রাজশাহী, ১ জুলাই, ২০২৫ (বাসস) : নানা আয়োজনের মধ্য দিয়ে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের ৩৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন করা হয়েছে। মঙ্গলবার সকালে প্রতিষ্ঠাবার্ষিকীর কার্যক্রম শুরু হয়। এরপর উদ্বোধনী, র্যালি, কেক কাটা ও আলোচনা সভার মাধ্যমে কার্যক্রম শেষ।
এদিন সকালে সদর দপ্তর চত্বরে বেলুন ও পায়রা উড়িয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর উদ্বোধন করা হয়। অতিথিদের নিয়ে বর্ণাঢ্য আয়োজনে আরএমপি চত্বর থেকে র্যালি শুরু হয়। র্যালিটি সিএন্ডবি মোড় হয়ে নগরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে আবার আরএমপি সদর দপ্তরে এসে শেষ হয়।
র্যালি শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় আরএমপি কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ানের সভাপতিত্বে বক্তব্য রাখেন সারদা পুলিশ একাডেমির অধ্যক্ষ ব্যারিস্টার জিল্লুর রহমান, রাজশাহী বিভাগীয় কমিশনার খোন্দকার আজিম আহমেদ এনডিসি, রাজশাহী রেঞ্জ পুলিশের ডিআইজি মো. শাহজাহান, অধ্যাপক মোহাম্মদ মাঈন উদ্দিন (প্রশাসন), রাজশাহী জেলা প্রশাসক আফিয়া আখতার, র্যাব-৫ এর অধিনায়ক, রাজশাহী জেলা পুলিশ সুপার ফারজানা ইসলাম, আরএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম) নাজমুল হোসেনসহ সরকারি বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।
আলোচনা সভায় উন্মুক্ত পর্বে অতিথিরা প্রতিষ্ঠাবার্ষিকীতে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে জনবান্ধব পুলিশিং ব্যবস্থা গড়তে পুলিশকে আরো সক্রিয় সেবার মনোভাব নিয়ে কাজ করার পরামর্শ দেন। সভাপতির বক্তব্যে আরএমপি কমিশনার সবাইকে সাথে নিয়ে আরএমপি’কে আরো জনবান্ধব হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন।