হলি আর্টিজানের ঘটনা সম্পর্কে ডিএমপি কমিশনারের বক্তব্য ভিন্নভাবে উপস্থাপন

বাসস
প্রকাশ: ০২ জুলাই ২০২৫, ১৮:২২
ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী। ফাইল ছবি

ঢাকা, ২ জুলাই, ২০২৫ (বাসস) : রাজধানীর গুলশানে ২০১৬ সালের ১ জুলাই হলি আর্টিজান রেস্টুরেন্টে সন্ত্রাসী হামলার ঘটনায় ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনারকে উদ্ধৃত করে বিভিন্ন জাতীয় দৈনিক ও অনলাইন নিউজ পোর্টালে গতকাল ১ জুলাই (মঙ্গলবার) প্রকাশিত সংবাদটি ঢাকা মেট্রোপলিটন পুলিশের দৃষ্টি আকর্ষিত হয়। 

ঢাকা মেট্রোপলিটন পুলিশ মিডিয়া ও পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ বুধবার জানানো হয় উক্ত সন্ত্রাসী হামলা এবং এর ফলে জানমালের ক্ষয়ক্ষতি নিঃসন্দেহে খুবই বেদনাদায়ক ও মর্মান্তিক। 

এতে আরও বলা হয়, ঢাকা মেট্রোপলিটন পুলিশ উক্ত ঘটনায় নিহত দেশি-বিদেশি সকলের আত্মার শান্তি কামনা ও তাদের শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছে। উক্ত ঘটনার নবম বর্ষপূর্তি নিয়ে বিভিন্ন জাতীয় দৈনিক ও অনলাইন নিউজ পোর্টালে ডিএমপি কমিশনারের খণ্ডিত বক্তব্য উপস্থাপন করা হয়েছে। 

প্রকৃতপক্ষে ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার তার বক্তব্যে দেশের বর্তমান পরিস্থিতির নিরিখে পুলিশের চ্যালেঞ্জসমূহ ও পূর্বাপর সরকারের সময়ে কিছু অনিয়মের কথা তুলে ধরেছেন। তথাপি, অনেকে বিষয়টি খণ্ডিতভাবে উপস্থাপন করেছেন, যা অনাকাঙ্ক্ষিত ও অনভিপ্রেত।

উল্লেখ্য, হলি আর্টিজানের ঘটনাটি একটি সন্ত্রাসী হামলা ছিলো এবং যথাযথ তদন্তের মাধ্যমে ঘটনার সাথে জড়িতদের ইতোমধ্যে আইনের আওতায় নিয়ে আসা হয়েছে। 

এছাড়া, ভবিষ্যতে এ রকম ঘটনার পুনরাবৃত্তি এড়াতে ঢাকা মেট্রোপলিটন পুলিশ তৎপর রয়েছে।

ঢাকা মেট্রোপলিটন পুলিশ বিশ্বাস করে, বর্ণিত বিষয়ে অহেতুক ভুল বুঝাবুঝির কোন অবকাশ নেই।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
বান্দরবানে বিএনপি’র পথসভা 
পঞ্চগড়ে চা চাষীদের সম্মেলন
নির্বাচন শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হবে : স্বরাষ্ট্র উপদেষ্টা
কমনওয়েলথ দাবা চ্যাম্পিয়নশিপের অষ্টম রাউন্ড শেষে তৃতীয় স্থানে মুগ্ধ
লিওনাইস ৩য় গ্র্যান্ড মাস্টার্স দাবা প্রতিযোগিতা শুরু
শেখ হাসিনা ছিলেন বিশ্বের নিষ্ঠুরতম স্বৈরশাসক : হাফিজ
ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে থানায় বিস্ফোরণে নিহত ৯
চীনা বিনিয়োগ কাজে লাগিয়ে বৈশ্বিক রপ্তানি কেন্দ্র হওয়ার বিশাল সম্ভাবনা রয়েছে বাংলাদেশের
নির্বাচন ব্যাহত করতে গুপ্ত শক্তির অপচেষ্টা চলছে : এ্যানি
রবিউলের তোপে প্রথম দিন অলআউট বরিশাল
১০