট্টগ্রাম, ২ জুন, ২০২৫ (বাসস): চট্টগ্রামের বিভাগীয় কমিশনার ড. মো. জিয়াউদ্দীন বলেছেন, তামাক ও নিকোটিনমুক্ত একটি বাংলাদেশ গড়তে হলে নীতিমালায় কঠোরতা আনতে হবে, বাড়াতে হবে জনসচেতনতা।

আজ সোমবার চট্টগ্রাম সার্কিট হাউসের সম্মেলন কক্ষে বিশ্ব তামাকমুক্ত দিবস উপলক্ষে ‘তামাক কোম্পানির কূটকৌশল উন্মোচন করি, তামাক ও নিকোটিনমুক্ত বাংলাদেশ গড়ি’ এই প্রতিপাদ্যে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই সব কথা বলেন। 

বিভাগীয় কমিশনার বলেন, তামাকপণ্য জনস্বাস্থ্যের জন্য মারাত্মক হুমকি। যিনি ধূমপান করেন তিনি নিজে যেমন ক্ষতিগ্রস্ত হন, সেই সঙ্গে অন্যকেও ক্ষতিগ্রস্ত করেন। সে জন্য তামাক নিয়ন্ত্রণ আইন শক্তিশালী করার কোনো বিকল্প নেই। তরুণ সমাজকে সুরক্ষিত রাখতে এই আন্দোলন শুধু একটি দিবস নয়, এটি হতে হবে প্রতিদিনের প্রতিজ্ঞা। 

তামাকমুক্ত বাংলাদেশ গড়ার লক্ষ্যে সবার সক্রিয় অংশগ্রহণ অত্যাবশ্যক উল্লেখ করে তিনি বলেন, আমি বিশ্বাস করি, সম্মিলিত প্রচেষ্টায় আগামী প্রজন্ম তামাক ও নিকোটিনের সর্বনাশা ছোবল থেকে মুক্তি পাবে।

বিভাগীয় কমিশনারের আয়োজনে এবং বিভাগীয় তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়ন টাস্কর্ফোস কমিটির সহযোগিতায় অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন- অতিরিক্ত বিভাগীয় কমিশনার শারমিন জাহান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, চট্টগ্রাম রেঞ্জের অ্যাডিশনাল ডিআইজি ওয়াহিদুল হক চৌধুরী, চট্টগ্রাম বিভাগের স্বাস্থ্য পরিচালক ডা. অং সুঁই প্রু মারমা। সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও সাংবাদিকবৃন্দ সভায় উপস্থিত ছিলেন। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
জুলাই জাদুঘর বিশ্বব্যাপী মডেল হিসেবে কাজ করবে : আইসেস্কো মহাপরিচালক
অতীশ দীপঙ্কর বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সোহেল রানা গ্রেফতার
নারীর ক্ষমতায়ন বাস্তব নেতৃত্ব ও প্রতিনিধিত্বের মাধ্যমে প্রতিফলিত হতে হবে: শ্রম উপদেষ্টা
নৌবাহিনীর যৌথ অভিযানে খুলনায় আগ্নেয়াস্ত্রসহ সন্ত্রাসী আটক
ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা ঐক্যবদ্ধ বাংলাদেশি : আমীর খসরু
অহিংস আর মঙ্গলবারতায় চট্টগ্রামের আকাশে উড়ল প্রবারণার ফানুস
রাস্তা দখল ও হাসপাতালে চুরির ঘটনায় ৭ জনের কারাদণ্ড
জাতীয় পেনশন কর্তৃপক্ষের কার্যক্রম আরও শক্তিশালী করার উদ্যোগ
ইসি-মিডিয়া সংলাপ : স্বচ্ছ ও বিশ্বাসযোগ্য নির্বাচনের আহ্বান
খুলনায় যুব মহিলা লীগ সভাপতি তুলি গ্রেফতার
১০