চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় ১৫ জনের করোনা শনাক্ত 

বাসস
প্রকাশ: ০১ জুলাই ২০২৫, ১৮:১৫

চট্টগ্রাম, ১ জুলাই, ২০২৫ (বাসস) : চট্টগ্রামে এক দিনের ব্যবধানে আরও ১৫ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় করোনা আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়াল ১৫৮ জনে।

আজ মঙ্গলবার জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে পাঠানো প্রতিবেদনে এসব তথ্য জানা গেছে।

এ বিষয়ে সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, নগরের বিভিন্ন ল্যাবে একদিনে ১২০ জনের নমুনা সংগ্রহ করে করোনা পরীক্ষা করা হয়। পরে তাদের মধ্যে ১৫ জনের করোনা শনাক্ত হয়।
 
তিনি আরও বলেন, করোনা মোকাবিলায় জনসচেতনতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সবাইকে মাস্ক পরিধান, বার বার হাত ধোয়াসহ স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে।

আক্রান্ত ১৫ জনের মধ্যে ১৪ জনই নগরীর বাসিন্দা। চট্টগ্রামে চলতি মাসে ১৬০ জনের শরীরে করোনা শনাক্ত হয়। এর মধ্যে ১৫ জন জেলার বাসিন্দা। আক্রান্তদের মধ্যে শিশু এক, নারী ৭৮ ও পুরুষ ৮১ জন রয়েছেন।
 
চট্টগ্রামে চলতি মাসে করোনায় আক্রান্ত হয়ে সাতজনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে চারজন নারী।

চট্টগ্রামে চলতি বছর প্রথম করোনা রোগী শনাক্ত হয় গত ১০ জুন। 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
এজে মোহাম্মদ আলীর অবদান ইতিহাসের পাতায় লেখা থাকবে : প্রধান বিচারপতি
সারাদেশে পরিবেশ অধিদপ্তরের অভিযান: কারাদণ্ড, জরিমানা আদায় ও জব্দ
প্রথম আন্তর্জাতিক টার্মিনাল অপারেটরের অভিজ্ঞতা সুখকর নয় : বিডা’র নির্বাহী চেয়ারম্যান
দেশের বাইরে আওয়ামী লীগের কার্যক্রম পর্যবেক্ষণ করছে সরকার: প্রেস সচিব
নিলামে আরও ৮৩ মিলিয়ন ডলার কিনেছে বাংলাদেশ ব্যাংক
চাঁনখারপুলে ৬ হত্যা: ট্রাইব্যুনালে মামলার সূচনা বক্তব্য উপস্থাপন পিছিয়েছে
সাতক্ষীরায় আইন-শৃঙ্খলা বিষয়ক সভা 
খুলনায় অবৈধভাবে সার মজুদ করায় দুই ব্যবসায়ীকে জরিমানা 
১০০ টাকার নতুন নোট বাজারে আসছে ১২ আগস্ট
কক্সবাজারে ৯ বালুমহালের ইজারা কার্যক্রম স্থগিতের নির্দেশ হাইকোর্টের 
১০