গবেষণা ও উচ্চশিক্ষায় যুগান্তকারী পরিবর্তন আনবে রুয়েটের হিট প্রকল্প

বাসস
প্রকাশ: ০৫ জুলাই ২০২৫, ২১:৫৮

রাজশাহী, ৫ জুলাই, ২০২৫ (বাসস) : রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রুয়েট) বাংলাদেশের উচ্চশিক্ষা উন্নয়নের জন্য বিশ্বব্যাংকের সহযোগিতায় পরিচালিত হিট (হায়ার এডুকেশন একসেলারেশন এন্ড ট্রান্সফর্মেশন) প্রকল্পের আওতায় ‘প্রতিযোগিতামূলক প্রজেক্ট প্রস্তাবনা তৈরির কৌশল’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

আজ শনিবার বিশ্ববিদ্যালয়ের হল রুমে ইনস্টিটিউশনাল কোয়ালিটি এ্যাসুরেন্স সেল (আইকিউএসি) আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি থেকে কর্মশালার উদ্বোধন করেন, বিশ্ববিদ্যালয় উপাচার্য অধ্যাপক ড. এস এম আব্দুর রাজ্জাক।

উপাচার্য বলেন, ‘গবেষণা ও উচ্চশিক্ষায় যুগান্তকারী পরিবর্তন আনবে হিট প্রকল্প। যা আমাদের শিক্ষকদের বৈশ্বিক পরিম-লে প্রতিযোগিতার সুযোগ সৃষ্টি করবে।’

আইকিউএসি’র পরিচালক অধ্যাপক ড. মো. ইমদাদুল হকের সভাপতিত্বে কর্মশালায় রিসোর্স পারসন হিসেবে প্রেজেন্টেশন উপস্থাপন করেন, সিভিল ইঞ্জিনিয়ারিং (সিই) বিভাগের অধ্যাপক ড. মো. নিয়ামুল বারী, কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের অধ্যাপক ড. মো. শহীদ উজ জামান এবং ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগের অধ্যাপক ড. আব্দুল খালেক।

দিনব্যাপী এ কর্মশালায় হিট প্রকল্পের কাঠামো, গবেষণা প্রস্তাবনা প্রস্তুতি, অনুদান প্রাপ্তির নিয়মাবলী এবং বিশ্ববিদ্যালয় পর্যায়ে দক্ষতা উন্নয়ন কার্যক্রম নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এতে বিভিন্ন বিভাগের শিক্ষক অংশগ্রহণ করে প্রকল্পের সুফল ও প্রয়োগ বিষয়ে প্রশ্নোত্তর সেশনে অংশ নেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
স্বাস্থ্যখাতে ফ্যাসিস্ট আমলে সুবিধাভোগীরা গুরুত্বপূর্ণ পদে বহাল রয়েছেন : ডা. রফিক
‘আমার চোখে জুলাই বিপ্লব’ প্রতিপাদ্যে স্থানীয় সরকার বিভাগের আইডিয়া প্রতিযোগিতা 
গাজীপুরে নদীতে ডুবে শিশুর মৃত্যু
বগুড়ায় নিহত যুবদল কর্মী ইমরানের পরিবারের পাশে তারেক রহমান
তানভীরের ঘূর্ণিতে সিরিজে সমতা ফেরাল বাংলাদেশ
পুলিশকে জনবান্ধব ও মানবিক হিসেবে গড়ে তোলার ক্ষেত্রে সংস্কারের বিকল্প নেই : গোলটেবিল বৈঠকে বক্তরা
চট্টগ্রামে রানওয়েতে উড়োজাহাজ আটকে যাওয়ায় ৪ ফ্লাইটে বিলম্ব
পাহাড়ের অর্গানিক ফল আমাদের ঐতিহ্যের অংশ : পার্বত্য উপদেষ্টা
গবেষণা ও উচ্চশিক্ষায় যুগান্তকারী পরিবর্তন আনবে রুয়েটের হিট প্রকল্প
আইন মন্ত্রণালয়ের প্রশাসনিক কর্মকর্তা বরখাস্ত
১০