তামাকমুক্ত দেশ গড়তে নীতিমালায় কঠোরতা আনতে হবে: চট্টগ্রাম বিভাগীয় কমিশনার

বাসস
প্রকাশ: ০২ জুন ২০২৫, ২০:২৪
ছবি : বাসস

চট্টগ্রাম, ২ জুন, ২০২৫ (বাসস): চট্টগ্রামের বিভাগীয় কমিশনার ড. মো. জিয়াউদ্দীন বলেছেন, তামাক ও নিকোটিনমুক্ত একটি বাংলাদেশ গড়তে হলে নীতিমালায় কঠোরতা আনতে হবে, বাড়াতে হবে জনসচেতনতা।

আজ সোমবার চট্টগ্রাম সার্কিট হাউসের সম্মেলন কক্ষে বিশ্ব তামাকমুক্ত দিবস উপলক্ষে ‘তামাক কোম্পানির কূটকৌশল উন্মোচন করি, তামাক ও নিকোটিনমুক্ত বাংলাদেশ গড়ি’ এই প্রতিপাদ্যে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই সব কথা বলেন। 

বিভাগীয় কমিশনার বলেন, তামাকপণ্য জনস্বাস্থ্যের জন্য মারাত্মক হুমকি। যিনি ধূমপান করেন তিনি নিজে যেমন ক্ষতিগ্রস্ত হন, সেই সঙ্গে অন্যকেও ক্ষতিগ্রস্ত করেন। সে জন্য তামাক নিয়ন্ত্রণ আইন শক্তিশালী করার কোনো বিকল্প নেই। তরুণ সমাজকে সুরক্ষিত রাখতে এই আন্দোলন শুধু একটি দিবস নয়, এটি হতে হবে প্রতিদিনের প্রতিজ্ঞা। 

তামাকমুক্ত বাংলাদেশ গড়ার লক্ষ্যে সবার সক্রিয় অংশগ্রহণ অত্যাবশ্যক উল্লেখ করে তিনি বলেন, আমি বিশ্বাস করি, সম্মিলিত প্রচেষ্টায় আগামী প্রজন্ম তামাক ও নিকোটিনের সর্বনাশা ছোবল থেকে মুক্তি পাবে।

বিভাগীয় কমিশনারের আয়োজনে এবং বিভাগীয় তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়ন টাস্কর্ফোস কমিটির সহযোগিতায় অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন- অতিরিক্ত বিভাগীয় কমিশনার শারমিন জাহান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, চট্টগ্রাম রেঞ্জের অ্যাডিশনাল ডিআইজি ওয়াহিদুল হক চৌধুরী, চট্টগ্রাম বিভাগের স্বাস্থ্য পরিচালক ডা. অং সুঁই প্রু মারমা। সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও সাংবাদিকবৃন্দ সভায় উপস্থিত ছিলেন। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
জাফলংয়ে ডুবে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার
নওগাঁয় কষ্টি পাথরের মূর্তিসহ দু’জন গ্রেপ্তার
তেল ও গ্যাসে আরও বিনিয়োগের প্রয়োজন হতে পারে: আইইএ
কিশোরগঞ্জে ব্ল্যাক কুইন তরমুজ চাষে তরুণ কৃষকের সাফল্য
ধর্ম মত নির্বিশেষে সবাই আমরা এক পরিবারের সদস্য: প্রধান উপদেষ্টা
কিশোরগঞ্জে ব্ল্যাক কুইন তরমুজ চাষে তরুণ কৃষকের সাফল্য
ইসরাইলি হামলার পর মধ্যস্থতাকারী হিসেবে কাতারকে পাশে থাকার আহ্বান রুবিওর
ফরিদপুর-৪ আসনকে ভাগ করে দু’টি আসন করার দাবিতে হাইকোর্টে রিট
রংপুরে আওয়ামী লীগের ৪ নেতাকর্মী গ্রেপ্তার
ভেনিজুয়েলার ‘মাদকবাহী’ নৌযানে যুক্তরাষ্ট্রের হামলায় নিহত ৩
১০