সরকারি অনুদান পাচ্ছে ৩২টি চলচ্চিত্র, বরাদ্দ ৯ কোটি টাকা

বাসস
প্রকাশ: ০২ জুলাই ২০২৫, ১০:৫৫ আপডেট: : ০২ জুলাই ২০২৫, ১৫:২২

ঢাকা, ২ জুলাই, ২০২৫ (বাসস): চলচ্চিত্র নির্মাণের জন্য ৩২টি চলচ্চিত্রে মোট ৯ কোটি টাকা অনুদান দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়।

মঙ্গলবার মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, অনুদানপ্রাপ্ত ৩২টি চলচ্চিত্রের মধ্যে ১২টি পূর্ণদৈর্ঘ্য এবং ২০টি স্বল্পদৈর্ঘ্য। 

প্রতিটি পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রের জন্য ৭৫ লাখ এবং প্রতিটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রের জন্য ২০ লাখ টাকা অনুদান নির্ধারণ করা হয়েছে।

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মোছা. শারমিন আখতার স্বাক্ষরিত দুটি প্রজ্ঞাপনে এসব তথ্য জানানো হয়েছে।

অনুদানপ্রাপ্ত পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রগুলো হলো, রবিনহুডের আশ্চর্য অভিযান, মায়ের ডাক, জুলাই, রূহের কাফেলা, পরোটার স্বাদ, খোঁয়ারি, জীবন অপেরা, জলযুদ্ধ, কবির মুখ দ্যা টাইম কিপার, কফিনের ডানা, নওয়াব ফুজুন্নেসা ও জুঁই।

অনুদানপ্রাপ্ত স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রগুলো হলো, মন্দ-ভালো, ফেলানী, ঝুঁকির মাত্রা, জীবনের গান, হু হ্যাজ মেইড আস ফ্লাই, ভরা বাদর, ১২৩০, বৃন্দারাণীর আঙুল, একটি সিনেমার জন্য, দাফন, সাঁতার, মাংস কম, গগন, অতিথি, বোবা, অদ্বৈত, আশার আলো, গর্জনপুরের বাঘা, হোয়ার দ্য ওয়াটার স্লিপস এবং অপসময়।

বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, প্রজ্ঞাপনে উল্লিখিত শর্তসাপেক্ষে চলচ্চিত্র নির্মাণের জন্য এই অনুদান দেওয়া হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
বান্দরবানে বিএনপি’র পথসভা 
পঞ্চগড়ে চা চাষীদের সম্মেলন
নির্বাচন শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হবে : স্বরাষ্ট্র উপদেষ্টা
কমনওয়েলথ দাবা চ্যাম্পিয়নশিপের অষ্টম রাউন্ড শেষে তৃতীয় স্থানে মুগ্ধ
লিওনাইস ৩য় গ্র্যান্ড মাস্টার্স দাবা প্রতিযোগিতা শুরু
শেখ হাসিনা ছিলেন বিশ্বের নিষ্ঠুরতম স্বৈরশাসক : হাফিজ
ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে থানায় বিস্ফোরণে নিহত ৯
চীনা বিনিয়োগ কাজে লাগিয়ে বৈশ্বিক রপ্তানি কেন্দ্র হওয়ার বিশাল সম্ভাবনা রয়েছে বাংলাদেশের
নির্বাচন ব্যাহত করতে গুপ্ত শক্তির অপচেষ্টা চলছে : এ্যানি
রবিউলের তোপে প্রথম দিন অলআউট বরিশাল
১০