চাঁদপুরে একটি ইলিশ বিক্রি হলো ১৩ হাজার টাকায়

বাসস
প্রকাশ: ২৩ জুন ২০২৫, ১৮:৫৭
ছবি: বাসস

চাঁদপুর, ২৩ জুন,২০২৫ (বাসস) : সাম্প্রতিক সময়ে চাঁদপুরের পদ্মা-মেঘনা নদীতে জেলেদের জালে খুব কম সংখ্যক ইলিশ ধরা পড়ছে। এই পরিস্থিতিতে হতাশ স্থানীয় জেলে ও মৎস্য ব্যাবসায়ীরা। তবে ইলিশ সরবরাহ কম হলেও জুনের শুরু থেকে জেলেরা বড় সাইজের কিছু ইলিশ পাচ্ছে।

সোমবার চাঁদপুর বড়স্টেশন মাছ ঘাটে জেলেদের জালে ধরা পড়া আড়াই কেজি ওজনের একটি ইলিশ আনা হয়। 

ইলিশটি পাইকারি মাছের আড়তে নিলামে তুলে বিক্রি হয় ১৩ হাজার ১৫০ টাকায়।

সকালে ইলিশ ঘাটে উত্তম দাসের আড়তে মেঘনা নদীতে ধরা পড়া আড়াই কেজি ওজনের ইলিশটি নিয়ে আসা হয়। সেখানে বিক্রির জন্য হাঁকডাকে অন্তত ১৫ ব্যবসায়ী নিলামে অংশ নেন। পরে ১৩ হাজার ১৫০ টাকায় ইলিশটি কিনে নেন আরেক ব্যবসায়ী নবীর হোসেন।

ব্যবসায়ী নবীর হোসেন বলেন, জুন মাস থেকে জেলেরা বড় সাইজের কিছু ইলিশ পাচ্ছে। যা আগে দেখা যায়নি। 

কিছুদিন আগেও দুই কেজি ৪৮০ গ্রাম ওজনের একটি ইলিশ নিলামে ১৩ হাজার ৩৯০ টাকায় বিক্রি হয়েছে। সেটিও আমি কিনেছি।

চাঁদপুর মৎস্য বণিক সমবায় সমিতির সাধারণ সম্পাদক শবে বরাত সরকার বলেছেন, ইলিশের সরবরাহ একেবারে নেই। ঘাটে দক্ষিণাঞ্চলের ইলিশ আসে না, যা আছে স্থানীয় নদীর ইলিশ। মাঝে মধ্যে দু’টি একটি বড় সাইজের ইলিশ জেলেরা ঘাটে নিয়ে আসে। তা আবার ভালো দামে বিক্রি করতে পারছে। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
সংস্কারের চূড়ান্ত সিদ্ধান্ত রাষ্ট্রকেই দিতে হবে: মজিবুর রহমান মঞ্জু
গাজায় ৪৫ ফিলিস্তিনির মরদেহ ফেরত দিল ইসরাইল
নারায়ণগঞ্জ ও মুন্সিগঞ্জে কোস্ট গার্ডের অভিযানে সাড়ে ৫ হাজার কেজি জাটকা জব্দ
দেশের মানুষকে মানবসম্পদে পরিণত করবো : নূরুল ইসলাম মণি
বিএনপির শীর্ষ নেতারা কে কোথায় মনোনয়ন পেলেন
আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হবে, প্রত্যাশা স্বরাষ্ট্র উপদেষ্টার
তুর্কি সংসদীয় প্রতিনিধিদলের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক
ঢাবি শিক্ষিকার ছবি বিকৃত করায় মামলা: প্রধান আসামি এক্টিভিস্ট মুজতবা খন্দকার
নেপালে পানবাড়ি পর্বতে ২ পর্বতারোহী নিখোঁজ 
নির্বাচন যথাসময়ে হতে হবে, সংস্কারও বাস্তবায়ন করতে হবে: আখতার
১০