চট্টগ্রামে করোনা আক্রান্ত হয়ে নারীর মৃত্যু, নতুন আক্রান্ত ৬

বাসস
প্রকাশ: ২১ জুন ২০২৫, ১৬:৪৩

চট্টগ্রাম, ২১ জুন, ২০২৫ (বাসস) : চট্টগ্রামে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সত্তরোর্ধ এক নারীর মৃত্যু হয়েছে। তবে তিনি ক্যান্সারেও ভুগছিলেন বলে জানিয়েছেন জেলা সিভিল সার্জন। নতুন করে সংক্রমণ শুরুর পর চট্টগ্রামে এ নিয়ে দু’জনের মৃত্যুর তথ্য পাওয়া যায়। 

গত ২৪ ঘণ্টায় একজনের মৃত্যুর পাশাপাশি আরও ছয়জনের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে চট্টগ্রামে।
 
শনিবার (২১ জুন) চট্টগ্রাম জেলা সিভিল সার্জনের কার্যালয়ের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। এ পর্যন্ত  চট্টগ্রামে মোট ৬২ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এর মধ্যে দু’জনের মৃত্যু হয়েছে।

জেলা সিভিল সার্জন জাহাঙ্গীর আলম চৌধুরী জানিয়েছেন, ৭১ বছর বয়সী নারী ফজিলাতুন্নেছা চট্টগ্রাম নগরীর বাকলিয়ার বাসিন্দা ছিলেন। কোভিড শনাক্ত হওয়ার পর গত ১৭ জুন তাকে চট্টগ্রামের সরকারী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার (২০ জুন) তার মৃত্যু হয়েছে। ফজিলাতুন্নেছা দীর্ঘদিন ধরে ফুসফুসের ক্যান্সারে ভুগছিলেন বলে সিভিল সার্জন জানান।

এদিকে গত ২৪ ঘণ্টায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালসহ ছয়টি ল্যাবে ৭১ জনের নমুনা পরীক্ষা করে নতুন করে আরও ছয়জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। নমুনা পরীক্ষাগুলো চট্টগ্রামের ছয়টি পৃথক ল্যাবে সম্পন্ন হয়। এর মধ্যে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ ল্যাবে একজন, শেভরন ল্যাবে তিনজন এবং এপিক হেলথ কেয়ার ল্যাবে দুইজন শনাক্ত হন। 


 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
বরেণ্য শিল্পী ফরিদা পারভীনের মৃত্যুতে সংস্কৃতি উপদেষ্টার শোক
জনগণ রায় দিলে ৫ বছরের মধ্যেই দেশকে ক্ষুধা ও দারিদ্রমুক্ত করা সম্ভব : ডা. শফিকুর রহমান
লন্ডনে উপদেষ্টা মাহফুজ আলমের ওপর হামলার চেষ্টার নিন্দা জানালো সরকার
বরেণ্য সংগীতশিল্পী ফরিদা পারভীন মারা গেছেন
সরকার উৎখাতের ষড়যন্ত্র : বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন নাগরিক কারাগারে
আউট সোর্সিং নীতিমালা-২০২৫ মেনে চলার আহ্বান কর্মচারী ঐক্য পরিষদের
অসহিষ্ণুতা কাটিয়ে মনুষ্যত্ব অর্জনই হোক আমাদের অঙ্গীকার : তারেক রহমান
জাকের-শামীমের ব্যাটিংয়ে শ্রীলংকার বিপক্ষে বাংলাদেশের সংগ্রহ ৫ উইকেটে ১৩৯ রান
শব্দ ও বায়ুদূষণবিরোধী অভিযানে অর্থদণ্ড ও হাইড্রলিক হর্ন জব্দ
বাংলামোটরে মিছিল : কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ১১ নেতাকর্মী কারাগারে
১০