টাঙ্গাইল, ১ জুলাই ২০২৫ (বাসস): জেলায় আজ জুলাই গণঅভ্যুত্থানের সকল বীর শহীদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়েছে গণসংহতি আন্দোলন ও বাংলাদেশ ছাত্র ফেডারেশন জেলা।
আজ মঙ্গলবার বেলা ১১ টা টাঙ্গাইল কেন্দ্রীয় শহীদ মিনারে জুলাই গণঅভ্যুত্থানের সকল শহীদদের প্রতি পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়।
এ সময় জেলা ছাত্র ফেডারেশনের দপ্তর সম্পাদক প্রেমা সরকার, পৌর কমিটির আহবায়ক আদিবা হুমায়রা ও সদস্য সচিব মুনঈম ইসলাম, জেলা সদস্য শিশির প্রমুখ উপস্থিত ছিলেন।
শ্রদ্ধা নিবেদন শেষে গণসংহতি আন্দোলনের জেলা সংগঠক তুষার আহমেদ বলেন, জুলাই অভ্যুত্থানের মধ্য দিয়ে যে নতুন বাংলাদেশের যাত্রা শুরু হয়েছে, সেটি সম্ভব হয়েছে শহীদদের আত্মত্যাগের কারণে। এখন আমাদের কর্তব্য হলো—যে আকাঙ্ক্ষা থেকে এ আন্দোলন ও আত্মদান, অর্থাৎ একটি বৈষম্যহীন ও ন্যায়ভিত্তিক বাংলাদেশ প্রতিষ্ঠার স্বপ্ন বাস্তবায়ন করা। সেটিই হবে শহীদদের প্রতি প্রকৃত শ্রদ্ধা ও মর্যাদা।