যশোরে ১২টি স্বর্ণের বার উদ্ধার 

বাসস
প্রকাশ: ০২ জুন ২০২৫, ২০:৫০
১২টি স্বর্ণের বার উদ্ধার । ছবি : বাসস

যশোর, ২ জুন ২০২৫ (বাসস): জেলা সদরে আজ ১২টি স্বর্ণের বার-সহ লিটন রায় (৫০) নামের একব্যক্তিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। 

আজ সোমবার সকাল সাড়ে ৮টার দিকে যশোর শহরের ঝুমঝুমপুর এলাকায় অভিযানকালে তাকে আটক করা হয়। 

যশোরস্থ বিজিবি’র ৪৯ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী জানান, গোপন তথ্যের ভিত্তিতে সোমবার সকাল সাড়ে ৮টার দিকে যশোর শহরের ঝুমঝুমপুর এলাকায় অভিযান চালিয়ে লিটন রায়কে আটক করা হয়। লিটন রায়ের বাড়ি ঢাকার শাখারীবাজার এলাকায়।

তিনি জানান, দেহ তল্লাশীর সময় লিটন রায়ের জুতার সোলের ভেতরে বিশেষ কায়দায় লুকানো ১২টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ১২টি স্বর্ণের বারের ওজন এককেজি তিনশ’ ৯৭ গ্রাম। যার বাজার মূল্য প্রায় দুইকোটি সাড়ে তিনলাখ টাকা।  

লে. কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী আরও জানান, চোরাকারবারীদের কাছ থেকে স্বর্ণের বারগুলো সংগ্রহ করে তা পাচারের জন্য যশোর হয়ে ঝিনাইদহ সীমান্তের দিকে যাচ্ছিলেন বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে লিটন রায় জানিয়েছেন। মামলা দায়েরের পর তাকে যশোর কোতোয়ালি থানায় হস্তান্তর করা হয়েছে। 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
জাফলংয়ে ডুবে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার
নওগাঁয় কষ্টি পাথরের মূর্তিসহ দু’জন গ্রেপ্তার
তেল ও গ্যাসে আরও বিনিয়োগের প্রয়োজন হতে পারে: আইইএ
কিশোরগঞ্জে ব্ল্যাক কুইন তরমুজ চাষে তরুণ কৃষকের সাফল্য
ধর্ম মত নির্বিশেষে সবাই আমরা এক পরিবারের সদস্য: প্রধান উপদেষ্টা
কিশোরগঞ্জে ব্ল্যাক কুইন তরমুজ চাষে তরুণ কৃষকের সাফল্য
ইসরাইলি হামলার পর মধ্যস্থতাকারী হিসেবে কাতারকে পাশে থাকার আহ্বান রুবিওর
ফরিদপুর-৪ আসনকে ভাগ করে দু’টি আসন করার দাবিতে হাইকোর্টে রিট
রংপুরে আওয়ামী লীগের ৪ নেতাকর্মী গ্রেপ্তার
ভেনিজুয়েলার ‘মাদকবাহী’ নৌযানে যুক্তরাষ্ট্রের হামলায় নিহত ৩
১০