রাঙ্গামাটি, ১ জুলাই ২০২৫ (বাসস) : জেলায় আজ রাঙ্গামটি পৌরসভার ৯টি ওয়ার্ডে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান শুরু হয়েছে।
আজ মঙ্গলবার সকাল ১০টায় শহরের বনরুপা এলাকায় পৌরসভার উদ্যোগে ৯ দিনব্যাপী (১-৯ জুলাই) ওয়ার্ডভিত্তিক বিশেষ পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন করেন রাঙ্গামাটির জেলা প্রশাসক মোহাম্মদ হাবিব উল্লাহ।
এ সময় জেলায় স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক ও রাঙ্গামাটি পৌরসভা প্রশাসক মো. মোবারক হোসেন, জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট মামুনুর রশীদ মামুন, জেলা জামায়াতের সাধারণ সম্পাদক মনসুরুল হক প্রমুখ উপস্থিত ছিলেন।
উদ্বোধনী অনুষ্ঠান শেষে শহরের বনরুপা থেকে জেলা প্রশাসক কার্যালয় পর্যন্ত একটি জনসচেতনতামূলক র্যালি অনুষ্ঠিত হয়।
পরে পৌরসভার পরিচ্ছন্ন কর্মীরা শহরের পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করেন।