টাঙ্গাইলে দুইটি অবৈধ সীসা কারখানা ধ্বংস 

বাসস
প্রকাশ: ০১ জুলাই ২০২৫, ২০:৫৩
দুইটি অবৈধ সীসা কারখানা ধ্বংস । ছবি : বাসস

টাঙ্গাইল, ১ জুলাই ২০২৫ (বাসস): জেলার ঘাটাইল উপজেলায় আজ দুইটি অবৈধ সীসা তৈরির কারখানা গুঁড়িয়ে দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

আজ মঙ্গলবার বিকেলে ঘাটাইল উপজেলার সাগরদিঘী ইউনিয়নের কামালপুর নামক স্থানে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবু সাঈদের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালতের অভিযানকালে দুইটি অবৈধ সীসা তৈরির কারখানা গুঁড়িয়ে দেয়া হয়। 

ভ্রাম্যমাণ আদালতের অভিযানকালে জেলায় পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক সঞ্জীব কুমার ঘোষ ও পরিদর্শক বিপ্লব কুমার সূত্রধর সহায়তা করেন। 

এ সময় বন বিভাগ ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও ঘাটাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবু সাঈদ বলেন, উপজেলার সাগরদীঘি ইউনিয়নের কামালপুর পাহাড়ি এলাকার গজারি বনের ভেতর কারখানা স্থাপন করে একটি চক্র পুরনো ব্যাটারি আগুনে পুড়িয়ে সীসা তৈরি ও বিক্রি করে আসছিল, যা পরিবেশের জন্য মারাত্মক ক্ষতিকর। এলাকাবাসী বিষয়টি স্থানীয় প্রশাসনকে জানালে মঙ্গলবার বিকেলে টাঙ্গাইল জেলা প্রশাসকের নির্দেশে সেখানে অভিযান চালানো হয়। অভিযানকালে এ সময় দু’টি সীসা কারখানা এস্কেভেটর (ভেকু) দিয়ে গুঁড়িয়ে দেওয়া হয়।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
নির্বাচনও লাগবে আবার বিচার ও সংস্কারও লাগবে : হাসনাত আবদুল্লাহ
গুম প্রতিরোধ দিবসে ছাত্র শিবিরের আলোচনা সভা ও দোয়া মাহফিল
মিয়ানমারে পাচারকালে আলু ও শীতল পাটি জব্দ করেছে কোস্ট গার্ড
ভিপি নূরের শয্যাপাশে ডা. তাহেরসহ জামায়াত নেতৃবৃন্দ
ম্যানিলায় বাংলাদেশ দূতাবাসে ই-পাসপোর্ট কার্যক্রম উদ্বোধন
দেশের প্রতিটি আন্দোলনে শিক্ষকদের অবদান অনস্বীকার্য : সেমিনারে বক্তারা
সিলেটে আরও ৫০ হাজার ঘনফুট পাথর জব্দ
জুলাই গণ-অভ্যুত্থানের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র চলছে : আহমদ আবদুল কাদের
ডিএমপি কমিশনারের কার্যালয়ে হামলার ভিডিওটি গুজব
ডেঙ্গুতে আজ ৩৬৭ জন আক্রান্ত
১০