যশোর বোর্ডের অধীনে এইচএসসিতে অংশ নেবে ১,১৬,৩১৭ জন শিক্ষার্থী

বাসস
প্রকাশ: ২১ জুন ২০২৫, ১৪:১৫ আপডেট: : ২১ জুন ২০২৫, ১৪:৪৭
ফাইল ছবি

খুলনা, ২১ জুন, ২০২৫ (বাসস) : যশোরের মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীনে এ বছর হায়ার সেকেন্ডারি সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষায় অংশ গ্রহণ করবে ৫৮ হাজার ৪৭২ জন নারীসহ মোট ১ লাখ ১৬ হাজার ৩১৭ জন শিক্ষার্থী।

বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক ড. আব্দুল মতিন জানান, দেশের অন্য সকল শিক্ষা বোর্ডের সাথে যশোর বোর্ডেও ২৬ জুন থেকে পরীক্ষা শুরু হবে।

তিনি বলেন, যশোর বোর্ডের অধীনে ১০টি জেলার ২৪০টি কেন্দ্রে মোট ৫৭৫টি কলেজের পরীক্ষার্থী এ পাবলিক পরীক্ষায় অংশ গ্রহণ করবে।

মোট পরীক্ষার্থীর মধ্যে বিজ্ঞান বিভাগের পরীক্ষার্থী ২২ হাজার ৭৭ জন, মানবিক বিভাগের ৮১ হাজার ৪৭৬ জন ও ব্যবসায় শিক্ষা বিভাগের ১২ হাজার ৭৬৪ জন পরীক্ষার্থী রয়েছে বলে জানান তিনি।

ড. আব্দুল মতিন বলেন, এ বছর মোট ১ লাখ ২৪ হাজার ১৬৭ জন শিক্ষার্থী নিয়মিত নিবন্ধন সম্পন্ন করেছেন। 

এদের মধ্যে ৮৬ হাজার ২০৮ জন নিয়মিত পরীক্ষার্থী, ২৯ হাজার ৮০৩ জন অনিয়মিত, ২৭৩ জন ফলোন্নয়নের পরীক্ষার্থী ও ৩৩ জন বেসরকারি পরীক্ষার্থী।

তিনি আরও বলেন, পরীক্ষা সুষ্ঠুভাবে পরিচালনার জন্য প্রয়োজনীয় নীতিমালা ইতোমধ্যেই প্রকাশ করা হয়েছে। কলেজ শিক্ষকদের সমন্বয়ে একটি ‘রেগুলার ভিজিল্যান্স টিম’ পরীক্ষা কেন্দ্রগুলো তদারকি করবে।

এছাড়াও, পরীক্ষা গ্রহণের প্রক্রিয়া নিবিড়ভাবে পর্যবেক্ষণ করার জন্য বোর্ড কর্মকর্তা ও শিক্ষকদের সমন্বয়ে বেশ কয়েকটি ‘র‌্যাপিড ভিজিল্যান্স টিম’ গঠন করা হয়েছে।

অধ্যাপক ড. আব্দুল মতিন বলেন, যশোর শিক্ষা বোর্ড এইচএসসি পরীক্ষা সুষ্ঠুভাবে পরিচালনার জন্য প্রয়োজনীয় সকল প্রস্তুতি সম্পন্ন করেছে।

তবে, পরীক্ষা চলাকালীন যে কেউ অনিয়ম বা অবহেলায় জড়িত থাকলে, তার বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।

তিনি আরও বলেন, শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে সকল পরীক্ষা কেন্দ্রের আশেপাশে ১৪৪ ধারা জারি করা হবে। নিয়ম লঙ্ঘনকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
বগুড়ায় বিপুল পরিমাণ পলিথিন জব্দ, আটক ১
রামপুরা ব্রিজে লরির ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত
গাজায় যুদ্ধবিরতি নিয়ে নতুন প্রস্তাব পেয়েছে হামাস: ফিলিস্তিনি কর্মকর্তা
কাউখালী স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক গ্রেপ্তার
পঞ্চগড়ে যৌথ বাহিনীর অভিযানে ১২ জুয়াড়ি আটক
সাতক্ষীরায় জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ
গাইবান্ধায় ‘মওলানা ভাসানী সেতু’ উদ্বোধন করবেন স্থানীয় সরকার উপদেষ্টা
লক্ষ্মীপুরে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে র‌্যালিও আলোচনা সভা
রাশিয়ায় গানপাউডার কারখানায় বিস্ফোরণে মৃতের সংখ্যা বেড়ে ২০
ওয়াকিটকিতে দেয়া সিএমপি কমিশনারের বার্তা ফাঁস: কনস্টেবল গ্রেফতার
১০