চট্টগ্রামে অস্ত্রসহ দম্পতি গ্রেপ্তার

বাসস
প্রকাশ: ২১ জুন ২০২৫, ১৬:৫৪ আপডেট: : ২১ জুন ২০২৫, ১৭:০০

চট্টগ্রাম, ২১ জুন, ২০২৫ (বাসস) : জেলার লোহাগাড়ায় ব্যাগ ভর্তি আগ্নেয়াস্ত্র, গুলি, স্বর্ণালঙ্কার, নগদ টাকা ও মোবাইল ফোনসহ ডাকাত দম্পতিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার চট্টগ্রামের লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আরিফুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেছেন, শুক্রবার দিবাগত রাতে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের আধুনগর ইউনিয়নের খাসমহল এলাকায় মান্নানের মুদির দোকানের সামনে বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়েছে। 
আটককৃতরা হলেন-চট্টগ্রামের বাঁশখালী উপজেলার গুলুল্যাখালী মাইজপাড়া গ্রামের বাসিন্দা, বর্তমানে বান্দরবানের লামা উপজেলার আজিজ নগর হিমছড়ি পাড়া এলাকায় বসবাসকারী মো. মনজুর আলম (৫২) এবং তার স্ত্রী হাছিনা বেগম (৪০)। মনজুর আলমের বিরুদ্ধে বিভিন্ন থানায় ডাকাতিসহ একাধিক মামলা রয়েছে।

পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারকৃত মনজুর আলমের সঙ্গে থাকা ব্যাগ থেকে দু’টি দেশীয় আগ্নেয়াস্ত্র এবং তার স্ত্রী হাছিনা বেগমের ব্যাগ থেকে পাঁচ রাউন্ড গুলি, বিভিন্ন স্বর্ণালঙ্কার, নগদ ৪৮ হাজার ৫শ’ টাকা ও দু’টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

মো. আরিফুর রহমান জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা স্বীকার করেছেন, চট্টগ্রামের পটিয়া থানা এলাকায় ডাকাতি করে তারা পালাচ্ছিলেন। উদ্ধারকৃত মালামাল জব্দ করা হয়েছে। আসামিদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করে শনিবার সকালে আদালতে সোপর্দ করা হয়েছে।

উল্লেখ্য, এরআগে গত বৃহস্পতিবার ডাকাতি মামলার সঙ্গে সংশ্লিষ্ট চারজনকে গ্রেপ্তার করে লোহাগাড়া থানা পুলিশ। গ্রেপ্তার হওয়া দম্পতি ওই ডাকাত চক্রের সদস্য বলে জানিয়েছে পুলিশ।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
নারীর ক্ষমতায়ন বাস্তব নেতৃত্ব ও প্রতিনিধিত্বের মাধ্যমে প্রতিফলিত হতে হবে: শ্রম উপদেষ্টা
নৌবাহিনীর যৌথ অভিযানে খুলনায় আগ্নেয়াস্ত্রসহ সন্ত্রাসী আটক
ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা ঐক্যবদ্ধ বাংলাদেশি : আমীর খসরু
অহিংস আর মঙ্গলবারতায় চট্টগ্রামের আকাশে উড়ল প্রবারণার ফানুস
রাস্তা দখল ও হাসপাতালে চুরির ঘটনায় ৭ জনের কারাদণ্ড
জাতীয় পেনশন কর্তৃপক্ষের কার্যক্রম আরও শক্তিশালী করার উদ্যোগ
ইসি-মিডিয়া সংলাপ : স্বচ্ছ ও বিশ্বাসযোগ্য নির্বাচনের আহ্বান
খুলনায় যুব মহিলা লীগ সভাপতি তুলি গ্রেফতার
ফ্রান্সের ২৭ দিনের প্রধানমন্ত্রী লেকর্নু
গাজায় জিম্মি ও ইসরাইলে আটক ব্যক্তিদের সহায়তায় প্রস্তুত রেড ক্রস
১০