নাটোরে সাংবিধানিক ও আইনগত অধিকার বিষয়ক কর্মশালা

বাসস
প্রকাশ: ২১ জুন ২০২৫, ১৪:০৩
ছবি : বাসস

নাটোর, ২১ জুন, ২০২৫ (বাসস): জেলায় আজ সাংবিধানিক ও আইনগত অধিকার বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। 

আজ সকাল দশটায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে দিনব্যাপী এ কর্মশালা উদ্বোধন করেন নাটোরের জেলা প্রশাসক আসমা শাহীন।

আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের ‘আইন প্রণয়নের সক্ষমতা বৃদ্ধি এবং আইন বিষয়ে জনসচেতনতা সৃষ্টি‘ শীর্ষক প্রকল্পের আওতায় এই কর্মশালা আয়োজন করা হয়।

জেলা প্রশাসক আসমা শাহীনের সভাপতিত্বে এ কর্মশালায় রিসোর্স পার্সন হিসেবে উপস্থিত ছিলেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রনালয়ের লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের যুগ্ম সচিব এস এম শাফায়েত হোসেন।  

লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের যুগ্ম সচিব ও ‘আইন প্রণয়নের সক্ষমতা বৃদ্ধি এবং আইন বিষয়ে সচেতনতা সৃষ্টি’ শীর্ষক প্রকল্পের প্রকল্প পরিচালক জি এম আতিকুর রহমান জামালী কর্মশালায় মূলপ্রবন্ধ উপস্থাপন করেন। 

মূল প্রবন্ধে বলা হয়, সংবিধান রাষ্ট্রের সর্বোচ্চ আইন। বাংলাদেশের সংবিধান ১১টি স্তম্ভ বা পিলারের উপর প্রণীত। সহায়ক হিসেবে এ পর্যন্ত দেশে একহাজার ২১০টি আইন এবং তিনহাজারের অধিক অধস্তন আইন (রুলস এন্ড রেগুলেশনস) প্রণয়ন করা হয়েছে। এসব আইন প্রণয়ন করার উদ্দেশ্যই জনকল্যাণ নিশ্চিত করতে। প্রণীত সকল আইন সম্পর্কে জানতে জনগনের দায়িত্ব এবং অধিকার আছে। এই দায়িত্ব ও অধিকার নিশ্চিত করা গেলে জনকল্যাণমুখী রাষ্ট্র প্রতিষ্ঠা সম্ভব হবে, দেশে সুশাসন প্রতিষ্ঠা সহজ হবে।

কর্মশালায় আরও রাখেন জেলার পুলিশ সুপার মো. আমজাদ হোসাইন, লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের উপ-সচিব দীপংকর বিশ্বাস ও মৌসুমী দাস, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. আরিফ হোসেন, জেলা লিগ্যাল এইড অফিসার (সিনিয়র সহকারী জজ) ইসমত আরা তুশী, জেলা আইনজীবী সমিতির সভাপতি ও জজকোর্টের পিপি এডভোকেট রুহুল আমিন তালুকদার টগর, নাটোর প্রেসক্লাবের সভাপতি ফারাজী আহম্মদ রফিক বাবন প্রমুখ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
বিশেষজ্ঞ মতামত পর্যালোচনায় ঐকমত্য কমিশনের বৈঠক
জবিতে অনুষ্ঠিত হচ্ছে আন্তঃবিশ্ববিদ্যালয় আবৃত্তি প্রতিযোগিতা
দুর্গাপূজা উপলক্ষ্যে ভারতে ১,২০০ মেট্রিক টন ইলিশ রপ্তানির অনুমোদন
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফের সাথে ধর্ম উপদেষ্টার সাক্ষাৎ
বেগম খালেদা জিয়াকে মৌসুমি ফল পাঠিয়েছেন ভুটানের রাষ্ট্রদূত
ঢাকাসহ তিন জেলায় দুদকের অভিযান : অনিয়মের প্রাথমিক সত্যতা মিলেছে
জুলাই আন্দোলনের যুবা ও জেন্ডার ডাইভার্সদের দক্ষতা উন্নয়ন কর্মসূচি উদ্বোধন
জামায়াত আমীরের সঙ্গে জাতিসংঘের আবাসিক প্রতিনিধির মানবাধিকার উপদেষ্টার সাক্ষাৎ
শেখ হাসিনার ও পরিবারের নামের স্থাপনার নাম পরিবর্তন করেছে গৃহায়ন মন্ত্রণালয়
কুস্তিতে পুরুষ-নারী উভয় বিভাগেই চ্যাম্পিয়ন আনসার
১০