আবদুল্লাহ আল নোমান দলের ভেতর আদর্শিক রাজনীতির পরিচর্যা করতেন : চসিক মেয়র

বাসস
প্রকাশ: ০২ জুন ২০২৫, ২১:০০
সোমবার চট্টগ্রাম প্রেস ক্লাবে সদ্য প্রয়াত বিএনপির ভাইস চেয়ারম্যান সাবেক মন্ত্রী আবদুল্লাহ আল নোমানের স্মৃতিচারণ অনুষ্ঠানে চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন বক্তব্য দেন। ছবি: বাসস

চট্টগ্রাম, ২ জুন ২০২৫ (বাসস) : সদ্য প্রয়াত বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমানকে একজন আদর্শিক রাজনীতিবিদ উল্লেখ করে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, তিনি নিজ কর্মের মাধ্যমে যে আদর্শ আমাদের জন্য রেখে গেছেন, সেটা লাখো-কোটি মানুষের হৃদয়ে সারাজীবন জ্বল জ্বল করবে। তিনি দলের ভেতরে আদর্শিক রাজনীতির পরিচর্যা করতেন।

সোমবার (২ জুন) বিকালে চট্টগ্রাম প্রেস ক্লাবের জুলাই বিপ্লব স্মৃতি হলে সদ্য প্রয়াত বিএনপির ভাইস চেয়ারম্যান সাবেক মন্ত্রী আবদুল্লাহ আল নোমানের স্মৃতিচারণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। চট্টগ্রাম পেশাজীবী পরিষদ এই স্মৃতিচারণ অনুষ্ঠানের আয়োজন করেন। 

মেয়র বলেন, নোমান ভাই এমন একজন মানুষ, যাকে কখনো আমরা রাগতে দেখিনি। যখনই কোন ঝামেলা মেটানোর জন্য ওনার কাছে যেতাম, উনি আমাদের কিছুক্ষণ বসিয়ে রাখতেন যাতে আমদের রাগও কমে যায়। তিনি ছিলেন একজন নম্র, ভদ্র ও নিরাগী মানুষ।

আবদুল্লাহ আল নোমানের হাতে রাজনীতির পাঠশালাতে নিজের আগমন উল্লেখ করে ডা. শাহাদাত বলেন, এই মহান নেতার সাথে আমার প্রথম পরিচয় ১৯৮৭ সালে চট্টগ্রাম মেডিকেল কলেজ ছাত্রদলের রাজনীতিতে জড়ানোর সময়। সে সময় চট্টগ্রাম মেডিকেল কলেজের পাশে আমাদের বাসা হওয়ার সুবাধে তৎকালীন ছাত্রদলের নেতারা আমাদের বাসার নিচে আড্ডা দিতেন। তারা আমাকে ছাত্রদলের দায়িত্ব নেয়ার জন্য প্রথম ওনার সাথে গোলাম আকবর খন্দকারের বাসায় পরিচয় করিয়ে দেন। সেই থেকে তাঁর সাথে আমার রাজনৈতিক পথচলা।

বিশেষ অতিথির বক্তব্যে একুশে পদকপ্রাপ্ত সাংবাদিক দৈনিক আজাদী সম্পাদক এম এ মালেক বলেন, আবদুল্লাহ আল নোমান ছিলেন একজন পরিচ্ছন্ন রাজনীতিবিদ। রাজনীতির বাইরেও তাঁর সব দল-মতের মানুষের কাছে গ্রহণযোগ্যতা ছিল। তিনি একজন দক্ষ সংগঠক ছিলেন। তিনি দীর্ঘ ৫০বছর চট্টগ্রাম ও রাজধানী কেন্দ্রিক যে সকল আন্দোলন সংগ্রাম সংগঠিত হয়েছিল তার সামনের সারিতে বসে নেতৃত্ব দিয়েছেন। রাজনীতির বাইরে তিনি নিরব ও নিবৃত্তে কাজ করে গেছেন।

ডেইলি পিপলস ভিউ সম্পাদক ওসমান গণি মনসুরের সভাপতিত্বে স্মৃতিচারণ অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, আবদুল্লাহ আল নোমানের সন্তান ইস্ট ডেল্টা ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা সাঈদ আল নোমান, চট্টগ্রাম ভেটেরেনারি ইউনিভার্সিটির সাবেক উপচার্য অধ্যাপক নীতিশ দেবনাথ, চট্টগ্রাম প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক নছরুল কদির, বাংলাদেশ শ্রিম্প এন্ড ফিস ফাউন্ডেশন (বিএসএফএফ) এর চেয়ারম্যান সৈয়দ মাহমুদুল হক, চট্টগ্রাম প্রেসক্লাবের সদস্য সচিব জাহিদুল করিম কচি, সম্মিলিত পেশাজীবি পরিষদের সদস্য সচিব ডা. খুরশীদ জামিল চৌধুরী, সাংবাদিক মোস্তফা নঈম এবং কবি ও নাট্যকার অভীক ওসমান।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
জুলাই জাদুঘর বিশ্বব্যাপী মডেল হিসেবে কাজ করবে : আইসেস্কো মহাপরিচালক
অতীশ দীপঙ্কর বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সোহেল রানা গ্রেফতার
নারীর ক্ষমতায়ন বাস্তব নেতৃত্ব ও প্রতিনিধিত্বের মাধ্যমে প্রতিফলিত হতে হবে: শ্রম উপদেষ্টা
নৌবাহিনীর যৌথ অভিযানে খুলনায় আগ্নেয়াস্ত্রসহ সন্ত্রাসী আটক
ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা ঐক্যবদ্ধ বাংলাদেশি : আমীর খসরু
অহিংস আর মঙ্গলবারতায় চট্টগ্রামের আকাশে উড়ল প্রবারণার ফানুস
রাস্তা দখল ও হাসপাতালে চুরির ঘটনায় ৭ জনের কারাদণ্ড
জাতীয় পেনশন কর্তৃপক্ষের কার্যক্রম আরও শক্তিশালী করার উদ্যোগ
ইসি-মিডিয়া সংলাপ : স্বচ্ছ ও বিশ্বাসযোগ্য নির্বাচনের আহ্বান
খুলনায় যুব মহিলা লীগ সভাপতি তুলি গ্রেফতার
১০