জুলাই বিপ্লবের শহীদেরা দেশ ও জাতিকে মুক্তির পথ দেখিয়েছে : ধর্ম উপদেষ্টা

বাসস
প্রকাশ: ০১ জুলাই ২০২৫, ১৯:৫৭
ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন। ফাইল ছবি

ঢাকা, ১ জুলাই, ২০২৫ (বাসস) : জুলাই বিপ্লবের শহীদেরা দেশ ও জাতিকে মুক্তির পথ দেখিয়েছে বলে মন্তব্য করেছেন ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন।

আজ মঙ্গলবার দুপুরে রাজধানীর যাত্রাবাড়ীর উত্তর কুতুবখালী কেন্দ্রীয় জামে মসজিদে জুলাই শহীদদের স্মরণে আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ মন্তব্য করেন। ধর্ম বিষয়ক মন্ত্রণালয় এ অনুষ্ঠানের আয়োজন করে।

জুলাই বিপ্লবের শহীদদেরকে স্মরণ করে ধর্ম উপদেষ্টা বলেন, এ বিপ্লবে যারা শাহাদাত বরণ করেছেন ও আহত হয়েছেন তারা এ জাতির সূর্যসন্তান। জাতিকে তারা অন্ধকার থেকে আলোর পথের দিশা দিয়েছেন। তাদেরকে জাতি আজীবন কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করবে।

ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের নানা পদক্ষেপের কথা তুলে ধরে ড. খালিদ বলেন, আমার মন্ত্রণালয়ের কর্মকর্তাদেরকে বলেছি কে কোন দল করে সেটা বিবেচ্য বিষয় নয়। আমি দেখবো পেশাদারিত্ব। সব কার্যক্রম আইন ও বিধিবিধানের আলোকে নিষ্পত্তি করতে হবে। কোনভাবেই বিধিবিধানের বাইরে যাওয়া যাবে না।
 
উত্তর কুতুবখালী কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মুফতি ছাকিবুল ইসলামের সভাপতিত্বে এ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে নিজামুদ্দীন, শাহরিয়ার, মুফতি আব্দুল ওয়াদুদ ও মুফতি মাহফুজ আনাম প্রমুখ বক্তৃতা করেন।
 
পরে উপদেষ্টা জুলাই গণঅভ্যুত্থানে শাহাদাত বরণকারী ছাত্র-জনতার রূহের মাগফিরাত (আত্মার শান্তি) এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করে মোনাজাত করেন। এতে জুলাই বিপ্লবে শহীদ ও আতহদের পরিবারের সদস্য, উলামা-ত্বোলাবা ও সাধারণ ছাত্র-জনতা উপস্থিত ছিলেন। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
এ জে মোহাম্মদ আলীর অবদান ইতিহাসের পাতায় লেখা থাকবে : প্রধান বিচারপতি
সারাদেশে পরিবেশ অধিদপ্তরের অভিযান: কারাদণ্ড, জরিমানা আদায় ও জব্দ
প্রথম আন্তর্জাতিক টার্মিনাল অপারেটরের অভিজ্ঞতা সুখকর নয় : বিডা’র নির্বাহী চেয়ারম্যান
দেশের বাইরে আওয়ামী লীগের কার্যক্রম পর্যবেক্ষণ করছে সরকার: প্রেস সচিব
নিলামে আরও ৮৩ মিলিয়ন ডলার কিনেছে বাংলাদেশ ব্যাংক
চাঁনখারপুলে ৬ হত্যা: ট্রাইব্যুনালে মামলার সূচনা বক্তব্য উপস্থাপন পিছিয়েছে
সাতক্ষীরায় আইন-শৃঙ্খলা বিষয়ক সভা 
খুলনায় অবৈধভাবে সার মজুদ করায় দুই ব্যবসায়ীকে জরিমানা 
১০০ টাকার নতুন নোট বাজারে আসছে ১২ আগস্ট
কক্সবাজারে ৯ বালুমহালের ইজারা কার্যক্রম স্থগিতের নির্দেশ হাইকোর্টের 
১০