নাটোরে পিকআপের চালক ও আম ব্যবসায়ী নিহত

বাসস
প্রকাশ: ০৩ জুন ২০২৫, ১১:০৮

নাটোর, ৩ জুন, ২০২৫ (বাসস) : জেলায় গতরাতে পিকআপের বিকল হয়ে যাওয়া চাকা খুলতে গিয়ে অপর একটি পিকআপের চাপায় পিকআপ চালক এবং আম ব্যবসায়ী যাত্রী নিহত হয়েছেন।

সোমবার রাত সাড়ে ১১টার দিকে নাটোর শহরের চক বৈদ্যনাথ চামড়াপট্রি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

মৃতরা হলেন বিকল পিকআপটির চালক মোহাম্মদ রনি (৩৫) এবং পিকআপের যাত্রী আম ব্যবসায়ী আব্দুল মজিদ (৭০)। তারা দুজনই পাবনার বেড়াবাড়ি এলাকার বাসিন্দা বলে জানা গেছে।

পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার রাত সাড়ে এগারোটার দিকে শহরের চক বৈদ্যনাথ চামড়াপট্রি এলাকায় চাঁপাইনবাবগঞ্জের কানসাট থেকে ছেড়ে আসা পাবনাগামী একটি আম বোঝাই পিকআপ এর চাকা বিকল (পাংচার) হয়ে যায়। ড্রাইভার রনি আর আম ব্যবসায়ী মজিদ পিকআপ থেকে নেমে বিকল পেছনের চাকাটি পাল্টানের কাজ করছিলেন । ঐ সময় তীব্র বাতাস ও বৃষ্টিতে বিদ্যুৎবিহীন অন্ধকারে আরেকটি অজ্ঞাত পিকআপ তাদেরকে চাপা দিলে দুইজন ঘটনাস্থ লেই মারা যান। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা এসে মরদেহ দুটি উদ্ধার করে নাটোর আধুনিক সদর হাসপাতালে নিয়ে যান।

নাটোর সদর থানার ওসি মাহবুর রহমান বলেন, মরদেহ দ’ুটি উদ্ধার করে নাটোর আধুনিক সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে। আঘাতকারী পিকআপটি নিয়ে চালক পালিয়ে গেছে। সেই পিকআপের চালক ও পিকআপটি শনাক্ত করতে ইতিমধ্যেই পুলিশ কাজ শুরু করেছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
সকলকে সঙ্গে নিয়ে চলার মধ্যেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শক্তি : ঢাবি উপাচার্য
চাঁদপুরে অননুমোদিত শিশু খাদ্য তৈরির অভিযোগে কারখানা মালিককে জরিমানা
ডেঙ্গু ও করোনা ভাইরাস প্রতিরোধে জেডআরএফ’র জনসচেতনামূলক প্রচারপত্র বিতরণ 
তরুণ প্রজন্মের সম্ভাবনা কাজে লাগানোর জন্য স্থানীয় সরকার উপদেষ্টার আহবান
তফসিল ঘোষণার আগ পর্যন্ত ভোটার হওয়ার সুযোগ পাবেন নাগরিকেরা 
রাঙ্গুনিয়ায় মাদকবিরোধী অভিযানে আটক ২
নির্বাচন নিয়ে গভীর ষড়যন্ত্র চলছে : রিজভী
পাকিস্তানের বিপক্ষে টি২০ সিরিজে বাংলাদেশের অপরিবর্তিত দল ঘোষণা
গোপালগঞ্জের পরিস্থিতিতে জনসাধারণকে ধৈর্য ও সহযোগিতার আহ্বান সেনাবাহিনীর
চট্টগ্রামের আনোয়ারায় পুকুরঘাটে পুঁতে রাখা অস্ত্র উদ্ধার, গ্রেফতার ১
১০