রুয়েটে ৩ দফা দাবিতে আন্দোলনে শিক্ষার্থীরা

বাসস
প্রকাশ: ০৩ জুলাই ২০২৫, ১৭:৩০
ছবি : সংগৃহীত

রাজশাহী, ৩ জুলাই, ২০২৫ (বাসস) :  রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে তিন দফা দাবিতে আন্দোলন করেছে শিক্ষার্থীরা।

প্রকৌশলী অধিকার আন্দোলনের ব্যানারে আজ সকাল সাড়ে ১১টা থেকে শুরু করে ১টা পর্যন্ত নগরীর তালাইমারি মোড়ে অবস্থান নিয়ে আন্দোলন করতে থাকেন তারা।  

এ সময় বিশ্ববিদ্যালয় এলাকায় যান চলাচল সীমিত হয়ে পড়ে। শিক্ষার্থীরা ইঞ্জিনিয়ারিং নবম গ্রেড সম্মান পদে প্রবেশের জন্য সবার পরীক্ষা বাধ্যতামূলক এবং বিএসসি ইন ইঞ্জিনিয়ারিং ডিগ্রি রাখার দাবিতে আন্দোলন করছে।

বক্তারা বলেন, টেকনিক্যাল দশম গ্রেড সম্মান পদ সবার জন্য উন্মুক্ত রাখতে হবে যাতে ডিপ্লোমা ও বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রীধারী সকলেই সমান পরীক্ষার সুযোগ পান। বিএসসি ইন ইঞ্জিনিয়ারিং ডিগ্রী ছাড়া কেউ ইঞ্জিনিয়ার পদবী ব্যবহার করতে পারবে না। এজন্য আইন পাস করে গেজেট প্রকাশ করতে হবে। 

এ ছাড়া নানা বৈষম্যের চিত্র তুলে ধরে তারা বলেন, বর্তমানে পিডিবিতে এই পদে বিএসসি ইঞ্জিনিয়ার রয়েছে ৬২ দশমিক ৭ শতাংশ আর ডিপ্লোমা থেকে প্রমোশন প্রাপ্ত রয়েছে ৩৭ দশমিক ২ শতাংশ, এরপরও ডিপ্লোমাধারীরা ৫০ শতাংশ পর্যন্ত দাবি করছে। সরকারি প্রকৌশল বিভাগে অনুমোদিত কোটা ছিল ৩৩ শতাংশ কিন্তু বাস্তবে প্রমোশন দেয়া হয়েছে ৫১ দশমিক ৬ শতাংশ যা অনুমোদিত নয়। বিসিএসের মতো সর্বোচ্চ মেধাভিত্তিক নিয়োগেও ২০২৪ সালে গণপূর্ত ক্যাডারে প্রকৌশলীদের সংখ্যা মাত্র ২৫ জন। 

অন্যদিকে ২০২৪ সালে প্রমোশন প্রাপ্ত প্রকৌশলীর সংখ্যা ১৯ জন যা ৩৩ দশমিক ৩ শতাংশ থেকে বেড়ে হয়েছে ৪৩ শতাংশ, এতে কোটার সীমা লঙ্ঘন হয়েছে।  আন্দোলনকারীরা বলছেন,  বৈষম্যগুলো দূর করা হলে প্রকৌশল পেশায় মেধাবৃত্তিক নিয়োগ ও পদোন্নতি নিশ্চিত হবে, ইঞ্জিনিয়ার শব্দের অপব্যবহার বন্ধ হবে এবং প্রকৃত পেশাগত মর্যাদা প্রতিষ্ঠা পাবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
পি আর পদ্ধতিতে নির্বাচন হলে জবাবদিহিতামূলক সরকার প্রতিষ্ঠিত হবে : চরমোনাইর পীর 
জনগণের রায় নিয়ে সরকার গঠন করলে মিলে-মিশে দেশ পরিচালনা করবে বিএনপি : তারেক রহমান 
প্রবাসী ভোটার নিবন্ধন কার্যক্রম উদ্বোধন করতে কানাডা যাচ্ছেন সিইসি
যুক্তরাষ্ট্রের পাল্টা শুল্ক ১৫ শতাংশে নামিয়ে আনার চেষ্টা করা হচ্ছে : বাণিজ্য উপদেষ্টা
গত এক বছরে দেশের অর্থনৈতিক পারফরম্যান্স সন্তোষজনক : সালেহউদ্দিন
জবির মার্কেটিং বিভাগে আত্ম-উন্নয়নমূলক সেমিনার অনুষ্ঠিত
আন্তর্জাতিক পর্যবেক্ষক মিশন প্রেরণ নিয়ে সিইসি সাথে আনফ্রেলের প্রতিনিধিদলের সাক্ষাৎ
ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩৮২
এক বছরে ১৭৪৩ জনের বিরুদ্ধে দুদকের ৪৫২ মামলা
৫ দফা দাবিতে জবি ছাত্রদলের স্মারকলিপি
১০