বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে কুয়াকাটায় র‌্যালি ও আলোচনা সভা

বাসস
প্রকাশ: ২৩ জুন ২০২৫, ১৭:১৬
বিশ্ব পরিবেশ দিবস। ছবি : বাসস

পটুয়াখালী, ২৩ জুন, ২০২৫ (বাসস) : ‘প্লাস্টিক দূষণ আর নয়, বন্ধ করার এখনই সময়-এই প্রতিপাদ্যকে সামনে রেখে জেলার কুয়াকাটায় বিশ্ব পরিবেশ দিবস-২০২৫ উপলক্ষে সচেতনতামূলক র‌্যালী  ও আলোচনা সভা সোমবার অনুষ্ঠিত হয়েছে।

আজ নয়াপাড়া পরিবেশ ক্লাবের সহযোগিতায় সাসটেইনেবল মাইক্রো এন্টারপ্রাইজ রেসিলিয়েন্ট ট্রান্সফর্মেশন (এসএমএআরটি) প্রকল্পের আয়োজনে এই কর্মসূচি পালিত হয়।

সকাল ১১টায় কুয়াকাটা পৌর ভবনের সামনে থেকে একটি র‌্যালী বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে কুয়াকাটা সমুদ্র সৈকতে এসে শেষ হয়। পরে সৈকতের বিভিন্ন স্পটে থাকা প্লাস্টিকের বোতলসহ অন্যান্য আবর্জনা পরিষ্কার করে পরিবেশ রক্ষায় সচেতনতা কার্যক্রম পরিচালনা করা হয়।

র‌্যালীতে কুয়াকাটা ট্যুরিস্ট পুলিশের পরিদর্শক নাজমুল হাসান, কুয়াকাটা প্রেসক্লাবের সভাপতি রুমান ইমতিয়াজ তুষার, নয়াপাড়া পরিবেশ ক্লাবের সভাপতি সাইফুল ইসলাম, সাধারণ সম্পাদক আলামিন বেপারীসহ বিভিন্ন সামাজিক সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।

পরে কুয়াকাটা পৌর ভবনের হলরুমে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তারা বলেন, প্লাস্টিক বর্জ্য পরিবেশের জন্য মারাত্মক হুমকি। এটি শুধু জীববৈচিত্র্য ধংস করে না, মানব স্বাস্থ্যের ওপর দীর্ঘমেয়াদি নেতিবাচক প্রভাব ফেলে। তারা পরিবেশ রক্ষায় সচেতনতা বৃদ্ধি, প্লাস্টিক ব্যবহার কমানোর পাশাপাশি বেশি করে বৃক্ষরোপণের ওপর গুরুত্বারোপ করেন।

এ সময় বক্তারা টেকসই উন্নয়ন নিশ্চিত করতে ব্যক্তি ও সামাজিকভাবে সবাইকে পরিবেশবান্ধব জীবনযাপনে অভ্যস্ত হবে বলে আশাবাদ ব্যক্ত করেন। 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
বিশেষজ্ঞ মতামত পর্যালোচনায় ঐকমত্য কমিশনের বৈঠক
জবিতে অনুষ্ঠিত হচ্ছে আন্তঃবিশ্ববিদ্যালয় আবৃত্তি প্রতিযোগিতা
দুর্গাপূজা উপলক্ষ্যে ভারতে ১,২০০ মেট্রিক টন ইলিশ রপ্তানির অনুমোদন
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফের সাথে ধর্ম উপদেষ্টার সাক্ষাৎ
বেগম খালেদা জিয়াকে মৌসুমি ফল পাঠিয়েছেন ভুটানের রাষ্ট্রদূত
ঢাকাসহ তিন জেলায় দুদকের অভিযান : অনিয়মের প্রাথমিক সত্যতা মিলেছে
জুলাই আন্দোলনের যুবা ও জেন্ডার ডাইভার্সদের দক্ষতা উন্নয়ন কর্মসূচি উদ্বোধন
জামায়াত আমীরের সঙ্গে জাতিসংঘের আবাসিক প্রতিনিধির মানবাধিকার উপদেষ্টার সাক্ষাৎ
শেখ হাসিনার ও পরিবারের নামের স্থাপনার নাম পরিবর্তন করেছে গৃহায়ন মন্ত্রণালয়
কুস্তিতে পুরুষ-নারী উভয় বিভাগেই চ্যাম্পিয়ন আনসার
১০