নাটোরে পিকআপের চালক ও আম ব্যবসায়ী নিহত

বাসস
প্রকাশ: ০৩ জুন ২০২৫, ১১:০৮

নাটোর, ৩ জুন, ২০২৫ (বাসস) : জেলায় গতরাতে পিকআপের বিকল হয়ে যাওয়া চাকা খুলতে গিয়ে অপর একটি পিকআপের চাপায় পিকআপ চালক এবং আম ব্যবসায়ী যাত্রী নিহত হয়েছেন।

সোমবার রাত সাড়ে ১১টার দিকে নাটোর শহরের চক বৈদ্যনাথ চামড়াপট্রি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

মৃতরা হলেন বিকল পিকআপটির চালক মোহাম্মদ রনি (৩৫) এবং পিকআপের যাত্রী আম ব্যবসায়ী আব্দুল মজিদ (৭০)। তারা দুজনই পাবনার বেড়াবাড়ি এলাকার বাসিন্দা বলে জানা গেছে।

পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার রাত সাড়ে এগারোটার দিকে শহরের চক বৈদ্যনাথ চামড়াপট্রি এলাকায় চাঁপাইনবাবগঞ্জের কানসাট থেকে ছেড়ে আসা পাবনাগামী একটি আম বোঝাই পিকআপ এর চাকা বিকল (পাংচার) হয়ে যায়। ড্রাইভার রনি আর আম ব্যবসায়ী মজিদ পিকআপ থেকে নেমে বিকল পেছনের চাকাটি পাল্টানের কাজ করছিলেন । ঐ সময় তীব্র বাতাস ও বৃষ্টিতে বিদ্যুৎবিহীন অন্ধকারে আরেকটি অজ্ঞাত পিকআপ তাদেরকে চাপা দিলে দুইজন ঘটনাস্থ লেই মারা যান। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা এসে মরদেহ দুটি উদ্ধার করে নাটোর আধুনিক সদর হাসপাতালে নিয়ে যান।

নাটোর সদর থানার ওসি মাহবুর রহমান বলেন, মরদেহ দ’ুটি উদ্ধার করে নাটোর আধুনিক সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে। আঘাতকারী পিকআপটি নিয়ে চালক পালিয়ে গেছে। সেই পিকআপের চালক ও পিকআপটি শনাক্ত করতে ইতিমধ্যেই পুলিশ কাজ শুরু করেছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
জুলাই জাদুঘর বিশ্বব্যাপী মডেল হিসেবে কাজ করবে : আইসেস্কো মহাপরিচালক
অতীশ দীপঙ্কর বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সোহেল রানা গ্রেফতার
নারীর ক্ষমতায়ন বাস্তব নেতৃত্ব ও প্রতিনিধিত্বের মাধ্যমে প্রতিফলিত হতে হবে: শ্রম উপদেষ্টা
নৌবাহিনীর যৌথ অভিযানে খুলনায় আগ্নেয়াস্ত্রসহ সন্ত্রাসী আটক
ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা ঐক্যবদ্ধ বাংলাদেশি : আমীর খসরু
অহিংস আর মঙ্গলবারতায় চট্টগ্রামের আকাশে উড়ল প্রবারণার ফানুস
রাস্তা দখল ও হাসপাতালে চুরির ঘটনায় ৭ জনের কারাদণ্ড
জাতীয় পেনশন কর্তৃপক্ষের কার্যক্রম আরও শক্তিশালী করার উদ্যোগ
ইসি-মিডিয়া সংলাপ : স্বচ্ছ ও বিশ্বাসযোগ্য নির্বাচনের আহ্বান
খুলনায় যুব মহিলা লীগ সভাপতি তুলি গ্রেফতার
১০