ভারতে প্রবেশের চেষ্টায় ঝিনাইদহে পাঁচ বাংলাদেশি আটক

বাসস
প্রকাশ: ০১ জুলাই ২০২৫, ২০:১৬

ঝিনাইদহ, ১ জুলাই, ২০২৫ (বাসস) : অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টাকালে ঝিনাইদহের মহেশপুর সীমান্তে পাঁচ বাংলাদেশিকে আটক করেছে বিজিবি। এছাড়া পৃথক মাদক বিরোধী অভিযানে ভারতীয় ১০১ বোতল মদ উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার বিকেল সাড়ে ৬টার দিকে মহেশপুর ৫৮ বিজিবি ব্যাটালিয়নের সহকারী পরিচালক ও ভারপ্রাপ্ত কোয়ার্টার মাস্টার মুন্সী ইমদাদুর রহমানের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

আটককৃতরা হলেন- যশোর সদর উপজেলার দহিতলা গ্রামের বদিয়ার রহমানের ছেলে মোস্তফা হোসেন (২৪), মনিরামপুর উপজেলার পাঁচকাটিয়া গ্রামের অধীর কুমার মন্ডলের ছেলে কাসমীর মন্ডল (৪০), ঝিনাইদহের মহেশপুর উপজেলার শ্যামকুড় গ্রামের আব্দুল হাকিম (৩৯), একই গ্রামের আখের আলী গাজী (৪৩) ও ফরিদপুর সদর উপজেলার গোয়ালচামট গ্রামের বাবুল মন্ডলের ছেলে চন্দন মন্ডল (২২)।

বিজিবি জানিয়েছে, আটককৃতরা মহেশপুর উপজেলার বাঘাডাঙ্গা ও শ্রীনাথপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টা করেছিলেন। 

পরে তারা বিজিবি’র হাতে আটক হন। আটককৃতদের মহেশপুর থানায় সোপর্দ করা হয়েছে।

এছাড়া মহেশপুর ৫৮ বিজিবি’র অধীন নিমতলা ও গয়েশপুর বিওপি’র পৃথক মাদক বিরোধী অভিযানে মোট ১০১ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়।

মহেশপুর থানার ওসি সাইফুল ইসলাম বলেন, আটক ৫ বাংলাদেশিকে পাসপোর্ট আইনের মামলায় গ্রেফতার দেখানো হবে। মামলার প্রক্রিয়া শেষে আসামীদের আদালতে সোপর্দ করা হবে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
মসিকের সড়ক বাতি  প্রকল্পের অর্থ-আত্মসাতের অভিযোগে দুদকের অভিযান
জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে চাঁদপুর শহর জামায়াতের আলোচনা ও দোয়া মাহফিল
জুলাই বিপ্লবে শহীদ ও আহতদের স্মরণে রাজশাহী মহানগর জামায়াতের দোয়া মাহফিল
করোনা সংক্রমণ প্রতিরোধে সিলেট সিটি কর্পোরেশনে প্রস্তুতি সভা অনুষ্ঠিত
ঢাবির কার্জন হলে ডে-কেয়ার, নামাজরুম সংস্কারসহ ৯ দফা দাবি ছাত্রীসংস্থার
চট্টগ্রাম নার্সিং কলেজে হিজাব পরিধানকারী ছাত্রীদের পরিচয় শনাক্তে বিশেষ ব্যবস্থা
চিন্ময়সহ ৩৮ জনের বিরুদ্ধে চট্টগ্রামে আইনজীবী আলিফ হত্যার অভিযোগপত্র
রাজধানীর মগবাজারে হোটেলে তিনজনের মৃত্যুতে মামলা, কেয়ারটেকার গ্রেফতার
জাতীয় স্বার্থে রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐকমত্য জরুরি : তারেক রহমান
ডাকসু নির্বাচনের রিটার্নিং কর্মকর্তাদের সঙ্গে সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনগুলোর বৈঠক
১০