উন্নয়ন মানে কেবল ঢাকার উন্নয়ন নয়, প্রান্তিক মানুষের উন্নয়ন : নাহিদ ইসলাম

বাসস
প্রকাশ: ০২ জুলাই ২০২৫, ২০:৪৭
বুধবার কুড়িগ্রামে জুলাই পদযাত্রায় বক্তব্য দেন এনসিপির সভাপতি নাহিদ ইসলাম। ছবি : এনপিসি ফেসবুক

কুড়িগ্রাম, ২ জুলাই, ২০২৫ (বাসস) : জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, কুড়িগ্রামের মানুষ বরাবরই বঞ্চিত হয়ে আসছে। উন্নয়ন মানে কেবল ঢাকার উন্নয়ন নয়। যতদিন দেশের প্রান্তিক মানুষের উন্নয়ন না হবে ততদিন সে উন্নয়নকে উন্নয়ন বলা যাবে না।

আজ বুধবার দুপুরে কুড়িগ্রাম এলাকার ত্রিমোহনী বাজার থেকে ঘোষপাড়া এলাকা পর্যন্ত জুলাই পদযাত্রা শেষে এক সংক্ষিপ্ত সমাবেশে তিনি এ সব কথা বলেন।

নাহিদ বলেন, কুড়িগ্রাম মানেই তিস্তার পানির ন্যায্য হিস্যার লড়াই। কুড়িগ্রাম মানেই মুক্তিযুদ্ধে তারামন বিবির অস্ত্র হাতে তুলে নেওয়া। সিপাহী বিদ্রোহ, ফকির সন্ন্যাসী আন্দোলন থেকে কুড়িগ্রামের মানুষরা বারবার লড়াই করেছে। কুড়িগ্রাম সব সময় নির্যাতিত হয়েছে। অতিষ্ঠ হয়েছে। উন্নয়ন মানে কেবল ঢাকার উন্নয়ন না। উন্নয়নের কথা সব সময় শোনা গেলেও তা সবার কাছে পৌঁছে না।

নাহিদ আরও বলেন, তিস্তা মহাপরিকল্পনা নিয়ে কোন টালবাহানা আমরা মেনে নেব না। কুড়িগ্রামকে যেন অবহেলা না করা হয় সেজন্য এ পরিকল্পনা বাস্তবায়ন করতে হবে। আজও সীমান্তে আমাদের ভাইয়েরা মারা যায়। আমরা আমাদের বোন ফেলানীর হত্যার বিচার এখনো পাইনি। ভারতের গোলামীর দিন শেষ। সীমান্তে আর একটিও হত্যাকাণ্ড আমরা মেনে নেব না।

সময়ের প্রয়োজনে রাজনৈতিক দল গঠন করা হয়েছে উল্লেখ করে নাহিদ আরও বলেন, আপনারা আমাদের সহযোগিতা করুন। আমাদের অভিভাবকত্ব গ্রহণ করুন। সকল শ্রেণী পেশার মানুষদের নিয়ে আমরা নতুন বাংলাদেশ গড়ব।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তরের নাম বদলে ‘যুদ্ধ দপ্তর’  রাখলেন ট্রাম্প
দুর্গাপূজা উদযাপনে মানিকগঞ্জে প্রস্তুতিমূলক সভা
রাজশাহীর বাগমারায় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা
রাজশাহীতে পাঁচ মামলার আসামি গ্রেপ্তার
বিএনপি নেতা আমীর খসরু ও আইন উপদেষ্টাকে জড়িয়ে অপপ্রচার শনাক্ত ফ্যাক্টওয়াচের
মনোহরদীতে এসএসসিতে জিপিএ ৫ পাওয়া শিক্ষার্থীদের সম্মাননা দিল বিএনপি
রংপুরে মাদকসহ চা-দোকানি গ্রেপ্তার
তেজগাঁওয়ের ব্যবসায়ীদের সঙ্গে বিএনপির মতবিনিময়
কর্ণফুলী নদী থেকে নিষিদ্ধ জাল জব্দ
ঝিনাইদহে বেশি দামে সার বিক্রি করায় জরিমানা
১০