সাতক্ষীরায় র‌্যাবের অভিযানে মাদকসহ আটক ৩

বাসস
প্রকাশ: ২৩ জুন ২০২৫, ১৯:৩০

সাতক্ষীরা, ২৩ জুন, ২০২৫ (বাসস) : জেলার কালিগঞ্জ উপজেলার নলতায় র‌্যাব-৬ এর বিশেষ অভিযানে ৩৯৮ বোতল ফেন্সিডিলসহ তিন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। সোমবার সকাল সাড়ে ৭টায় উপজেলার নলতা বাজারের সানি মার্কেটের দ্বিতীয় তলার একটি দোকানে এই অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন-ব্রজপাটুলি গ্রামের মাদক ব্যবসায়ী জাহাঙ্গীর হোসেন (৩৮), সানি মার্কেটের কেয়ারটেকার আব্দুল গফফার (৬২) ও নৈশ প্রহরী অমল সরকার (৫৫)।

র‌্যাব-৬ এর সাতক্ষীরা ক্যাম্পের কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার রেজাউল হক জানিয়েছেন, ভারত থেকে কালিগঞ্জ উপজেলার নলতায় এক দল চোরাকারবারি অবৈধভাবে ফেন্সিডিলের একটি বড় চালান এনে তা রাজধানী ঢাকায় পাচারের পরিকল্পনার করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে নলতা বাজার এলাকায় অভিযান চালানো হয়। 

এই সময় সানি মার্কেটের দ্বিতীয় তলার একটি দোকান থেকে একটি বস্তায় ৩৯৮ বোতল ফেন্সিডিলসহ উক্ত তিন জনকে আটক করা হয়। অভিযানে তাদের কাছ থেকে তিনটি মোবাইল ফোনও জব্দ করা হয়। পরে এই ঘটনায় র‌্যাব সাতক্ষীরা ক্যাম্পের ডিএডি হাবিবুর রহমান বাদী হয়ে সাতক্ষীরা সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আটককৃত তিন জনের বিরুদ্ধে একটি মামলা দায়ের করে তাদের থানায় হস্তান্তর করেন।

সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামিনুল হক বিষয়টি বাসস’কে নিশ্চিত করেছেন। 
 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
বিডা কর্মচারী সংসদ নির্বাচন ২০২৫ শান্তিপূর্ণভাবে সম্পন্ন
ডিএমপির বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ৪১ জন গ্রেফতার
শিল্পী এস এম সুলতান বাংলাদেশের নতুন শিল্প আন্দোলনের অগ্রদূত : রুহুল কবির রিজভী
ঢাকা মহানগর উত্তর শ্রমিক লীগের সভাপতি গ্রেফতার
গত এক বছরে ১৫,৮৫১ পুলিশ, ৪৪৬৯ বিজিবি সদস্য, ৫৫৫১ আনসার সদস্য নিয়োগ : জাহাঙ্গীর
দুবাইয়ে ২৫ মিলিয়ন ডলারের চুরি হওয়া হীরা উদ্ধার
মিরসরাইয়ে দুই ঘন্টার ব্যবধানে পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু
ভোলায় আদালতের অভ্যন্তরে রাস্তা সংস্কার না করে দেয়াল নির্মাণ
ছেলেহারা বাবার কান্নায় ট্রাইব্যুনালে নিঃশব্দ নীরবতা
প্লাস্টিক বর্জ্যের ব্যবহার কমিয়ে আনতে না পারলে জলবায়ুর ঝুঁকি আরও বাড়বে 
১০