উন্নয়ন মানে কেবল ঢাকার উন্নয়ন নয়, প্রান্তিক মানুষের উন্নয়ন : নাহিদ ইসলাম

বাসস
প্রকাশ: ০২ জুলাই ২০২৫, ২০:৪৭
বুধবার কুড়িগ্রামে জুলাই পদযাত্রায় বক্তব্য দেন এনসিপির সভাপতি নাহিদ ইসলাম। ছবি : এনপিসি ফেসবুক

কুড়িগ্রাম, ২ জুলাই, ২০২৫ (বাসস) : জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, কুড়িগ্রামের মানুষ বরাবরই বঞ্চিত হয়ে আসছে। উন্নয়ন মানে কেবল ঢাকার উন্নয়ন নয়। যতদিন দেশের প্রান্তিক মানুষের উন্নয়ন না হবে ততদিন সে উন্নয়নকে উন্নয়ন বলা যাবে না।

আজ বুধবার দুপুরে কুড়িগ্রাম এলাকার ত্রিমোহনী বাজার থেকে ঘোষপাড়া এলাকা পর্যন্ত জুলাই পদযাত্রা শেষে এক সংক্ষিপ্ত সমাবেশে তিনি এ সব কথা বলেন।

নাহিদ বলেন, কুড়িগ্রাম মানেই তিস্তার পানির ন্যায্য হিস্যার লড়াই। কুড়িগ্রাম মানেই মুক্তিযুদ্ধে তারামন বিবির অস্ত্র হাতে তুলে নেওয়া। সিপাহী বিদ্রোহ, ফকির সন্ন্যাসী আন্দোলন থেকে কুড়িগ্রামের মানুষরা বারবার লড়াই করেছে। কুড়িগ্রাম সব সময় নির্যাতিত হয়েছে। অতিষ্ঠ হয়েছে। উন্নয়ন মানে কেবল ঢাকার উন্নয়ন না। উন্নয়নের কথা সব সময় শোনা গেলেও তা সবার কাছে পৌঁছে না।

নাহিদ আরও বলেন, তিস্তা মহাপরিকল্পনা নিয়ে কোন টালবাহানা আমরা মেনে নেব না। কুড়িগ্রামকে যেন অবহেলা না করা হয় সেজন্য এ পরিকল্পনা বাস্তবায়ন করতে হবে। আজও সীমান্তে আমাদের ভাইয়েরা মারা যায়। আমরা আমাদের বোন ফেলানীর হত্যার বিচার এখনো পাইনি। ভারতের গোলামীর দিন শেষ। সীমান্তে আর একটিও হত্যাকাণ্ড আমরা মেনে নেব না।

সময়ের প্রয়োজনে রাজনৈতিক দল গঠন করা হয়েছে উল্লেখ করে নাহিদ আরও বলেন, আপনারা আমাদের সহযোগিতা করুন। আমাদের অভিভাবকত্ব গ্রহণ করুন। সকল শ্রেণী পেশার মানুষদের নিয়ে আমরা নতুন বাংলাদেশ গড়ব।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
কৃষক লীগের সম্পাদক মন্ডলীর সদস্য গ্রেফতার
পিরোজপুরে সাবেক সাব-রেজিস্ট্রার ও তার স্ত্রীর বিরুদ্ধে  দুদকের মামলা
সেবা প্রদানে হয়রানি ও অনিয়মের অভিযোগে দেশের বিভিন্ন স্থানে দুদকের অভিযান
নির্বাচন পর্যবেক্ষণ করতে ৩৩১ দেশি সংস্থার আবেদন
দেশব্যাপী বিভ্রাটের পর ইরাকে বিদ্যুৎ সরবরাহ চালু
ডাকসুর সাবেক ভিপি অধ্যাপক মহফুজা খানম আর নেই
পিতার জবানবন্দি : একমাত্র পুত্রকে হারিয়ে পাগলের মতো জীবন যাপন করছি
পি আর পদ্ধতিতে নির্বাচন হলে জবাবদিহিতামূলক সরকার প্রতিষ্ঠিত হবে : চরমোনাইর পীর 
জনগণের রায় নিয়ে সরকার গঠন করলে মিলে-মিশে দেশ পরিচালনা করবে বিএনপি : তারেক রহমান 
প্রবাসী ভোটার নিবন্ধন কার্যক্রম উদ্বোধন করতে কানাডা যাচ্ছেন সিইসি
১০