যশোরে ১২টি স্বর্ণের বার উদ্ধার 

বাসস
প্রকাশ: ০২ জুন ২০২৫, ২০:৫০
১২টি স্বর্ণের বার উদ্ধার । ছবি : বাসস

যশোর, ২ জুন ২০২৫ (বাসস): জেলা সদরে আজ ১২টি স্বর্ণের বার-সহ লিটন রায় (৫০) নামের একব্যক্তিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। 

আজ সোমবার সকাল সাড়ে ৮টার দিকে যশোর শহরের ঝুমঝুমপুর এলাকায় অভিযানকালে তাকে আটক করা হয়। 

যশোরস্থ বিজিবি’র ৪৯ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী জানান, গোপন তথ্যের ভিত্তিতে সোমবার সকাল সাড়ে ৮টার দিকে যশোর শহরের ঝুমঝুমপুর এলাকায় অভিযান চালিয়ে লিটন রায়কে আটক করা হয়। লিটন রায়ের বাড়ি ঢাকার শাখারীবাজার এলাকায়।

তিনি জানান, দেহ তল্লাশীর সময় লিটন রায়ের জুতার সোলের ভেতরে বিশেষ কায়দায় লুকানো ১২টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ১২টি স্বর্ণের বারের ওজন এককেজি তিনশ’ ৯৭ গ্রাম। যার বাজার মূল্য প্রায় দুইকোটি সাড়ে তিনলাখ টাকা।  

লে. কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী আরও জানান, চোরাকারবারীদের কাছ থেকে স্বর্ণের বারগুলো সংগ্রহ করে তা পাচারের জন্য যশোর হয়ে ঝিনাইদহ সীমান্তের দিকে যাচ্ছিলেন বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে লিটন রায় জানিয়েছেন। মামলা দায়েরের পর তাকে যশোর কোতোয়ালি থানায় হস্তান্তর করা হয়েছে। 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ক্র্যাবের ১০৫তম বোর্ড সভা অনুষ্ঠিত
খুলনায় ডেঙ্গুর প্রাদুর্ভাব কমেছে, স্বস্তিতে খুলনাবাসী
দিনাজপুরে এইচএসসির ফল পুনর্নিরীক্ষার আবেদন ৭১ হাজার
ঝিনাইদহে টিও লাইসেন্স ফিরিয়ে দেয়ার দাবি
ঝিনাইদহে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের শাহাদাতবার্ষিকী পালিত
পুনর্ভবার তীরে সূর্যপূজা অনুষ্ঠিত
আগামী নির্বাচনে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে আনসার সদস্যরা: স্বরাষ্ট্র উপদেষ্টা
সুনামগঞ্জে শিক্ষার্থীদের সচেতনতা বৃদ্ধিতে নিরাপদ খাদ্য বিষয়ক সেমিনার 
রাতে অন্ধ্রপ্রদেশ অতিক্রম করতে পারে ঘূর্ণিঝড় ‘মোন্থা’
অ্যামাজন ৩০ হাজার অফিস কর্মী ছাঁটাই করবে
১০