চাঁদপুরে একটি ইলিশ বিক্রি হলো ১৩ হাজার টাকায়

বাসস
প্রকাশ: ২৩ জুন ২০২৫, ১৮:৫৭
ছবি: বাসস

চাঁদপুর, ২৩ জুন,২০২৫ (বাসস) : সাম্প্রতিক সময়ে চাঁদপুরের পদ্মা-মেঘনা নদীতে জেলেদের জালে খুব কম সংখ্যক ইলিশ ধরা পড়ছে। এই পরিস্থিতিতে হতাশ স্থানীয় জেলে ও মৎস্য ব্যাবসায়ীরা। তবে ইলিশ সরবরাহ কম হলেও জুনের শুরু থেকে জেলেরা বড় সাইজের কিছু ইলিশ পাচ্ছে।

সোমবার চাঁদপুর বড়স্টেশন মাছ ঘাটে জেলেদের জালে ধরা পড়া আড়াই কেজি ওজনের একটি ইলিশ আনা হয়। 

ইলিশটি পাইকারি মাছের আড়তে নিলামে তুলে বিক্রি হয় ১৩ হাজার ১৫০ টাকায়।

সকালে ইলিশ ঘাটে উত্তম দাসের আড়তে মেঘনা নদীতে ধরা পড়া আড়াই কেজি ওজনের ইলিশটি নিয়ে আসা হয়। সেখানে বিক্রির জন্য হাঁকডাকে অন্তত ১৫ ব্যবসায়ী নিলামে অংশ নেন। পরে ১৩ হাজার ১৫০ টাকায় ইলিশটি কিনে নেন আরেক ব্যবসায়ী নবীর হোসেন।

ব্যবসায়ী নবীর হোসেন বলেন, জুন মাস থেকে জেলেরা বড় সাইজের কিছু ইলিশ পাচ্ছে। যা আগে দেখা যায়নি। 

কিছুদিন আগেও দুই কেজি ৪৮০ গ্রাম ওজনের একটি ইলিশ নিলামে ১৩ হাজার ৩৯০ টাকায় বিক্রি হয়েছে। সেটিও আমি কিনেছি।

চাঁদপুর মৎস্য বণিক সমবায় সমিতির সাধারণ সম্পাদক শবে বরাত সরকার বলেছেন, ইলিশের সরবরাহ একেবারে নেই। ঘাটে দক্ষিণাঞ্চলের ইলিশ আসে না, যা আছে স্থানীয় নদীর ইলিশ। মাঝে মধ্যে দু’টি একটি বড় সাইজের ইলিশ জেলেরা ঘাটে নিয়ে আসে। তা আবার ভালো দামে বিক্রি করতে পারছে। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
শেখ হাসিনার মানবতাবিরোধী অপরাধের মামলায় ৩৯ সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষ
বেপজা অর্থনৈতিক অঞ্চলে ওয়েসিস অ্যাক্সেসরিজের ৪৮ লাখ ডলার বিনিয়োগ
বিশ্ব রেকর্ড গড়া জয়ে হোয়াইটওয়াশ এড়াল ইংল্যান্ড
খুলনা-সাতক্ষীরা মহাসড়কের সংস্কার কাজ চলছে : ব্যয় ২৫ কোটি টাকা
এশিয়া কাপে অংশ নেওয়া দলগুলোর খেলোয়াড় তালিকা
ডেঙ্গুতে আজ ২ জনের মৃত্যু
নূরের অবস্থার উন্নতি, সুস্থ হতে লাগবে কয়েক সপ্তাহ : ঢামেক পরিচালক
চাঁদপুরে তিনটি ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা
এশিয়া কাপের উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হচ্ছে আফগানিস্তান-হংকং
তুরস্কে বন্দুকধারীর হামলায় ২ পুলিশ নিহত, গ্রেফতার ১
১০