হলি আর্টিজানের ঘটনা সম্পর্কে ডিএমপি কমিশনারের বক্তব্য ভিন্নভাবে উপস্থাপন

বাসস
প্রকাশ: ০২ জুলাই ২০২৫, ১৮:২২
ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী। ফাইল ছবি

ঢাকা, ২ জুলাই, ২০২৫ (বাসস) : রাজধানীর গুলশানে ২০১৬ সালের ১ জুলাই হলি আর্টিজান রেস্টুরেন্টে সন্ত্রাসী হামলার ঘটনায় ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনারকে উদ্ধৃত করে বিভিন্ন জাতীয় দৈনিক ও অনলাইন নিউজ পোর্টালে গতকাল ১ জুলাই (মঙ্গলবার) প্রকাশিত সংবাদটি ঢাকা মেট্রোপলিটন পুলিশের দৃষ্টি আকর্ষিত হয়। 

ঢাকা মেট্রোপলিটন পুলিশ মিডিয়া ও পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ বুধবার জানানো হয় উক্ত সন্ত্রাসী হামলা এবং এর ফলে জানমালের ক্ষয়ক্ষতি নিঃসন্দেহে খুবই বেদনাদায়ক ও মর্মান্তিক। 

এতে আরও বলা হয়, ঢাকা মেট্রোপলিটন পুলিশ উক্ত ঘটনায় নিহত দেশি-বিদেশি সকলের আত্মার শান্তি কামনা ও তাদের শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছে। উক্ত ঘটনার নবম বর্ষপূর্তি নিয়ে বিভিন্ন জাতীয় দৈনিক ও অনলাইন নিউজ পোর্টালে ডিএমপি কমিশনারের খণ্ডিত বক্তব্য উপস্থাপন করা হয়েছে। 

প্রকৃতপক্ষে ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার তার বক্তব্যে দেশের বর্তমান পরিস্থিতির নিরিখে পুলিশের চ্যালেঞ্জসমূহ ও পূর্বাপর সরকারের সময়ে কিছু অনিয়মের কথা তুলে ধরেছেন। তথাপি, অনেকে বিষয়টি খণ্ডিতভাবে উপস্থাপন করেছেন, যা অনাকাঙ্ক্ষিত ও অনভিপ্রেত।

উল্লেখ্য, হলি আর্টিজানের ঘটনাটি একটি সন্ত্রাসী হামলা ছিলো এবং যথাযথ তদন্তের মাধ্যমে ঘটনার সাথে জড়িতদের ইতোমধ্যে আইনের আওতায় নিয়ে আসা হয়েছে। 

এছাড়া, ভবিষ্যতে এ রকম ঘটনার পুনরাবৃত্তি এড়াতে ঢাকা মেট্রোপলিটন পুলিশ তৎপর রয়েছে।

ঢাকা মেট্রোপলিটন পুলিশ বিশ্বাস করে, বর্ণিত বিষয়ে অহেতুক ভুল বুঝাবুঝির কোন অবকাশ নেই।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
গাজা যুদ্ধে ২১ হাজার শিশু প্রতিবন্ধী : জাতিসংঘ কমিটি
ট্রাম্প ‘যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়গুলোকে ধ্বংস করছেন’: হার্ভার্ডের সাবেক সভাপতি
চট্টগ্রামের সীতাকুণ্ডে সাপের ছোবলে শিক্ষিকার মৃত্যু
উপদেষ্টা পরিষদের সভায় ৩ নীতিমালার খসড়া অনুমোদন
চট্টগ্রামে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা কাইয়ুম গ্রেফতার
ট্র্যাইব্যুনালে রাজসাক্ষী সাবেক আইজিপি মামুনের জেরা চলছে
হুথিদের ওপর বাইবেলের আজাব চাপিয়ে দেওয়ার প্রতিশ্রুতি ইসরাইলের
পরিবেশ উপদেষ্টার মন্তব্য বিকৃত করে নকল ফটোকার্ড শনাক্ত করেছে বাংলাফ্যাক্ট
দুদকের মামলায় খালাস পেলেন বিএনপি নেতা টুকু, মীর নাসির ও মীর হেলাল
যশোরে দুইটি স্বর্ণের বারসহ একজনকে আটক
১০