ঢাবিতে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে বিশেষ সেমিনার আগামীকাল

বাসস
প্রকাশ: ১৮ জুন ২০২৫, ২১:১৭

ঢাকা, ১৮ জুন, ২০২৫ (বাসস): ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে বিশেষ সেমিনার আয়োজন করেছে বিএনপি সমর্থিত ঢাবি শিক্ষকদের সংগঠন সাদা দল। 

বুধবার সন্ধ্যায় ঢাবি ক্লাবে আয়োজিত মিট দ্যা প্রেস অনুষ্ঠানে সাদা দলের আহ্বায়ক অধ্যাপক ড. মোর্শেদ হাসান খান বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে নিয়ে কারো কোন প্রশ্ন নাই। তিনি খুব সাধারণ জীবন যাপন করেছেন। এ সেমিনারে শিক্ষার্থীরা তার জীবন সম্পর্কে জানতে পারবে।

ঢাবি সাদা দলের আহ্বায়ক অধ্যাপক ড. মোর্শেদ হাসান খানের সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ড. আব্দুল মঈন খান, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থাকবেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, মুখ্য আলোচক হিসেবে বক্তব্য রাখবেন বিএনপির মিডিয়া সেলের আহ্বায়ক ডা. মওদুদ হোসেন আলমগীর পাভেল। সেমিনারে প্রবন্ধ উপস্থাপন করবেন ঢাবির কলা অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ ছিদ্দিকুর রহমান খান।

সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন ঢাবি সাদা দলের যুগ্ম আহ্বায়ক অধ্যাপক ড. আব্দুস সালাম ও অধ্যাপক ড. মো. আবুল কালাম সরকার, হাজী মুহম্মদ মুহসীন হলের প্রাধ্যক্ষ ড. মো. সিরাজুল ইসলাম, শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের অধ্যাপক শাহ শামীম আহমেদ, জীব বিজ্ঞান অনুষদের অধ্যাপক ড. আসলাম হোসেন, মনোবিজ্ঞান বিভাগের অধ্যাপক সৈয়দ তানভীর রহমান, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান-এর ৪৪তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে বিশেষ সেমিনার আয়োজক কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. মো. মহিউদ্দিন, সদস্য সচিব অধ্যাপক এম এ কাউসার প্রমুখ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
জুলাই জাতীয় সনদ নিয়ে বিশেষজ্ঞদের সঙ্গে ঐকমত্য কমিশনের সভা
চট্টগ্রামে নানা অনিয়মের দায়ে চার প্রতিষ্ঠানকে ৩১ হাজার টাকা জরিমানা চসিকের
পিরোজপুরে বিদ্যুৎস্পৃষ্টে কৃষকের মৃত্যু
বিজিবির অভিযানে ১৭৭ কোটি ২১ লক্ষাধিক টাকার চোরাচালান পণ্যসামগ্রী জব্দ
বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩০.৩১ বিলিয়ন ডলার
হোন্ডা-গুন্ডার রাজনীতি আর চলবে না : হাসনাত আব্দুল্লাহ
বদরুদ্দীন উমরের মৃত্যুতে ঢাবি উপাচার্যের শোক
সাতক্ষীরার সীমান্ত থেকে ভারতীয় ওষুধ ও শাড়ি জব্দ
যেকোনো বিশৃঙ্খলা এড়াতে স্থানীয় প্রশাসনকে আরও সক্রিয় হওয়ার নির্দেশ
নুরাল পাগলার দরবারে হামলা ও মরদেহে অগ্নিসংযোগের ঘটনায় ৭ জন গ্রেফতার : উপ-প্রেস সচিব
১০