ভৈরবে বাবাকে কুপিয়ে হত্যা করার অভিযোগে ছেলে আটক

বাসস
প্রকাশ: ২৩ জুন ২০২৫, ১৪:৫৬

কিশোরগঞ্জ, ২৩ জুন, ২০২৫ (বাসস) : কিশোরগঞ্জের পৌর শহরের ভৈরবপুর উত্তরপাড়া এলাকায় হাফিজ উদ্দিন (৬৫)-কে হত্যার অভিযোগে ঘটনাস্থল থেকে ছেলে আল আমিন (২৬)-কে আটক করেছে পুলিশ।

নিহত হাফিজ উদ্দিন নরসিংদীর রায়পুরা উপজেলার মণিপুরার দরিহারমারা এলাকার মৃত বজরু মিয়ার ছেলে। 

পেশায় তিনি একজন কাঠমিস্ত্রি  ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, হাফিজ উদ্দিন ভৈরবপুর উত্তরপাড়ার একটি বাড়িতে ছেলে আল আমিনকে নিয়ে ভাড়া থাকতেন। রোববার রাত দেড়টার দিকে হঠাৎ করে তার আর্ত-চিৎকার শুনে প্রতিবেশীরা তাদের কক্ষের সামনে গিয়ে দেখেন, দরজায় তালা লাগানো। ডাকাডাকির পরও তার কোনো সাড়া না পেয়ে, তারা জরুরি সেবা নম্বর ৯৯৯-এ ফোন দেন।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দরজা ভেঙে হাফিজ উদ্দিনের রক্তাক্ত লাশ মেঝেতে পড়ে থাকতে দেখে।  

পরে লাশটি উদ্ধার করে থানায় নেওয়া হয়। আটক করা হয় তার ছেলেকে।

পুলিশ জানায়, ধারালো দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে তাকে হত্যা করা হয়েছে। 

ভৈরব থানার উপপরিদর্শক (এসআই) এহসানুল কবির বলেন, ‘খবর পাওয়ার পর, তাৎক্ষণিকভাবে ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করা হয়েছে। অভিযুক্ত ছেলেকে আটক করা হয়েছে এবং তার জিজ্ঞাসাবাদ চলছে।’

নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জের শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলে জানান তিনি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
বিডা কর্মচারী সংসদ নির্বাচন ২০২৫ শান্তিপূর্ণভাবে সম্পন্ন
ডিএমপির বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ৪১ জন গ্রেফতার
শিল্পী এস এম সুলতান বাংলাদেশের নতুন শিল্প আন্দোলনের অগ্রদূত : রুহুল কবির রিজভী
ঢাকা মহানগর উত্তর শ্রমিক লীগের সভাপতি গ্রেফতার
গত এক বছরে ১৫,৮৫১ পুলিশ, ৪৪৬৯ বিজিবি সদস্য, ৫৫৫১ আনসার সদস্য নিয়োগ : জাহাঙ্গীর
দুবাইয়ে ২৫ মিলিয়ন ডলারের চুরি হওয়া হীরা উদ্ধার
মিরসরাইয়ে দুই ঘন্টার ব্যবধানে পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু
ভোলায় আদালতের অভ্যন্তরে রাস্তা সংস্কার না করে দেয়াল নির্মাণ
ছেলেহারা বাবার কান্নায় ট্রাইব্যুনালে নিঃশব্দ নীরবতা
প্লাস্টিক বর্জ্যের ব্যবহার কমিয়ে আনতে না পারলে জলবায়ুর ঝুঁকি আরও বাড়বে 
১০