চট্টগ্রামের মিরসরাইয়ে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২ 

বাসস
প্রকাশ: ২৩ জুন ২০২৫, ১৮:৫৭

চট্টগ্রাম, ২৩ জুন, ২০২৫ (বাসস) : চট্টগ্রামের মিরসরাইয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে পৃথক সড়ক দুর্ঘটনায় দুই জন নিহত হয়েছেন।

নিহতদের মধ্যে একজন সড়ক পার হতে গিয়ে গাড়ির ধাক্কায় আর অপরজন দুর্ঘটনা কবলিত তেলের ট্যাঙ্কের নিচে পড়ে প্রাণ হারান। 

জোরারগঞ্জ হাইওয়ে থানার এএসআই কামাল উদ্দিন সোমবার (২৩ জুন) জানান, সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বারইয়ারহাট পৌর এলাকায় মহাসড়ক পার হতে গিয়ে দ্রুতগতির অজ্ঞাত গাড়ির ধাক্কায় প্রদীপ কুমার দে (৬৫) নামে এক ব্যবসায়ী ঘটনাস্থলে নিহত হন। 

এর আগে, রোববার দিবাগত রাত ১২টায় মহাসড়কের জামালের দোকান এলাকায় দুর্ঘটনা কবলিত তেলের ট্যাঙ্কারের নীচ থেকে হাবিব উল্লাহ (৬০) নামে এক রোলার চালকের লাশ উদ্ধার করা হয়।

নিহত প্রদীপ কুমার দে বারইয়ারহাট পৌরসভার জামালপুর এলাকার বাসিন্দা। বারইয়ারহাট পৌরবাজারের রিয়া টি স্টোর নামে তার একটি দোকান রয়েছে। 

সকালে চট্টগ্রাম শহরে যাওয়ার জন্য মহাসড়ক পার হতে গিয়ে তিনি দুর্ঘটনায় নিহত হন। হাবিব উল্লাহ মিরসরাই উপজেলার জোরারগঞ্জ ইউনিয়নের সোনাপাহাড় নতুন বাজার এলাকার বাসিন্দা বলে জানা গেছে।

রোববার বিকেলে মহাসড়কের জামালের দোকান এলাকায় সামনে থাকা চলন্ত রোলারের সাথে ধাক্কা লেগে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায় একটি তেলের ট্যাঙ্কার। 

এ সময় তেলের ট্যাঙ্কারে আগুন ধরে গেলে ফায়ার সার্ভিসের কর্মীরা তা নিয়ন্ত্রণে আনেন। 

এ সময় ফায়ার সার্ভিস স্টেশনের কর্মীরা তেলের ট্যাঙ্কারের হেলপারকে আহত অবস্থায় উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠান। 

ঘটনার পর ট্যাঙ্কার চালক পালিয়ে যায়। 

তখন থেকে রোলার চালক নিখোঁজ ছিলো। পরবর্তীতে রাত ১২ টা নাগাদ ক্রেন দিয়ে ট্যাঙ্কার তোলা হলে নীচ থেকে রোলার চালক হাবিব উল্লাহ’র লাশ উদ্ধার করা হয়। 

জোরারগঞ্জ হাইওয়ে থানার এএসআই কামাল উদ্দিন বলেন, নিহতদের লাশ আইনী প্রক্রিয়া শেষে পরিবারকে বুঝিয়ে দেওয়া হয়েছে। 

গাড়ি দুটি পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। 


 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
শেখ হাসিনার মানবতাবিরোধী অপরাধের মামলায় ৩৯ সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষ
বেপজা অর্থনৈতিক অঞ্চলে ওয়েসিস অ্যাক্সেসরিজের ৪৮ লাখ ডলার বিনিয়োগ
বিশ্ব রেকর্ড গড়া জয়ে হোয়াইটওয়াশ এড়াল ইংল্যান্ড
খুলনা-সাতক্ষীরা মহাসড়কের সংস্কার কাজ চলছে : ব্যয় ২৫ কোটি টাকা
এশিয়া কাপে অংশ নেওয়া দলগুলোর খেলোয়াড় তালিকা
ডেঙ্গুতে আজ ২ জনের মৃত্যু
নূরের অবস্থার উন্নতি, সুস্থ হতে লাগবে কয়েক সপ্তাহ : ঢামেক পরিচালক
চাঁদপুরে তিনটি ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা
এশিয়া কাপের উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হচ্ছে আফগানিস্তান-হংকং
তুরস্কে বন্দুকধারীর হামলায় ২ পুলিশ নিহত, গ্রেফতার ১
১০