সরকারি অনুদান পাচ্ছে ৩২টি চলচ্চিত্র, বরাদ্দ ৯ কোটি টাকা

বাসস
প্রকাশ: ০২ জুলাই ২০২৫, ১০:৫৫ আপডেট: : ০২ জুলাই ২০২৫, ১৫:২২

ঢাকা, ২ জুলাই, ২০২৫ (বাসস): চলচ্চিত্র নির্মাণের জন্য ৩২টি চলচ্চিত্রে মোট ৯ কোটি টাকা অনুদান দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়।

মঙ্গলবার মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, অনুদানপ্রাপ্ত ৩২টি চলচ্চিত্রের মধ্যে ১২টি পূর্ণদৈর্ঘ্য এবং ২০টি স্বল্পদৈর্ঘ্য। 

প্রতিটি পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রের জন্য ৭৫ লাখ এবং প্রতিটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রের জন্য ২০ লাখ টাকা অনুদান নির্ধারণ করা হয়েছে।

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মোছা. শারমিন আখতার স্বাক্ষরিত দুটি প্রজ্ঞাপনে এসব তথ্য জানানো হয়েছে।

অনুদানপ্রাপ্ত পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রগুলো হলো, রবিনহুডের আশ্চর্য অভিযান, মায়ের ডাক, জুলাই, রূহের কাফেলা, পরোটার স্বাদ, খোঁয়ারি, জীবন অপেরা, জলযুদ্ধ, কবির মুখ দ্যা টাইম কিপার, কফিনের ডানা, নওয়াব ফুজুন্নেসা ও জুঁই।

অনুদানপ্রাপ্ত স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রগুলো হলো, মন্দ-ভালো, ফেলানী, ঝুঁকির মাত্রা, জীবনের গান, হু হ্যাজ মেইড আস ফ্লাই, ভরা বাদর, ১২৩০, বৃন্দারাণীর আঙুল, একটি সিনেমার জন্য, দাফন, সাঁতার, মাংস কম, গগন, অতিথি, বোবা, অদ্বৈত, আশার আলো, গর্জনপুরের বাঘা, হোয়ার দ্য ওয়াটার স্লিপস এবং অপসময়।

বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, প্রজ্ঞাপনে উল্লিখিত শর্তসাপেক্ষে চলচ্চিত্র নির্মাণের জন্য এই অনুদান দেওয়া হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
রাজধানীর কালশীতে আগুন
জাতীয় সংসদ নির্বাচনে ৩১ দফা বাস্তবায়নে মোংলায় বিএনপির সমাবেশ
তারেক রহমান শিগগিরই দেশে ফিরে বিএনপির নেতৃত্ব দেবেন : ড. এনামুল হক চৌধুরী
৮ম ড্যাফোডিল ক্যাপ্টেন’স কাপ গলফ্ টুর্নামেন্ট-২০২৫ অনুষ্ঠিত
রাজধানীতে বিভিন্ন অপরাধে জড়িত ২৭ জন গ্রেফতার
রাঙ্গুনিয়ায় একই পুুকুরে ডুবে তিন শিশুর মর্মান্তিক মৃত্যু
ঐতিহ্য ও পর্যটনের এক অনন্য মেলবন্ধন প্যাডেল স্টিমার ‘পি এস মাহসুদ’: নৌপরিবহন উপদেষ্টা
শান্তি ও সহযোগিতার বিশ্ব গড়তে জাতিসংঘকে সময়ের সঙ্গে তাল মিলিয়ে চলতে হবে : অধ্যাপক ইউনূস
মিথ্যা আশ্বাস দিয়ে ভোট চাওয়ার রাজনীতি বিএনপি করে না : মির্জা আব্বাস
লিবিয়ায় অভিবাসীরা নির্যাতন ও অপহরণের শিকার হচ্ছেন : আইওএম প্রধান
১০