বাংলাদেশের ফুটবল উন্নয়নে রয়্যাল মরোক্কান ফুটবল ফেডারেশনের সহযোগিতার প্রস্তাব

বাসস
প্রকাশ: ০২ জুলাই ২০২৫, ২০:৪২ আপডেট: : ০২ জুলাই ২০২৫, ২০:৪৪
ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ আজ মরক্কোর রাজধানী রাবাতের রয়্যাল মরোক্কান ফুটবল ফেডারেশন পরিদর্শন করেন। ছবি: আসিফ মাহমুদের ফেসবুক পেইজ

ঢাকা, ২ জুলাই, ২০২৫ (বাসস): যুব ও ক্রীড়া এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া আজ মরক্কোর রাজধানী রাবাতের রয়্যাল মরোক্কান ফুটবল ফেডারেশন পরিদর্শন করেছেন।

এসময় মরক্কো ফুটবল ফেডারেশনের সেক্রেটারি জেনারেল তারিক নাজেম এবং ডিরেক্টর হাসান খারবোশ উপদেষ্টাকে স্বাগত জানান এবং ফেডারেশনের কার্যক্রম সম্পর্কে অবহিত করেন।

আজ ঢাকায় প্রাপ্ত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।

পরিদর্শনকালে উপদেষ্টাকে ফেডারেশনের ফুটবল কমপ্লেক্সের বিভিন্ন অবকাঠামো, প্রশিক্ষণ মাঠ, আধুনিক মেডিকেল ও রিহ্যাবিলিটেশন সেন্টার, ফিটনেস ইউনিটসহ অন্যান্য ক্রীড়া সুবিধাসমূহ ঘুরিয়ে দেখানো হয়। 

এ সময় কর্মকর্তারা মরক্কোর ফুটবলের কাঠামো, খেলোয়াড় উন্নয়ন এবং ব্যবস্থাপনা বিষয়ে বিস্তারিত তুলে ধরেন।

আলোচনাকালে মরক্কো ফেডারেশনের পক্ষ থেকে বাংলাদেশের ফুটবলের উন্নয়নে প্রশিক্ষণ ও কারিগরি সহায়তাসহ সার্বিক সহযোগিতার প্রস্তাব দেওয়া হয়।

ফেডারেশনের আন্তরিক আতিথেয়তার জন্য ধন্যবাদ জানিয়ে উপদেষ্টা মরক্কোর জাতীয় দলের সাম্প্রতিক অর্জন, বিশেষ করে সর্বশেষ ফিফা বিশ্বকাপে অসাধারণ পারফরম্যান্সের জন্য অভিনন্দন জানান। 

তিনি উল্লেখ করেন, বাংলাদেশে মরক্কো জাতীয় দলের বিপুলসংখ্যক অনুরাগী রয়েছে। এই প্রেক্ষাপটে তিনি দুই দেশের মধ্যে একটি প্রীতি ফুটবল ম্যাচ আয়োজনের প্রস্তাব করেন, যা ক্রীড়াক্ষেত্রে দুই দেশের পারস্পরিক বন্ধুত্ব ও সহযোগিতা জোরদারে ভূমিকা রাখবে।

এছাড়াও, আন্তর্জাতিক মানের একটি ফুটবল ইকোসিস্টেম গড়ে তুলতে মরক্কোর পরামর্শ, দৃষ্টিভঙ্গি ও অভিজ্ঞতা বিনিময়ের উপরও গুরুত্বারোপ করেন উপদেষ্টা। 

উভয় পক্ষেরই প্রত্যাশা এই পরিদর্শনের মাধ্যমে বাংলাদেশ ও মরক্কোর মধ্যে ফুটবল উন্নয়ন ও ক্রীড়াবিষয়ক সহযোগিতার একটি কার্যকর ও টেকসই ভিত্তি গড়ে উঠবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
দলমত নির্বিশেষে আমরা ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে ঐক্যবদ্ধ : নাহিদ ইসলাম
জুলাই গণ-অভ্যুত্থান স্মরণে তরুণদের অংশগ্রহণে আইডিয়া প্রতিযোগিতা
অপারেশন ঈগল হান্ট মামলায় সাবেক এসপি আসাদ দুই দিনের রিমান্ডে
সাবেক গণশিক্ষা প্রতিমন্ত্রীর এপিএস রাশেদ গ্রেফতার
ট্রাম্পের বিতর্কিত ট্যাক্স বিল পাসে চূড়ান্ত ভোটাভুটি হতে যাচ্ছে
আইজিপির সাথে ইউনেস্কো প্রতিনিধির সাক্ষাৎ
ঢাকায় জাতিসংঘ মানবাধিকার অফিস স্থাপনের আলোচনা চলছে : তৌহিদ
জোতার মৃত্যুতে রোনালদো-নাদালের শোক
ঢাবিতে আন্তঃহল সাঁতার ও ওয়াটারপোলো প্রতিযোগিতা শুরু
‘এটা কোনো জীবন নয়’: গাজা সিটিতে স্কুল-আশ্রয়ে ইসরাইলি হামলা
১০