যশোরে ১২টি স্বর্ণের বার উদ্ধার 

বাসস
প্রকাশ: ০২ জুন ২০২৫, ২০:৫০
১২টি স্বর্ণের বার উদ্ধার । ছবি : বাসস

যশোর, ২ জুন ২০২৫ (বাসস): জেলা সদরে আজ ১২টি স্বর্ণের বার-সহ লিটন রায় (৫০) নামের একব্যক্তিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। 

আজ সোমবার সকাল সাড়ে ৮টার দিকে যশোর শহরের ঝুমঝুমপুর এলাকায় অভিযানকালে তাকে আটক করা হয়। 

যশোরস্থ বিজিবি’র ৪৯ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী জানান, গোপন তথ্যের ভিত্তিতে সোমবার সকাল সাড়ে ৮টার দিকে যশোর শহরের ঝুমঝুমপুর এলাকায় অভিযান চালিয়ে লিটন রায়কে আটক করা হয়। লিটন রায়ের বাড়ি ঢাকার শাখারীবাজার এলাকায়।

তিনি জানান, দেহ তল্লাশীর সময় লিটন রায়ের জুতার সোলের ভেতরে বিশেষ কায়দায় লুকানো ১২টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ১২টি স্বর্ণের বারের ওজন এককেজি তিনশ’ ৯৭ গ্রাম। যার বাজার মূল্য প্রায় দুইকোটি সাড়ে তিনলাখ টাকা।  

লে. কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী আরও জানান, চোরাকারবারীদের কাছ থেকে স্বর্ণের বারগুলো সংগ্রহ করে তা পাচারের জন্য যশোর হয়ে ঝিনাইদহ সীমান্তের দিকে যাচ্ছিলেন বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে লিটন রায় জানিয়েছেন। মামলা দায়েরের পর তাকে যশোর কোতোয়ালি থানায় হস্তান্তর করা হয়েছে। 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
জলবায়ুজনিত ক্ষতিপূরণ তহবিল ঝুঁকিপূর্ণ মানুষের কাছে পৌঁছাতে হবে : ফরিদা আখতার
২১ নভেম্বর ঢাকা সেনানিবাসে যান চলাচল সীমিত থাকবে
বরগুনার সাবেক এমপি মতিয়ার রহমান আর নেই
রাজধানীর নিকুঞ্জে ডিএনসিসির উচ্ছেদ অভিযান
এক মাসের মধ্যে শেখ হাসিনার বিরুদ্ধে দেওয়া রায় কার্যকরের দাবি নাহিদের
শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায়কে স্বাগত জানালেন শহীদ ওয়াসিমের বাবা ও শান্তর মা
হাসিনার বিরুদ্ধে রায় প্রমাণ করে, কেউ আইনের ঊর্ধ্বে নয়: প্রধান উপদেষ্টা
মালদ্বীপের শিক্ষার্থীদের জন্য বাংলাদেশের মেডিকেল শিক্ষায় বিশেষ কোটা
খুনি হাসিনার বিরুদ্ধে দেয়া রায় কার্যকর না হওয়া পর্যন্ত চূড়ান্ত বিজয় হবে না: গণঅধিকার পরিষদ
প্রভোস্ট আ্যাওয়ার্ড পেলেন ঢাবি অমর একুশে হলের ১৩ শিক্ষার্থী
১০