সাতক্ষীরায় র‌্যাবের অভিযানে মাদকসহ আটক ৩

বাসস
প্রকাশ: ২৩ জুন ২০২৫, ১৯:৩০

সাতক্ষীরা, ২৩ জুন, ২০২৫ (বাসস) : জেলার কালিগঞ্জ উপজেলার নলতায় র‌্যাব-৬ এর বিশেষ অভিযানে ৩৯৮ বোতল ফেন্সিডিলসহ তিন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। সোমবার সকাল সাড়ে ৭টায় উপজেলার নলতা বাজারের সানি মার্কেটের দ্বিতীয় তলার একটি দোকানে এই অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন-ব্রজপাটুলি গ্রামের মাদক ব্যবসায়ী জাহাঙ্গীর হোসেন (৩৮), সানি মার্কেটের কেয়ারটেকার আব্দুল গফফার (৬২) ও নৈশ প্রহরী অমল সরকার (৫৫)।

র‌্যাব-৬ এর সাতক্ষীরা ক্যাম্পের কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার রেজাউল হক জানিয়েছেন, ভারত থেকে কালিগঞ্জ উপজেলার নলতায় এক দল চোরাকারবারি অবৈধভাবে ফেন্সিডিলের একটি বড় চালান এনে তা রাজধানী ঢাকায় পাচারের পরিকল্পনার করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে নলতা বাজার এলাকায় অভিযান চালানো হয়। 

এই সময় সানি মার্কেটের দ্বিতীয় তলার একটি দোকান থেকে একটি বস্তায় ৩৯৮ বোতল ফেন্সিডিলসহ উক্ত তিন জনকে আটক করা হয়। অভিযানে তাদের কাছ থেকে তিনটি মোবাইল ফোনও জব্দ করা হয়। পরে এই ঘটনায় র‌্যাব সাতক্ষীরা ক্যাম্পের ডিএডি হাবিবুর রহমান বাদী হয়ে সাতক্ষীরা সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আটককৃত তিন জনের বিরুদ্ধে একটি মামলা দায়ের করে তাদের থানায় হস্তান্তর করেন।

সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামিনুল হক বিষয়টি বাসস’কে নিশ্চিত করেছেন। 
 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
সেনা প্রধানের বক্তব্য বিকৃতি ও অপপ্রচারের বিরুদ্ধে সেনাবাহিনীর বিবৃতি
শেরপুরে বিশ্ব শিশু দিবস পালিত
বগুড়ায় সাড়ে নয় লাখ শিশু টাইফয়েড টিকার আওতায় 
নড়াইলে আরাফাত রহমান কোকো স্মৃতি হাডুডু টুর্নামেন্ট শুরু
রাজবাড়ীতে বিশ্ব শিশু দিবস পালিত
ইন্দোনেশিয়ার পাপুয়ায় খনি ধসে নিখোঁজ ৫ শ্রমিকের মরদেহ উদ্ধার
আ. লীগের বিচার প্রসঙ্গে তারেক রহমান: জনগণই সবচেয়ে বড় বিচারক
মুরাদনগরে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু
লালমনিরহাটে ঝড়ে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে অর্থ ও ঢেউটিন বিতরণ 
ফটিকছড়িতে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে ভয়াবহ অগ্নিকাণ্ড 
১০