চট্টগ্রামে করোনা আক্রান্ত হয়ে নারীর মৃত্যু, নতুন আক্রান্ত ৬

বাসস
প্রকাশ: ২১ জুন ২০২৫, ১৬:৪৩

চট্টগ্রাম, ২১ জুন, ২০২৫ (বাসস) : চট্টগ্রামে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সত্তরোর্ধ এক নারীর মৃত্যু হয়েছে। তবে তিনি ক্যান্সারেও ভুগছিলেন বলে জানিয়েছেন জেলা সিভিল সার্জন। নতুন করে সংক্রমণ শুরুর পর চট্টগ্রামে এ নিয়ে দু’জনের মৃত্যুর তথ্য পাওয়া যায়। 

গত ২৪ ঘণ্টায় একজনের মৃত্যুর পাশাপাশি আরও ছয়জনের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে চট্টগ্রামে।
 
শনিবার (২১ জুন) চট্টগ্রাম জেলা সিভিল সার্জনের কার্যালয়ের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। এ পর্যন্ত  চট্টগ্রামে মোট ৬২ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এর মধ্যে দু’জনের মৃত্যু হয়েছে।

জেলা সিভিল সার্জন জাহাঙ্গীর আলম চৌধুরী জানিয়েছেন, ৭১ বছর বয়সী নারী ফজিলাতুন্নেছা চট্টগ্রাম নগরীর বাকলিয়ার বাসিন্দা ছিলেন। কোভিড শনাক্ত হওয়ার পর গত ১৭ জুন তাকে চট্টগ্রামের সরকারী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার (২০ জুন) তার মৃত্যু হয়েছে। ফজিলাতুন্নেছা দীর্ঘদিন ধরে ফুসফুসের ক্যান্সারে ভুগছিলেন বলে সিভিল সার্জন জানান।

এদিকে গত ২৪ ঘণ্টায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালসহ ছয়টি ল্যাবে ৭১ জনের নমুনা পরীক্ষা করে নতুন করে আরও ছয়জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। নমুনা পরীক্ষাগুলো চট্টগ্রামের ছয়টি পৃথক ল্যাবে সম্পন্ন হয়। এর মধ্যে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ ল্যাবে একজন, শেভরন ল্যাবে তিনজন এবং এপিক হেলথ কেয়ার ল্যাবে দুইজন শনাক্ত হন। 


 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
নারীর ক্ষমতায়ন বাস্তব নেতৃত্ব ও প্রতিনিধিত্বের মাধ্যমে প্রতিফলিত হতে হবে: শ্রম উপদেষ্টা
নৌবাহিনীর যৌথ অভিযানে খুলনায় আগ্নেয়াস্ত্রসহ সন্ত্রাসী আটক
ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা ঐক্যবদ্ধ বাংলাদেশি : আমীর খসরু
অহিংস আর মঙ্গলবারতায় চট্টগ্রামের আকাশে উড়ল প্রবারণার ফানুস
রাস্তা দখল ও হাসপাতালে চুরির ঘটনায় ৭ জনের কারাদণ্ড
জাতীয় পেনশন কর্তৃপক্ষের কার্যক্রম আরও শক্তিশালী করার উদ্যোগ
ইসি-মিডিয়া সংলাপ : স্বচ্ছ ও বিশ্বাসযোগ্য নির্বাচনের আহ্বান
খুলনায় যুব মহিলা লীগ সভাপতি তুলি গ্রেফতার
ফ্রান্সের ২৭ দিনের প্রধানমন্ত্রী লেকর্নু
গাজায় জিম্মি ও ইসরাইলে আটক ব্যক্তিদের সহায়তায় প্রস্তুত রেড ক্রস
১০