জনগণের সঙ্গে থাকুন, জনগণকে পাশে রাখুন : তারেক রহমান

বাসস
প্রকাশ: ০২ জুলাই ২০২৫, ১৯:১২ আপডেট: : ০২ জুলাই ২০২৫, ২১:০০
বুধবার পটুয়াখালী জেলা বিএনপির সম্মেলনে ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য দেন তারেক রহমান। ছবি : বাসস

ঢাকা, ২ জুলাই, ২০২৫ ( বাসস) : বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দলের নেতা কর্মীদের দেশের উদ্দেশ্যে বলেছেন, সাড়ে ১২ কোটি ভোটারের কাছে যান, জনগণের সঙ্গে থাকুন, জনগণকে পাশে রাখুন।

আজ বুধবার পটুয়াখালী জেলা বিএনপির সম্মেলনে ভার্চুয়ালি যুক্ত হয়ে এ কথা বলেন তারেক রহমান। এ সময় তিনি খুব শিগগিরই দেশে ফেরার আশা প্রকাশ করেন।

তারেক রহমান বলেন, ‘দেশ ও গণতন্ত্রের স্বার্থে দেশের বড় রাজনৈতিক দল হিসেবে বিএনপি’র স্যাক্রিফাইসটা অনেক বেশি। গণতন্ত্র যখনই হুমকির মুখে পড়েছে, তখনই বিএনপি রাজপথে নেমেছে। বিএনপির সব ক্ষমতার উৎস জনগণ। দল হিসেবে আমাদের নীতি ও আদর্শ নিয়ে জনগণের কাছে যেতে হবে। দেশের সাড়ে ১২ কোটি ভোটারের কাছে যেতে হবে। দেশের মানুষের প্রত্যাশার সাথে সামঞ্জস্য রেখে বিএনপি’র নেতা কর্মীদের চলতে হবে। তাই সবাইকে বলব, সর্বাত্মকভাবে জনগণের সঙ্গে থাকুন, জনগণকে পাশে রাখুন।’

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, ‘দেশের গণতান্ত্রিক ভিত্তি যদি শক্ত করতে হয়, তবে বিএনপিকেই অগ্রণী ভূমিকা পালন করতে হবে। মতপার্থক্য থাকলেও সহনশীলতা থাকতে হবে। ভিন্নমতকে সহনশীলতা ও সম্মান দেখিয়ে আলোচনার মাধ্যমে সমাধানে পৌঁছাতে হবে।’ 

রাজনৈতিক সংস্কারের প্রস্তাব বিএনপি আগেই দিয়েছে উল্লেখ করে তারেক রহমান বলেন, ‘সংস্কার প্রস্তাব বিএনপি অনেক আগে দেয়ার পরও অন্তর্বর্তী সরকারের ঐকমত্য কমিশনেও অনেক ছাড় দিয়েছে বিএনপি। অনেক বিষয়ে একমত না হলেও দেশ ও গণতন্ত্রের স্বার্থে ছাড় দিয়েছে বিএনপি। যেন সবাই নির্বাচনের দিকে এগিয়ে যায়।’

বিএনপি’র গণতান্ত্রিক চর্চার প্রসঙ্গ টেনে তারেক রহমান বলেন, ‘গণতন্ত্রের চর্চা আমরা শুধু রাষ্ট্রে নয়, দলের মধ্যেও বজায় রাখতে চাই। গণতন্ত্রে বিশ্বাসী বলেই আমরা ভিন্নমতকে গুরুত্ব দিই, সবার কথা শুনি এবং সমাধানের চেষ্টা করি।’

‘মানুষের প্রত্যাশা পূরণ করতে পারেনি বলেই আওয়ামী লীগের আজকে এই পরিণতি’ উল্লেখ করে তারেক রহমান বলেন, বিএনপির মূল দায়িত্ব মানুষের প্রত্যাশা পূরণ করা। দলের ভেতরে কোনো একজনের অপকর্ম পুরো দলকে ভোগাবে এমনটা হতে দেয়া যাবে না। তাই সাবধানে পথ চলতে হবে। এমন কিছু যেন আমরা না করি, যাতে মানুষ বিএনপির ওপর বিরক্ত হয়।

তিনি বলেন, বিএনপি গণতন্ত্রে বিশ্বাস করে, আগামীতে সাড়ে ১২ কোটি ভোটার যেন ব্যালটের মাধ্যমে নিজেদের প্রতিনিধি নির্বাচন করতে পারে সেটি চায় বিএনপি। এখানে যেন কেউ ষড়যন্ত্র করতে না পারে সেজন্য সজাগ থাকতে হবে, ভোটের অধিকার নিয়ে কেউ যেনো ষড়যন্ত্র করতে না পারে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
কৃষক লীগের সম্পাদক মন্ডলীর সদস্য গ্রেফতার
পিরোজপুরে সাবেক সাব-রেজিস্ট্রার ও তার স্ত্রীর বিরুদ্ধে  দুদকের মামলা
সেবা প্রদানে হয়রানি ও অনিয়মের অভিযোগে দেশের বিভিন্ন স্থানে দুদকের অভিযান
নির্বাচন পর্যবেক্ষণ করতে ৩৩১ দেশি সংস্থার আবেদন
দেশব্যাপী বিভ্রাটের পর ইরাকে বিদ্যুৎ সরবরাহ চালু
ডাকসুর সাবেক ভিপি অধ্যাপক মহফুজা খানম আর নেই
পিতার জবানবন্দি : একমাত্র পুত্রকে হারিয়ে পাগলের মতো জীবন যাপন করছি
পি আর পদ্ধতিতে নির্বাচন হলে জবাবদিহিতামূলক সরকার প্রতিষ্ঠিত হবে : চরমোনাইর পীর 
জনগণের রায় নিয়ে সরকার গঠন করলে মিলে-মিশে দেশ পরিচালনা করবে বিএনপি : তারেক রহমান 
প্রবাসী ভোটার নিবন্ধন কার্যক্রম উদ্বোধন করতে কানাডা যাচ্ছেন সিইসি
১০